HSC Exam

এইচএসসি পরীক্ষা ২০২২ কত মার্ক পেলে কোন গ্রেড ? ৪৫,৫০,৫৫

Pinterest LinkedIn Tumblr

উচ্চ মাধ্যমিক পর্যায়ে চলতি বছরে এইচএসসি পরীক্ষা ২০২২ আয়োজন করা হয়েছে নতুন নিয়মে। যেখানে 100 নম্বরের পরিবর্তে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 4550 এবং 55 নম্বরে।

এই নম্বরের মধ্যে কত নম্বর পেলে শিক্ষার্থীরা কোন গ্রেড পাবে তা অনেকেই এখনও জানে না।

আরও পড়ুনঃ

আজকে আমার শিক্ষার্থীদের কে সঠিক তথ্য জানাবো, যেখানে শিক্ষার্থীরা জানতে পারবে 4550 এবং ৫৫ নম্বরের মধ্যে কত নম্বর পেলে A+ A A- B C D F গ্রেড।

মূলত যে সকল বিষয়ের ব্যবহারিক খাতা রয়েছে সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ৪৫ নম্বরে, যা পরবর্তীতে

75 নম্বর রূপান্তর করা হবে এবং এর ব্যবহারিক খাতা 25 নম্বর যোগ করে মূল ফলাফল প্রস্তুত করা হবে।

আবার যে সকল বিষয়ের ব্যবহারিক খাতা নেই সে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ৫৫ নম্বরে সরাসরি

100 নম্বরে রূপান্তর করে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে।

শুধুমাত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে মাত্র 50 নম্বরে 100 নম্বরের রূপান্তর করা শেষে ফলাফল প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ

ফলাফল প্রকাশের সম্পন্ন বিষয়টি রূপান্তর মাধ্যমে সম্পন্ন করা হলেও শিক্ষার্থীরা জানতে চাচ্ছি কত নম্বর

পেলে কোন গ্রেড তাদের দেয়া হবে। এক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের সকল বিষয়গুলো নিচে তুলে ধরছি।

45 নম্বরের মধ্যে একজন শিক্ষার্থী কত নম্বর পেলে কোন গ্রেড পাবে তা নিচে তুলে ধরা হলোঃ

 • A+ পেতে হলে 45 নম্বরের মধ্যে 36 নম্বর পেতে হবে
 • A পেতে হলে 45 নম্বরের মধ্যে 31.5 নম্বর পেতে হবে
 • A- পেতে হলে 45 নম্বরের মধ্যে 27.5 নম্বর পেতে হবে
 • B পেতে হলে 45 নম্বরের মধ্যে 22 নম্বর পেতে হবে
 • C পেতে হলে 45 নম্বরের মধ্যে 18 নম্বর পেতে হবে
 • D পেতে হলে 45 নম্বরের মধ্যে 15 নম্বর পেতে হবে

55 নম্বরের মধ্যে একজন শিক্ষার্থী কত নম্বর পেলে কোন গ্রেড পাবে তা নিচে তুলে ধরা হলোঃ

 • A+ পেতে হলে 55 নম্বরের মধ্যে 44 নম্বর পেতে হবে
 • A পেতে হলে 55 নম্বরের মধ্যে 38.5 নম্বর পেতে হবে
 • A- পেতে হলে 55 নম্বরের মধ্যে 33 নম্বর পেতে হবে
 • B পেতে হলে 55 নম্বরের মধ্যে 27 নম্বর পেতে হবে
 • C পেতে হলে 55 নম্বরের মধ্যে 22.5 নম্বর পেতে হবে
 • D পেতে হলে 55 নম্বরের মধ্যে 18.33 নম্বর পেতে হবে

50 নম্বরের মধ্যে একজন শিক্ষার্থী কত নম্বর পেলে কোন গ্রেড পাবে তা নিচে তুলে ধরা হলোঃ

 • A+ পেতে হলে 50 নম্বরের মধ্যে 40 নম্বর পেতে হবে
 • A পেতে হলে 50 নম্বরের মধ্যে 35 নম্বর পেতে হবে
 • A- পেতে হলে 50 নম্বরের মধ্যে 30 নম্বর পেতে হবে
 • B পেতে হলে 50 নম্বরের মধ্যে 25 নম্বর পেতে হবে
 • C পেতে হলে 50 নম্বরের মধ্যে 20 নম্বর পেতে হবে
 • D পেতে হলে 50 নম্বরের মধ্যে 16.5 নম্বর পেতে হবে

আরও পড়ুনঃ

Write A Comment