HSC Exam

এইচএসসি পরীক্ষা ২০২২ কত পেলে কোন গ্রেড ? A+ A A- B C D

Pinterest LinkedIn Tumblr

উচ্চ মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এইচএসসি পরীক্ষা ২০২২ আয়োজন করা হয়েছে নতুন নিয়মে এক্ষেত্রে 45, 50 এবং 55 নম্বরে কোন গ্রেড।

আজকে আমরা জানাবো মূলত নতুন নিয়মে কত নম্বর পেলে কোন গ্রেড ? নতুন নিয়মে আয়োজন করার কারণে অনেক শিক্ষার্থী এ বিষয় গুলো জানেনা যে কত নম্বর পেলে শিক্ষার্থীরা কোন গ্রেড পাবে?

এবার পরীক্ষা কয়েকটি বিষয় পরিবর্তনের আয়োজন করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পরীক্ষার নম্বর।

আরও পড়ুনঃ

যে সকল বিষয় 45 নম্বরে পরীক্ষা আয়োজন করা হবে তা হলোঃ

 • পদার্থবিজ্ঞান
 • রসায়ন
 • উচ্চতর গণিত
 • জীববিজ্ঞান
 • কৃষি শিক্ষা
 • ভূগোল
 • গার্হস্থ্য
 • অর্থনীতি

তাছাড়া 50 নম্বরের পরীক্ষা আয়োজন করা হবে ইংরেজি প্রথম পত্রের দ্বিতীয় পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র বিষয়।

শুধুমাত্র অন্যদিকে ৫৫ নম্বরের পরীক্ষা আয়োজন করা হবে-

 • বাংলা প্রথম পত্র
 • হিসাব বিজ্ঞান
 • ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
 • উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
 • ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
 • পৌরনীতি
 • ইতিহাস
 • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
 • যুক্তিবিদ্যা
 • সমাজকর্ম
 • সমাজবিজ্ঞান
 • অর্থনীতি
 • ইসলাম শিক্ষা

তাছাড়া পরীক্ষার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তি বিষয়টি জেএসসি এবং এসএসসি রেজাল্ট এর মাধ্যমে মূল্যায়ন করা হবে।

আরও পড়ুনঃ

যেহেতু নতুন মানবন্টন পরীক্ষায় আয়োজন করা হবে এক্ষেত্রে কত নম্বর পেলে কোন গ্রেড নিছে শিক্ষার্থীদের জন্য তুলে ধরা হলোঃ

45 নম্বর মধ্যে কত নম্বর পেলে শিক্ষার্থীরা কোন গ্রেড পাবে তা হলো –

 • A+ পেতে হলে 45 নম্বরের মধ্যে 36 পেতে হবে
 • A পেতে হলে 45 নম্বরের মধ্যে 31.5 পেতে হবে
 • A- পেতে হলে 45 নম্বরের মধ্যে 27 পেতে হবে
 • B পেতে হলে 45 নম্বরের মধ্যে 22.5 পেতে হবে
 • C পেতে হলে 45 নম্বরের মধ্যে 18 পেতে হবে
 • D পেতে হলে 45 নম্বরের মধ্যে 15 পেতে হবে

50 নম্বর মধ্যে কত নম্বর পেলে শিক্ষার্থীরা কোন গ্রেড পাবে তা হলো –

 • A+ পেতে হলে 50 নম্বরের মধ্যে 40 পেতে হবে
 • A পেতে হলে 50 নম্বরের মধ্যে 35 পেতে হবে
 • A- পেতে হলে 50 নম্বরের মধ্যে 30 পেতে হবে
 • B পেতে হলে 50 নম্বরের মধ্যে 25 পেতে হবে
 • C পেতে হলে 50 নম্বরের মধ্যে 20 পেতে হবে
 • D পেতে হলে 50 নম্বরের মধ্যে 16.5 পেতে হবে

55 নম্বর মধ্যে কত নম্বর পেলে শিক্ষার্থীরা কোন গ্রেড পাবে তা হলো –

 • A+ পেতে হলে 55 নম্বরের মধ্যে 44 পেতে হবে
 • A পেতে হলে 55 নম্বরের মধ্যে 38.5 পেতে হবে
 • A- পেতে হলে 55 নম্বরের মধ্যে 33 পেতে হবে
 • B পেতে হলে 55 নম্বরের মধ্যে 27.5 পেতে হবে
 • C পেতে হলে 55 নম্বরের মধ্যে 22 পেতে হবে
 • D পেতে হলে 55 নম্বরের মধ্যে 18.33 পেতে হবে

Write A Comment