এইচএসসি 2022 নতুন মানবন্টন প্রকাশ দেখে নাও বিস্তারিত
চলতি বছর এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস এর উর্দ্ধ গতির কারণে পরীক্ষা নেয়া হচ্ছে বছরের মাঝামাঝি সময় । এইচএসসি 2022 নতুন মানবন্টন
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে পরীক্ষা আগস্ট মাসের শুরুতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট কোন তারিখ শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত জানায়নি ।
ইতিমধ্যে শিক্ষার্থীদের সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় । যেখানে শিক্ষার্থীদের সম্পূর্ণ সকল বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয় সংক্ষিপ্ত আকারে 2021 সালের মে মাসে প্রকাশ করা হয়েছিল ।
কিন্তু 2022 সালের ফেব্রুয়ারি মাসে এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা এবং ইংরেজি বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস নতুন করে প্রকাশ করা হয় ।
আরও পড়ুনঃ ব্রেকিং নিউজঃ এসএসসি-এইচএসসি কবে – জানালো শিক্ষা মন্ত্রণালয়
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্র বিষয় নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে ।
যেখানে শিক্ষার্থীদের নতুন মানবন্টন তুলে ধরা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মান বন্টন এর প্রশ্নপত্র তৈরি কাজ শুরু হয়েছে।
এইচএসসি পরীক্ষার্থীদের মানবন্টন
বাংলা দ্বিতীয় পত্র – এইচএসসি 2022 নতুন মানবন্টন
- ব্যাকরণ নির্মিত অনুবাদ 15 নম্বর
- পরিবেশের শব্দ অথবা অনুবাদ 5
- আবেদনপত্র অথবা প্রতিবেদন 10 নম্বর
- সারাংশ সারমর্ম অথবা ভাব-সম্প্রসারণ 10 নম্বর
- সংলাপ খুদে গল্প রচনা 10 নম্বর
- সর্বমোট 50 নম্বর
ইংরেজি প্রথম পত্র – এইচএসসি 2022 নতুন মানবন্টন
- Reading 30 mark
- paragraph 8 mark
- story writing 6 mark
- summary writing 6 mark
ইংরেজি দ্বিতীয় পত্র
- grammar 30 mark
- former letter writing 10 mark
- paragraph 10 mark
এখানে দেখা গেছে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে 50 নম্বর ও ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র ক্ষেত্রে 50 নম্বরের নতুন মানবন্টন এ সময় কমিয়ে পরীক্ষা নেবে শিক্ষা মন্ত্রণালয় ।
এই তিনটি বিষয় ব্যতীত বাকি বিষয়গুলো খুব শীঘ্রই প্রকাশিত হবে ।
শিক্ষা মন্ত্রণালয় থেকে মানবন্টন প্রকাশ পরবর্তীতে আমরা আপনাদেরকে বিষয়গুলো অবহিত করব।
Amedr too class hossa na but 2 ta boi kno barano holo..🍂
Nice
আমাদের এভাবে, মার্ক না কমিয়ে বিষয় কমানো উচিৎ,,, কেননা, আমরা ১ মাস ঠিক মতো ক্লাস করি নি,,,, তাই গ্রুপ ভিত্তিক পরীক্ষা নেওয়ার আবেদন জানাচ্ছি,,,, 🙏🙏🙏