HSC Exam

এইচএসসি 2022 নতুন মানবন্টন প্রকাশ দেখে নাও বিস্তারিত

চলতি বছর এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস এর উর্দ্ধ গতির কারণে পরীক্ষা নেয়া হচ্ছে বছরের মাঝামাঝি সময় । এইচএসসি 2022 নতুন মানবন্টন

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে পরীক্ষা আগস্ট মাসের শুরুতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট কোন তারিখ শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত জানায়নি ।

ইতিমধ্যে শিক্ষার্থীদের সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় । যেখানে শিক্ষার্থীদের সম্পূর্ণ সকল বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয় সংক্ষিপ্ত আকারে 2021 সালের মে মাসে প্রকাশ করা হয়েছিল ।

কিন্তু 2022 সালের ফেব্রুয়ারি মাসে এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা এবং ইংরেজি বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস নতুন করে প্রকাশ করা হয় ।

আরও পড়ুনঃ ব্রেকিং নিউজঃ এসএসসি-এইচএসসি কবে – জানালো শিক্ষা মন্ত্রণালয়

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্র বিষয় নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে ।

যেখানে শিক্ষার্থীদের নতুন মানবন্টন তুলে ধরা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মান বন্টন এর প্রশ্নপত্র তৈরি কাজ শুরু হয়েছে।

এইচএসসি পরীক্ষার্থীদের মানবন্টন

বাংলা দ্বিতীয় পত্র – এইচএসসি 2022 নতুন মানবন্টন

  • ব্যাকরণ নির্মিত অনুবাদ 15 নম্বর
  • পরিবেশের শব্দ অথবা অনুবাদ 5
  • আবেদনপত্র অথবা প্রতিবেদন 10 নম্বর
  • সারাংশ সারমর্ম অথবা ভাব-সম্প্রসারণ 10 নম্বর
  • সংলাপ খুদে গল্প রচনা 10 নম্বর
  • সর্বমোট 50 নম্বর

ইংরেজি প্রথম পত্র – এইচএসসি 2022 নতুন মানবন্টন

  • Reading 30 mark
  • paragraph 8 mark
  • story writing 6 mark
  • summary writing 6 mark

ইংরেজি দ্বিতীয় পত্র

  • grammar 30 mark
  • former letter writing 10 mark
  • paragraph 10 mark

এখানে দেখা গেছে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে 50 নম্বর ও ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র ক্ষেত্রে 50 নম্বরের নতুন মানবন্টন এ সময় কমিয়ে পরীক্ষা নেবে শিক্ষা মন্ত্রণালয় ।

এই তিনটি বিষয় ব্যতীত বাকি বিষয়গুলো খুব শীঘ্রই প্রকাশিত হবে ।

শিক্ষা মন্ত্রণালয় থেকে মানবন্টন প্রকাশ পরবর্তীতে আমরা আপনাদেরকে বিষয়গুলো অবহিত করব।

Related Articles

3 Comments

  1. আমাদের এভাবে, মার্ক না কমিয়ে বিষয় কমানো উচিৎ,,, কেননা, আমরা ১ মাস ঠিক মতো ক্লাস করি নি,,,, তাই গ্রুপ ভিত্তিক পরীক্ষা নেওয়ার আবেদন জানাচ্ছি,,,, 🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button