HSC Exam

এইচএসসি রুটিন ২০২৩ প্রকাশ – পরীক্ষা শুরু যেদিন

উচ্চ মাধ্যমিক পর্যায়ে চলতি বছরে এইচএসসি পরীক্ষা ২০২৩ রুটিন প্রকাশ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে।

মূলত এই পরীক্ষা আয়োজন করা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সকল প্রস্তুতি গ্রহণ করছে, বর্তমানে 2023 সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।

কিন্তু শিক্ষার্থীরা জানতে চাচ্ছে তাদের এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ কবে প্রকাশ করা হবে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের

একাধিক কর্মকর্তা জানান গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষার প্রশ্নপত্র তৈরি এবং নির্বাচনী পরীক্ষা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।

আরও পড়ুনঃ

এরই মধ্যে নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে

যেখানে বলা হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে

এবং মে মাসের প্রথম সপ্তাহে তাদের ফলাফল প্রকাশ করার কথা বলা হয়েছে। এর পরবর্তীতে তাদের কার্যক্রম শুরু করা হবে,

আর প্রশ্নপত্র তারা জানিয়েছে ফরম ফিলাপ কার্যক্রম শেষ করে জানা যাবে কত শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে।

তার উপর নির্ধারণ করে তাদের প্রশ্নপত্র তৈরি করা হবে, তাছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে প্রশ্নপত্র

তৈরি করা হবে সংক্ষিপ্ত সিলেবাস উপর নির্ধারণ করে। যে সকল শিক্ষার্থী এখনো এইচএসসি ২০২৩

সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করেনি তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড লিংক নিচে তুলে ধরা হলো।

HSC Exam 2023 New Short Syllabus

পরীক্ষা কবে হবে এবং পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে মূলত এসএসসি পরীক্ষা

শেষ করার দুই মাস পরবর্তীতে এইচএসসি পরীক্ষার আয়োজন করা হবে। কারণ শিক্ষা বোর্ডগুলোর যথেষ্ট প্রস্তুতির দরকার,

আরও পড়ুনঃ

তাছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আগামী কোরবানি ঈদের আগে কোন ধরনের পরীক্ষায় আয়োজন করা হবে না,

এখানে কোরবানি ঈদের পরে অর্থাৎ জুলাই মাসের মাঝামাঝি শেষের দিকে পরীক্ষায় আয়োজন করা হতে পারে।

সেই দৃষ্টিকোণ থেকে যদি পরীক্ষার রুটিন প্রকাশ করার কথা আসে তাহলে রুটিন প্রকাশের জন্য যথেষ্ট সময় এখন রয়েছে।

তবে আশা করা যাচ্ছে আগামী মে মাসের প্রথম সপ্তাহে দিকে রুটিন প্রকাশ করা হতে পারে। কারণ যতদিন না

পর্যন্ত নির্বাচনী পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত কোন কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে না, তাই শিক্ষা মন্ত্রণালয় থেকে অপেক্ষা করছে নির্বাচনী পরীক্ষার জন্য।

আশা করা যাচ্ছে খুব শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে এবং পরীক্ষার চূড়ান্ত তারিখ জানিয়ে দেয়া হবে।

আরও পড়ুনঃ

সর্বশেষ সিদ্ধান্ত মতে আগামী জুলাই মাসের শেষের দিকে পরীক্ষা করার কথা বলেছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button