এইচএসসি পরীক্ষা ২০২২ আগামী 13 ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে শেষ হতে যাচ্ছে, এর পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষা পদ্ধতি গুলো আয়োজন করা হবে।
এই মুহূর্তে পরীক্ষার খাতা দেখা শুরু করেছে শিক্ষকরা। অনেকগুলো বিষয় খাতা দেখা শেষ করা হয়েছে।
আমরা যে সকল শিক্ষককে দেখে তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে।
আরও পড়ুনঃ
- ২০২২ সালের এইচএসসি পরীক্ষা ১ম ও ২য় পত্র আলাদা পাস ?
- এইচএসসি রেজাল্ট ২০২২ কত তারিখ দিবে – জেনে নেও এখনই
- HSC Exam 2022 – ৪৫, ৫০, ৫৫ ভিতর কত পেলে কোন গ্রেড ?
- দুসংবাদঃ এইচ এস সি পরীক্ষা ২০২২ উপলক্ষে – জেনে নেও
মূলত প্রতি শিক্ষক 200 থেকে 300 পরীক্ষার খাতা পেয়েছে। এরইমধ্যে বাংলা ইংরেজি সহ কয়েকটি বিষয়ের
খাতা দেখা শেষ করেছে শিক্ষকরা। আমরা তাদের সাথে কথা বলেছি কিভাবে তারা নাম্বার দিয়েছে জানতে চাওয়া হয়েছিল তাদের কাছে,
তারা বলেছে যে সকল শিক্ষার্থী সম্পূর্ণ লিখেছে তাদেরকে আমরা সম্পূর্ণ নম্বর দিয়েছি মানে দশের মধ্যে দশ নম্বর
দিয়েছে আবার যারা কিছুটা উত্তর ভুল লিখেছে তাদেরকে আমরা কিছু নাম দিয়েছি। কিন্তু যারা একদমই লিখতে পারেনি
তাদেরকে আমরা নম্বর দিতে পারিনি। তাছাড়া যেসব শিক্ষার্থী এক বা দুই নম্বরের জন্য ফেল করেছে তাদেরকে
আমরা চেষ্টা করেছি পাস করিয়ে দেওয়ার। বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে যেহেতু সম্পূর্ণ বিষয়টি শিক্ষকদের কাছে নির্ভর করছে,
আরও পড়ুনঃ
- ২০২২ সালের এইচএসসি পরীক্ষা ১ম ও ২য় পত্র আলাদা পাস ?
- এইচএসসি রেজাল্ট ২০২২ কত তারিখ দিবে – জেনে নেও এখনই
- HSC Exam 2022 – ৪৫, ৫০, ৫৫ ভিতর কত পেলে কোন গ্রেড ?
- দুসংবাদঃ এইচ এস সি পরীক্ষা ২০২২ উপলক্ষে – জেনে নেও
তাই তারা সবাইকে পাশ করিয়ে দেওয়া সর্বোচ্চ চেষ্টা করেছে। অন্যদিকে শিক্ষকরা বলে গত বছর থেকে বছরে
পাসের হার কিছুটা কম হয়ে পারে, কারণ শিক্ষার্থীরা একটু চাপ অনুভব করছিল। এর অন্যতম কারণ হচ্ছে
গত বছরের 3 বিষয়ে পরীক্ষা হয়েছিল কিন্তু এবছর অনেকগুলো বিষয় পরীক্ষায় শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে জানান শিক্ষকদেরকে তারা যথেষ্ট সুযোগ
সুবিধা দিয়েছে পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে। পরীক্ষার খাতা দেখেছে শিক্ষকের কাছে পাঠিয়েছে কয়েকটি বিষয়
নম্বর চলে এসেছে। এক্ষেত্রে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেন সৃজনশীল এর সম্পূর্ণ বিষয়টি শিক্ষকের দেখে থাকবে ,
আরও পড়ুনঃ
- ২০২২ সালের এইচএসসি পরীক্ষা ১ম ও ২য় পত্র আলাদা পাস ?
- এইচএসসি রেজাল্ট ২০২২ কত তারিখ দিবে – জেনে নেও এখনই
- HSC Exam 2022 – ৪৫, ৫০, ৫৫ ভিতর কত পেলে কোন গ্রেড ?
- দুসংবাদঃ এইচ এস সি পরীক্ষা ২০২২ উপলক্ষে – জেনে নেও
কিন্তু নৈব্যক্তিক এ বিষয়গুলো শিক্ষা বোর্ড কর্মকর্তারা দেখে দেখবে, নৈব্যক্তিক কোন ধরনের নাম্বার বাড়িয়ে দেয়া হবে না।
স্বাভাবিক নিয়মে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এ ক্ষেত্রে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেন নৈবিত্তিক ব্যবহারিক
এবং সৃজনশীল এর ক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী 1 বা 2 নম্বর কম পায়, চেষ্টা করা হবে তাদেরকে পাস করিয়ে দেওয়ার
কিন্তু তারপরও যদি কোনো শিক্ষার্থী পাস করতে না পারে তাহলে কিছু করার থাকবে না। তাহলে তাদেরকে স্বাভাবিকভাবে মূল্যায়ন করা হবে।