Technology

ইন্টারনেট ব্যবহারে নারীরা এগিয়ে

Pinterest LinkedIn Tumblr

জিএসএমএ মোবাইল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2021 অনুযায়ী বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করেছে । যেখানে নারী ও পুরুষ কি পরিমাণ এর মোবাইল ব্যবহার করেছে এবং ইন্টারনেট ব্যবহার করেছে তা তুলে ধরা হয়েছে ।

করোনা ভাইরাস এর কারণে সামাজিক দূরত্ব বজায় রাখছে সবাই । ভিডিও কল , সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার এবং অনলাইনে ভিডিও দেখার পরিমাণ অনেক বেড়েছে । বাংলাদেশের এই সময়ে 62 শতাংশ নারী মোবাইলে ইন্টারনেট ব্যবহারের পরিমাণ বেড়েছে সাথে বাংলাদেশের প্রতি সপ্তাহে মোবাইলে ফ্রি ভিডিও দেখেন এমন নারী ব্যবহারকারীর সংখ্যা নয় থেকে বিশ শতাংশে পৌঁছে গেছে ।

এছাড়াও মোবাইলের ইন্টারনেট সম্পর্কে নারীদের মধ্যে সচেনতার পরিমাণ গত কয়েক বছরে থেকে অনেক বেড়েছে । সমীক্ষা অনুযায়ী মোবাইল সম্পর্কে নারীদের সচেতনতা এখন বর্তমানের 66% তিন বছরে 32 শতাংশ বেড়েছে ।

করোনাভাইরাস এ কারণে নারীদের ইন্টারনেটের ব্যবহার পরিমাণ স্মার্টফোনের মালিকানার পরিমাণ একটু বাড়িয়ে 2019 সালে 21 শতাংশ প্রাপ্তবয়স্ক নারী স্মার্টফোনের মালিকানা ছিল 2020 সালে অপরিবর্তিত রয়েছে .

2020 সালে মাত্র 14% নারী মোবাইলের মাধ্যমে লেনদেনের একাউন্ট ছিল এবং পুরুষের মধ্যে এই হার ছিল 40 শতাংশ . নারী ও পুরুষের লেনদেনের পরিমাণ একাউন্টের পরিমাণ বেড়েই চলছে .

Write A Comment