HSC Exam

আগস্ট নাকি সেপ্টম্বর মাসে হবে এইচএসসি পরীক্ষা ২০২৩ ? জানুন

Pinterest LinkedIn Tumblr

আগস্টে নাকি সেপ্টেম্বর কোন মাসে হবে এইচএসসি পরীক্ষা ২০২৩ জানতে চাচ্ছে শিক্ষার্থীরা সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব।

এরইমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা আমাদেরকে পরীক্ষা আয়োজন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে।

উপবৃত্তি ২০২৩ ফলাফল কবে দিবে ? টাকা কিভাবে হাতে পাবে ?

এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলন করেছিলেন পরীক্ষা নিয়ে। সেখানে তিনি জানিয়েছে চলতি বছর

এইচএসসি পরীক্ষা ২০২৩ নিয়ে। পরীক্ষা নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে, তারমধ্যে উল্ল্যেখযোগ্য সমস্যা হচ্ছে

সঠিক সময়ে সিলেবাস শেষ করতে না পারা। সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা পিছিয়ে নেয়া হয়ে ছিল।

এর আগে বলা হয়েছে পরীক্ষা শুরু হবে জুলাই মাসের দিকে, কিন্তু সিলেবাস শেষ করতে না পারার কারণে পরীক্ষা কিছুটা পিছিয়ে যাবে।

কিন্তু কতদিন পেছনে হবে তা জানতে চাচ্ছি শিক্ষার্থীরা। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সাথে কথা বলে তারা জানায় পরীক্ষা

স্বাভাবিকভাবেই পিছিয়ে যাচ্ছে এক্ষেত্রে জুলাই মাসে পরিবর্তন করা হচ্ছে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে।

কিন্তু এর মাঝে সময়ের মধ্যে পরীক্ষা আয়োজন করা সম্ভব কিনা এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে।

কারণ বর্তমানে তাদের নির্বাচনী পরীক্ষা এখনো হয়নি, আগামী 30 মে তাদের নির্বাচনী পরীক্ষা শুরু করা হবে

এবং 21 জুন তাদের পরীক্ষা শেষ করা হবে। এর পরবর্তীতে ফলাফল প্রকাশের বিষয়টি রয়েছে

তার পরে তাদের ফরম ফিলাপের বিষয় রয়েছে সব মিলিয়ে প্রায় দুই মাসের মত সময় লেগে যাবে।

এক্ষেত্রে কিভাবে জুলাই মাসের মধ্যে সকল কাজ শেষ করে আগস্ট মাসে পরীক্ষা আয়োজন করা সম্ভব তা নিয়ে তারা যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে।

তবে আগস্ট মাসের শেষের দিকে পরীক্ষা শুরু হতে পারে বলে তারা জানিয়েছে তাহলে সকল কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

অন্যদিকে শিক্ষা মন্ত্রী দীপু মনি এসএসসি পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসে জানায় এইচএসসি পরীক্ষা ২০২৩ আগস্ট এর

মাঝে আয়োজন করার জন্য তারা চিন্তা-ভাবনা করছে। এ ব্যাপারে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত বৈঠকের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

Write A Comment