এইচএসসি পরীক্ষা ২০২২ প্রশ্ন সহজ নাকি কঠিন হবে ? জেনে নেও
মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এইচএসসি পরীক্ষা ২০২২ আগামী 6 নভেম্বর আনুষ্ঠানিক ভাবে শুরু হবে, পরীক্ষার প্রশ্ন কেমন হবে কঠিন হবে নাকি সহজ হবে ?
এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় একাধিক কর্মকর্তা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়েছে। আজকে আমরা শিক্ষার্থীদের সে বিষয়গুলো তুলে ধরব।
— আরও পড়ুন–
- এইচএসসি পরীক্ষা ২০২২ কত নম্বর পেলে কোন গ্রেড হবে ? জেনে নাও
- যে যে ভুল এইচএসসি পরীক্ষাকেন্দ্রে করা জানে না – জেনে নেও
- এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন – নতুন আপডেট তথ্য
- ২০২২ সালের এইচএসসি পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয় জরুরী নির্দেশনা
মূলত নতুন নিয়মে পরীক্ষার আয়োজন করা শিক্ষার্থীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। কারণ তারা অনেকেই বুঝতে পারছে না
তাদের প্রশ্ন কেমন হবে এবং এর নিয়ম বুঝতে না পারার কারণে অনেকে পরীক্ষা খারাপ দেবে।
কারণ নতুন নিয়মে পরীক্ষায় যেসব শিক্ষার্থী বুঝতে পারবে তারা কিন্তু অনেক ভালো পরীক্ষা দিতে পারবে।
এক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয়গুলো বুঝে নেওয়া উচিত। এবারে শিক্ষার্থীদের প্রশ্নপত্র নতুন নিয়মে তৈরি করা হচ্ছে।
যেখানে বিষয় গুলোতে 75 নম্বর প্রশ্ন তৈরি করা হবে কিন্তু উত্তর দিতে হবে মাত্র 45 নম্বরের এর মধ্যে সৃজনশীল প্রশ্ন
থাকবে 30 নম্বর এবং বহুনির্বাচনী ১৫ নম্বর। সৃজনশীল আট টা প্রশ্ন থেকে শিক্ষার্থীরা তিনটি প্রশ্নের উত্তর দিবে এবং
বহুনির্বাচনী ২৫ টি প্রশ্ন থেকে শিক্ষার্থীরা ১৫ টি প্রশ্নের উত্তর দিবত। অন্যদিকে যে সকল বিষয়ের ব্যবহারিক খাতা নেই
— আরও পড়ুন–
- এইচএসসি পরীক্ষা ২০২২ কত নম্বর পেলে কোন গ্রেড হবে ? জেনে নাও
- যে যে ভুল এইচএসসি পরীক্ষাকেন্দ্রে করা জানে না – জেনে নেও
- এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন – নতুন আপডেট তথ্য
- ২০২২ সালের এইচএসসি পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয় জরুরী নির্দেশনা
সেখানে প্রশ্ন তৈরি করা হবে 100 নম্বরের কিন্তু উত্তর দিতে হবে ৫৫ নম্বরের। এখানে ১১ টি সৃজনশীল প্রশ্ন থেকে
শিক্ষার্থীরা যে কোন চারটি প্রশ্নের উত্তর দিতে পারবে এবং বহুনির্বাচনী ৩০ টি প্রশ্ন থেকে যেকোনো ১৫ টি প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা দিতে পারবে।
তাছাড়া ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র ও বাংলা ২য় পত্র প্রশ্ন তৈরি করা হবে ৫০ নম্বরে যেখানে শিক্ষার্থীরা অথবা থাকবে
অর্থাৎ প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দিতে পারবে। সেই দিক থেকে বিবেচনা বলা যায় চলতি বছর
এইচএসসি পরীক্ষার প্রশ্ন যাচাই বাচাই সুযোগ থাকবে এবং যথেষ্ট পরিমাণ সহজ হবে প্রশ্ন।
কিন্তু যেসব শিক্ষার্থী পড়াশোনা করে যাবে না তাদের জন্য অবশ্য প্রশ্ন কঠিন হবে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের
— আরও পড়ুন–
- এইচএসসি পরীক্ষা ২০২২ কত নম্বর পেলে কোন গ্রেড হবে ? জেনে নাও
- যে যে ভুল এইচএসসি পরীক্ষাকেন্দ্রে করা জানে না – জেনে নেও
- এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন – নতুন আপডেট তথ্য
- ২০২২ সালের এইচএসসি পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয় জরুরী নির্দেশনা
একাধিক কর্মকর্তা জানিয়েছেন প্রশ্ন স্বাভাবিক নিয়মে তৈরি করা হচ্ছে। সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্ন তৈরি করা হচ্ছে।
সেক্ষেত্রে একাতি অধ্যায় থেকে একাধিক প্রশ্ন থাকবে। যদি শিক্ষার্থী গুরুত্বপূর্ণ অধ্যায় গুলো ভালোভাবে
পড়ে যায় তাহলে সে ভালো ফলাফল করতে পারবে। তাছাড়া পরীক্ষার ক্ষেত্রে কোন ধরনের বিভাগ বাধ্যতামূলক
থাকবে না শিক্ষার্থীরা যে কোন বিভাগ থেকে তার প্রয়োজনে প্রশ্নের উত্তর দিতে পারবে।