বর্তমানে এইচএসসি পরীক্ষা ২০২৩ চলমান রয়েছে। কত নম্বর পেলে শিক্ষার্থীরা কোন গ্রেড পাবেন তা নিয়ে অনেক শিক্ষার্থী আমাদের কাছে জানতে চাচ্ছে।
আজকে আমরা শিক্ষার্থীদেরকে এই বিষয়গুলো তুলে ধরবো। মূলত দুইটি পদ্ধতিতে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হচ্ছে।
আরও পড়ুন
- এইচএসসি পরীক্ষা ২০২৩ – কত পেলে কোন গ্রেড ? পাস কত মার্কে ?
- দারুন সুখবর – এইচএসসি পরীক্ষা ২০২৩ নিয়ে
- কত পেলে পাস বা A+ ? এইচএসসি পরীক্ষা ২০২৩
তার মধ্যে একটি হচ্ছে ১০০ নম্বরে পরীক্ষা এবং অন্যটি হচ্ছে 75 নম্বরে পরীক্ষা। যে সকল বিষয় ব্যবহারিক রয়েছে
সেগুলোতে 25 নম্বরের ব্যবহারিক পরীক্ষা হয় এবং তার সাথে ৭৫ নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে।
আর যে সকল বিষয় ব্যবহারিক নেই সেখানে সরাসরি ১০০ নম্বরে লিখিত পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এখানে এইচএসসি পরীক্ষা ২০২৩ সৃজনশীল বহুনির্বাচনী এবং ব্যবহারিক অংশের
শিক্ষার্থীদেরকে আলাদাভাবে পাশ করতে হবে অর্থাৎ কোন শিক্ষার্থী যদি সৃজনশীলের ফেল করে এবং বাকি সকল বিষয় অনেক
ভালো ফলাফল করে তাহলে ওই শিক্ষার্থীর সম্পূর্ণ বিষয়ে ফেল দেখাবে। তাই এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ।
এইচএসসি পাশ মার্ক – কত পেলে শিক্ষার্থী পাস করবে
১০০ নম্বরে পরীক্ষার ক্ষেত্রে –
- ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষায় ২৩ নম্বর পেতে হবে পাশ করার জন্য
- 30 নম্বরের বহুনির্বাচনী পরীক্ষায় ১০ নম্বর পেতে হবে পাস করার জন্য
৭৫ নম্বরে পরীক্ষার ক্ষেত্রে –
- ৫০ নম্বর সৃজনশীল পরীক্ষায় 17 নম্বর পেতে হবে পাশ করার জন্য
- ২৫ নম্বর বহুনির্বাচনের পরীক্ষায় ৮ নম্বর পেতে হবে পাস করার জন্য
- ২৫ নম্বর ব্যবহারিক পরীক্ষায় ৮ নম্বর পেতে হবে পাস করার জন্য
এইচএসসি পরীক্ষায় কত নম্বর পেলে কোন গ্রেড
শিক্ষা মন্ত্রণালয় স্বাভাবিক নিয়মে এসএসসি পরীক্ষায় গ্রেড পয়েন্ট আমরা তুলে ধরছি তবে এখানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে গ্রেড নির্ণয় করা হবে।
Mark | GPA | Point |
0-33 | F | 00 |
34-39 | D | 1 |
40-49 | C | 2 |
50-59 | B | 3 |
60-69 | A- | 3.50 |
70-79 | A | 4 |
80- 100 | A+ | 5 |
এইচএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বাদে বাকি সকল বিষয়ে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে।
সেক্ষেত্রে শিক্ষার্থীদের পাস নম্বর নির্ণয় করা হবে সৃজনশীল এবং বহুনির্বাচনী আলাদা আলাদা।
যদি শিক্ষার্থী পাশ করে থাকে তাহলে তাকে ২০০ নম্বর অর্থাৎ প্রথম পত্রের ১০০ নম্বর এবং দ্বিতীয় পত্রের ১০০ নম্বর যোগ করে মূল ফলাফল প্রস্তুত করা হবে।