HSC Exam

অনেক শিক্ষার্থী ফেল – কিন্তু কোন বিষয়ে ? এইচএসসি পরীক্ষা ২০২৩

Pinterest LinkedIn Tumblr

উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা ২০২৩ প্রায় শেষের দিকে। প্রথম দিকে যে পরীক্ষাগুলো আয়োজন করা হয়েছিল তার খাতা দেখা শেষ।

শিক্ষকরা উত্তরপত্র দেখেছে এবং মূল্যায়ন করে সেই নম্বর বোর্ডের কাছে পাঠিয়েছে। মাঝামাঝি পর্যায়ে

যে সকল গ্রুপ সাবজেক্ট পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার খাতাগুলো এখন শিক্ষকরা দেখছে। প্রথম দিকে যে সকল

পরীক্ষা হয়েছে বিশেষ করে বাংলা ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মতো বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ।

আর পড়ুনঃ

দায়িত্ব থাকা শিক্ষকগণ যারা কিনা এ খাতাগুলো দেখছিল, তাদের সাথে কথা বলে তারা জানায় কয়েকটি বান্ডিল অনেক শিক্ষার্থী ফেল করেছে।

তবে কোন পরীক্ষা এমন ফেল সেই প্রশ্ন তারা বলেন বাংলা প্রথম পত্র শিক্ষার্থীরা অনেক ভালো পরীক্ষা দিলেও সৃজনশীল এসে শিক্ষার্থীদের ঝামেলা হয়েছে।

অনেক শিক্ষার্থী পাশ করে নিয়েই কষ্টকর হচ্ছে। ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষায় ২৩ নম্বর পেতে হবে পাস করার জন্য।

যা আমরা অনেক শিক্ষার্থীকে দিতে পারিনি, তবে এখানে সমস্যা তৈরি হয়েছে অন্য একটি সাবজেক্টে।

তবে ইংরেজি এবং বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে যে সকল শিক্ষক দেখেছে, তাদের সাথে কথা বলে তারা বলেন

এই তিনটি বিষয়ের পরীক্ষার রেজাল্ট অনেক ভালো এসেছে। অনেক শিক্ষার্থী ভালো ফলাফল করেছেন।

বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যেহেতু মিলিয়ে পাস এবং সম্পূর্ণ 100 নম্বরের খাতায় শিক্ষকরা হাতে পেয়েছে,

সেই দৃষ্টিকোণ থেকে শিক্ষা পর্যাপ্ত নম্বর শিক্ষার্থীদেরকে দিয়েছে যাতে করে শিক্ষার্থীরা ভালো ফলাফল।

বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একই বিষয় পরিলক্ষিত হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর অনেক ভালো ফলাফল করেছে।

আর পড়ুনঃ

সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়। যে সকল শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়

খালি রেখেছে, তারা বলে আমরা যে উত্তরগুলো আশা করে ছিলাম শিক্ষার্থীরা তা লিখতে পারেনি।

তারা এমন সব তথ্য লিখেছে যা বইতে নাই, এই অবস্থায় সেখানে নম্বর দেওয়া অনেক কষ্টকর।

আমরা তারপরও পাশ করিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। 30 নম্বর পরীক্ষা হয়েছে মাত্র ১০ নম্বর পেতে হবে পাশ করার জন্য।

এক্ষেত্রে অনেক শিক্ষার্থী মাত্র দুইটি প্রশ্ন লিখেছে, যা পাস করে দেয়া অনেক কষ্টকর। তারপর আমরা চেষ্টা করলে তাকে সহযোগিতা করার,

দেখা যাক আমরা কতটুকু করতে পারি। এক্ষেত্রে কিছু বান্ডিলে পরীক্ষার ফেলের সংখ্যা অনেক বেশি

সেখানে ১০০ খাতার মধ্যে ৩০ বা ৪০ জন শিক্ষার্থী ফেল করেছে শুধুমাত্র লিখতে না পারার কারণে।

3 Comments

  1. In shaa Allah,,, valo kicu asa Kri,,,sbar jonno sub kamona roilo🥰

Write A Comment