HSC Exam

এইচএসসি পরীক্ষা ২০২২ জরুরী ৫ টি নির্দেশনা – জেনে নেও

উচ্চ মাধ্যমিক পর্যায়ের চলতি বছরে প্রায় 20 লাখের অধিক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা ২০২২ এ অংশগ্রহণ করার জন্য অপেক্ষায় রয়েছে।

এক্ষেত্রে তাদের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে যেখানে কয়েকটি বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

এই নির্দেশনাগুলো মেনে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা অংশগ্রহণ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ

মূলত আগামী 6 নভেম্বর আনুষ্ঠানিক ভাবে চলতি বছর এইচএসসি পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্রের মাধ্যমে

পরীক্ষা শুরু করা হবে এবং 13 সপ্টেম্বর ডিসেম্বর এই পরীক্ষা শেষ করা হবে। পরীক্ষা শুরু হবে সকাল 11 টায় এবং শেষ হবে বেলা একটায়।

এই দুই ঘন্টা পরীক্ষার মধ্যে শিক্ষার্থীরা 20 মিনিট সময় পাবে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং এক ঘন্টা 40 মিনিট সময় সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।

তাছাড়া ব্যবহারিক পরীক্ষা আগামী 15 ডিসেম্বর থেকে শুরু হয়ে 22 ডিসেম্বর পর্যন্ত চলবে এর পরবর্তীতে

আরও পড়ুনঃ

26 ডিসেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনের মাধ্যমে শিক্ষা বোর্ডের কাছে পাঠাতে হবে।

এইচএসসি পরীক্ষার্থীদের জরুরি বিশেষ নির্দেশনা গুলো নিচে তুলে ধরা হলোঃ
  • পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে ।
  • প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল পরীক্ষা আয়োজন করা হবে।
  • বহুনির্বাচনী ২০ মিনিট সময় দেওয়া হবে এবং সৃজনশীল 1 ঘন্টা 40 মিনিট সময় দেওয়া হবে।
  • নৈব্যক্তিক এবং সৃজনশীল এর মধ্যে কোন ধরনের বিরতি থাকবে না।
  • পরীক্ষা শুরু হবে সকাল 11 টায় এবং শেষ হবে দুপুর একটায়।
  • প্রশ্নে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে।
  • পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে সংগ্রহ করবে।
  • প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রের তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে।
আরও পড়ুনঃ
  • কোন অবস্থাতেই মার্জিন লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
  • পরীক্ষার্থীকে সৃজনশীল বহুনির্বাচনী অংশ পৃথকভাবে পাস করতে হবে।
  • প্রত্যেক পরীক্ষাটি কেবল রেজিস্ট্রেশন কার্ডে প্রবেশপথে উল্লেখিত বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে।
  • পরীক্ষার্থীদের পরীক্ষার নন প্রোগ্রাম সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
  • পরীক্ষাকেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং কোনো পরীক্ষার্থী ডিজিটাল কোন ডিভাইস নিয়ে আসতে পারবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button