কলেজ ভর্তি

একাদশ ভর্তি মাইগ্রেশন করার নিয়ম ও বিস্তারিত তথ্য

মাইগ্রেশন কিঃ একাদশ ভর্তি মাইগ্রেশন

একাদশ শ্রেণির ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের যখন আবেদন করে সেক্ষেত্রে পর্যায়ক্রমে কলেজ চয়েজ করার পর শিক্ষার্থীদের মাঝে বা শেষে কোন কলেজে ভর্তির সুযোগ পায় তাহলে উপরে কলেজগুলো মাইগ্রেশনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি হতে পারবে।মাইগ্রেশনের মাধ্যমে অনেক শিক্ষার্থী তাদের পছন্দের কলেজে ভর্তি হতে পারে। একাদশ ভর্তি মাইগ্রেশন ।

মাইগ্রেশন কিভাবে চালু হয়ঃ

একাদশ শ্রেণির ভর্তির আবেদন অনলাইনে করার পর যখন ভর্তির ফলাফল প্রকাশিত হয় তখন শিক্ষার্থীকে নিশ্চয়নের জন্য নির্দিষ্ট সময় দেয়া হয় । নির্দিষ্ট সময় শিক্ষার্থী ভর্তি নিশ্চয়ন করার সাথে সাথে মাইগ্রেশন চালু হয়েছে । আলাদাভাবে কোন ধরনের আবেদন করতে হয় না । মাইগ্রেশন সব সময় উপরের দিকের কলেজগুলোকে বাছাই করে । যদি উপরে কলেজগুলো আসন সংখ্যা থাকে তবে ভর্তির সুযোগ মেলে।

মাইগ্রেশন করতে আলাদা ফ্রি দিতে হয় কিনাঃ

মাইগ্রেশনের জন্য শিক্ষার্থীদের আলাদাভাবে কোন ধরনের ফি দিতে হয় না। ভর্তি নিশ্চায়নের সময় শিক্ষার্থীর যে টাকা পরিশোধ করে সে টাকায় মাইগ্রেশনের চালু হয় । এ ক্ষেত্রে শিক্ষার্থীকে আলাদাভাবে কোন ফি দিতে হয় না।

আরও পড়ুনঃ একাদশ ভর্তি – সকল কলেজের আসন সংখ্যা ও সর্বনিম্ন GPA

মাইগ্রেশন কতবার হয়ঃ

একাদশ শ্রেণির ভর্তির ক্ষেত্রে মাইগ্রেশন দুইবার হয়। প্রথম ধাপে মাইগ্রেশন হয় প্রথম পর্যায় ভর্তি নিশ্চায়নের পর ও দ্বিতীয় ধাপে মাইগ্রেশন হয় দ্বিতীয় পর্যায়ে ভর্তি নিশ্চায়ন এর পর। তৃতীয় পর্যায়ের ভর্তি নিশ্চয়ন এরপর কোন প্রকার মাইগ্রেশন হয় না।

মাইগ্রেশন এর ফলাফল কবে দিবেঃ

একাদশ শ্রেণীর ভর্তি 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাইগ্রেশন এর ফলাফল প্রথম ধাপ এর ফলাফল প্রকাশ করা হবে 10 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত আটটায় ও দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশন এর ফলাফল প্রকাশ করা হবে 15 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত 8 টায়। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের আলাদাভাবে ভর্তি নিশ্চয়ন করতে হবে না । প্রথম এবং দ্বিতীয় ধাপে যারা ভর্তি নিশ্চয়ন করবে। সেখানে মাইগ্রেশনের ভর্তি নিশ্চিত করা হবে।

আরও পড়ুনঃ একাদশ ভর্তি সরকারি কলেজে যোগ্যতা, ভর্তি ফি, বেতন, ফরম ফিলাপ খরচ

মাইগ্রেশন কি বাতিল করা যায়ঃ

একাদশ শ্রেণির ভর্তির ক্ষেত্রে মাইগ্রেশন বাতিল করা যায় না । যেহেতু মাইগ্রেশন সাথে সাথে চালু হয়ে যায় সে ক্ষেত্রে যদি নিশ্চায়ন বাতিল করা হয় তাহলে মাইগ্রেশন বাতিল হবে । তাছাড়া মাইগ্রেশন বাতিল করা সম্ভব নয় । তবে এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সুবিধার্থেই মাইগ্রেশন সিস্টেম চালু করেছে শিক্ষা মন্ত্রণালয় । পছন্দক্রমের অবশ্যই প্রথমদিকে ভালো কলেজগুলো এবং পছন্দের কলেজগুলোকে স্থান দিতে হবে।

মাইগ্রেশন এর সুবিধাঃ একাদশ ভর্তি মাইগ্রেশন

একাদশ শ্রেণির ভর্তির ক্ষেত্রে মাইগ্রেশন সুন্দর একটি প্রক্রিয়া। যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত কলেজে খুব সহজে ভর্তি হতে পারবে । শিক্ষার্থীদের কাঙ্খিত কলেজে ভর্তির না হতে পারে সে ক্ষেত্রে মাইগ্রেশন তাকে আরেকটি সুযোগ করে দিচ্ছে ভর্তি হওয়ার জন্য। তাছাড়া শিক্ষার্থীদের পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য অবশ্যই ভাল কলেজগুলোকে আবেদনের সময় প্রথম দিকে রাখতে হবে । তাহলে মাইগ্রেশনের শিক্ষার্থীর নানা ধরনের সুযোগ-সুবিধা পাবে।

আরও পড়ুনঃ একাদশ শ্রেণীর ভর্তি হতে কত টাকা লাগবে?

মাইগ্রেশনের অসুবিধাঃ একাদশ ভর্তি মাইগ্রেশন

একাদশ শ্রেণির ভর্তির ক্ষেত্রে মাইগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের অসুবিধা হয় না বললেই চলে । যে সকল শিক্ষার্থী সঠিক নিয়মে পছন্দক্রম অনুযায়ী আবেদনের সময় কলেজ কলেজ চয়েস দিতে পারেনা তাদেরকে একটি মাইগ্রেশন অনেক সময় সমস্যা তৈরী করে । অবশ্যই আবেদনের সময় কলেজ চয়েজ সর্বনিম্ন ৫ ও সর্বোচ্চ 10 টি সুন্দর ভাবে পর্যায়ক্রমে দিতে হবে । পছন্দের কাজগুলো কে প্রথম দিকে রাখতে হবে এভাবে পর্যায়ক্রমে কলেজ গুলো সাজিয়ে আবেদন করতে হবে।

একাদশ ভর্তি নীতিমালা দেখতে এখানে ক্লিক করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button