এইচএসসি পরীক্ষা ২০২২ ফরম ফিলাপ কবে ? কত টাকা লাগবে ?
চলতি বছরের এইচএসসি পরীক্ষা ২০২২ আগামী আগস্ট মাসে শুরু হবে বলে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে।
এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার জন্য ফরম পূরণ কার্যক্রম শুরু ও ফরম পূরণ কার্যক্রম শেষ করতে টাকার পরিমাণ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে চলতি বছরে এইচ এস সি পরীক্ষার্থীদের মূল পরীক্ষা ২০২২ আয়োজন করা হবে সংক্ষিপ্ত সিলেবাসে।
ইতিমধ্যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। যেখানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০২১ সালের মে মাসে সকল বইয়ের 70% অংশ নিয়ে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়।
পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে বাংলা এবং ইংরেজি বিষয়ের সিলেবাস আরো সংক্ষিপ্ত করে নতুন ভাবে প্রকাশ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে নতুন বাংলা এবং ইংরেজি সিলেবাস এবং পুরাতন সকল বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস এর উপর প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে।