ঈদের কতদিন পর স্কুল কলেজ খুলবে ? ঈদের ছুটি বাড়াবে ?
রমজান শেষ করে ঈদের কতদিন পর স্কুল কলেজ খুলে দেওয়া হবে সে বিষয়ে জানতে চাচ্ছে শিক্ষার্থীরা। আজকে আমরা শিক্ষার্থীদের সে বিষয়গুলো জানাবো।
বর্তমানে শিক্ষার্থীরা দাবি তুলেছে তাদের স্কুল-কলেজে ছুটি বাড়ানোর জন্য, কারণ তাদের পর্যাপ্ত সময় পাচ্ছে না।
এছাড়া আরও বেশকিছু কারণে শিক্ষার্থীরা বেরাচ্ছে আজকে আমরা সে বিষয়গুলো তুলে ধরছি।
প্রতি বছর শিক্ষামন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা বছরের শুরুতেই প্রকাশ করে থাকে।
সকল শিক্ষার্থীদের ১০০০০ টাকা আর্থিক অনুদান দিবে – আবেদন করুন
যাতে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের একাডেমিক ক্যালেন্ডার এবং কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারে।
এবছরও সেই ছুটির ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা গেছে চলতি বছর ঈদুল ফিতর রমজান স্বাধীনতা দিবস
বাংলা নববর্ষ শবে কদর গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে বদ দেয়া হয়েছে প্রায় 26 দিনের মতো। কিন্তু শুক্র এবং শনিবার যুক্ত করা হলে,
তাহলে বন্ধের পরিমাণ দাঁড়ায় প্রায় 34 দিনের কাছাকাছি। এই সময় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে,
এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত 23 শে মার্চ থেকে আনুষ্ঠানিক ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে
দেয়া হয় অর্থাৎ শিক্ষার্থীরা রমজানের প্রথম দিন থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ পেয়েছে এবং তারা ইবাদত কার্যক্রম
পরিচালনা করতে পেরেছে বাসায় বসে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে যেভাবে ছুটি প্রদান করা হয়েছে
এবং সেভাবেই স্কুল-কলেজ খুলে দেয়া হবে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে ছুটির পরিমাণ বাড়ানো হবে না।
তাহলে কবে খুলে দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান জানতে চাইলে নোটিশে দেখানো হয়, আগামী 27 এপ্রিল আনুষ্ঠানিক ভাবে
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে অর্থাৎ 28 তারিখের স্কুল কলেজ খোলা হবে এবং শিক্ষার্থীরা সেখানে যেতে পারবে
এবং তাদের ক্লাস কার্যক্রম পরিচালনা করা হবে। এই ছুটি বাড়ানোর কোন ধরনের পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের নেই,
তারা বলেন ইতিমধ্যে শুক্র এবং শনিবার ছুটি হওয়ার কারণে বছরের অধিকাংশ সময় ছুটি থাকে।
তাছাড়া আরও রমজানের কারণে প্রায় 34 দিনের মতো ছুটি দেয়া হয়েছে, আশা করা যাচ্ছে তারা
কোনদিন সমস্যা করবে না। স্বাভাবিক নিয়মে পরীক্ষা হবে, ক্লাস কার্যক্রম পরিচালনা করা হবে।
তাছাড়া আগামী 30 এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে, তাই শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো সম্ভব নয় বলে জানানো হয়েছে।