একাদশ ভর্তি যে ৬ টি ভুল করা যাবে না – জেনে নেও সঠিক তথ্য
একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম অনলাইনের মাধ্যমে পরিচালনা করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এখন অনেকেই নিশ্চায়ন এবং দ্বিতীয় পর্যায়ে আবেদনের জন্য অপেক্ষা করছেন।
এই অবস্থা অনেক শিক্ষার্থীর বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি করছে, যার সমস্যা তার এইচএসসি পর্যায়ে হতে পারে।
আরও পড়ুনঃ
- একাদশ শ্রেণী চুড়ান্ত ভর্তি কত তারিখ ? শিক্ষার্থীদের যা করতে হবে ?
- কলেজ চূড়ান্ত ভর্তি হতে কি কি কাগজ বা ডকুমেন্ট লাগবে ? জানুন
- একাদশ ভর্তি নিশ্চায়ন করা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেও
- একাদশ ভর্তি তে যে ৫ টি ভুল করা যাবে না – নয়তো মহাবিপদ
আজকে আমরা শিক্ষার্থীদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলব। যে জিনিসগুলো শিক্ষার্থীদের করা উচিত হবে না,
যেহেতু অনলাইনের মাধ্যমে কার্যক্রম করা হচ্ছে। ভর্তির সকল বিষয়গুলো শিক্ষার্থীরা অনেক কিছুই না বুঝে সিদ্ধান্ত নিচ্ছে।
দ্বিতীয় পর্যায়ে আবেদনের ক্ষেত্রে বড় ভুলঃ
অনেক শিক্ষার্থী প্রথম পর্যায়ে যে কলেজগুলো পায়নি দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রেও সেই একই কলেজে আবেদনের চিন্তা ভাবনা করছে।
কিন্তু তাকে ভাবতে হবে যে কলেজগুলো তাকে প্রথম পর্যায়ে নেয়নি সেগুলো কি তাকে দ্বিতীয় পর্যায়ে নিবে ?
আরও পড়ুনঃ
- একাদশ শ্রেণী চুড়ান্ত ভর্তি কত তারিখ ? শিক্ষার্থীদের যা করতে হবে ?
- কলেজ চূড়ান্ত ভর্তি হতে কি কি কাগজ বা ডকুমেন্ট লাগবে ? জানুন
- একাদশ ভর্তি নিশ্চায়ন করা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেও
- একাদশ ভর্তি তে যে ৫ টি ভুল করা যাবে না – নয়তো মহাবিপদ
তাই দ্বিতীয় পর্যায়ে আবেদন করার ক্ষেত্রে তাকে চিন্তা ভাবনা করে নতুন কলেজ যুক্ত করতে হবে। এটা কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
নিশ্চয়ন করার ক্ষেত্রে অবহেলা করাঃ
অনেক শিক্ষার্থী কলেজ এসেছে তাই ভালো লাগছে নিশ্চায়ন করে ফেলছে, পরবর্তীতে সে নিশ্চায়ন বাতিল করার জন্য দৌড়াদৌড়ি করছে।
বিষয়টা ঠিক হাসি-ঠাট্টার মত হয়ে গেছে, কিন্তু নিশ্চায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। যা বুঝে শুনে নিশ্চায়ন করতে হবে।
নিশ্চায়ন বাতিল করা সহজ প্রক্রিয়া নয়, এখানে বোর্ডের কাছে যেতে হবে আবেদন করে তারপরে নিশ্চয়ন বাতিল করতে হবে। তাই বুঝেশুনে নিশ্চয়ন করতে হবে।
দ্বিতীয় পর্যায়ে আবেদনের ক্ষেত্রে আসন সংখ্যা বিবেচনায় রাখাঃ
মূলত যে সকল শিক্ষার্থী ইতিমধ্যে কলেজ পেয়েছে তারা যদি আবার দ্বিতীয় পত্রের আবেদন করতে চায় তারা
সবচেয়ে বেশি দ্বিধার মধ্যে রয়েছে। কারণ তারা এখন জানতে পারছি না কোন কোন কলেজে আসন সংখ্যা রয়েছে।
এই আসন থাকায় বিষয়টি আগামী 9 তারিখ থেকে জানা যাবে। তাই যখন আবেদন করতে হবে তখন
আরও পড়ুনঃ
- একাদশ শ্রেণী চুড়ান্ত ভর্তি কত তারিখ ? শিক্ষার্থীদের যা করতে হবে ?
- কলেজ চূড়ান্ত ভর্তি হতে কি কি কাগজ বা ডকুমেন্ট লাগবে ? জানুন
- একাদশ ভর্তি নিশ্চায়ন করা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেও
- একাদশ ভর্তি তে যে ৫ টি ভুল করা যাবে না – নয়তো মহাবিপদ
আসন সংখ্যা দিকে বিশেষ নজর রাখতে হবে। যেখানে আসন সংখ্যা বেশি ফাঁকা থাকবে সেখানে আবেদন করতে হবে।
কলেজে আর্থিক অবস্থা চিন্তাভাবনা করাঃ
অনেক কলেজ সে আবেদনের সময় এমনিতে দিয়েছে এবং সে কলেজগুলোতে চলে এসেছে, তাই যদি সেখানে সে নিশ্চায়ন করতে হবে।
কারণ যদি কলেজে আর্থিক অবস্থা বেশি ভাল হয়ে থাকে বেশি বেতনের টাকা নিয়ে থাকে পড়াশোনার খরচ অনেক
ব্যয়বহুল হয় তাহলে যদি সেটা কন্টিনিউ করতে না পারে তবে দ্বিতীয় পত্র আবেদন করা ঠিক হবে।
ভালো ভাবে পড়াশোনা করতে অবশ্য টাকার দরকার আছে, যদি সে তার যোগান দিতে না পারে তাহলে সে সেখানে ভর্তি হওয়া থেকে বিরত থাকা উচিত।
মাইগ্রেশনের নতুন কলেজ আসবে এই আশায় নিশ্চয়ন করাঃ
মূলত মাইগ্রেশনের মাধ্যমে নতুন কলেজে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু আসবেই এমন কোন কথা নেই
অর্থাৎ হতেও পারে আবার নাও হতে পারে। তাই মাইগ্রেশনের আশায় কলেজ পরিবর্তন হবে চিন্তা করাটা বোকামী হবে।
আরও পড়ুনঃ
- একাদশ শ্রেণী চুড়ান্ত ভর্তি কত তারিখ ? শিক্ষার্থীদের যা করতে হবে ?
- কলেজ চূড়ান্ত ভর্তি হতে কি কি কাগজ বা ডকুমেন্ট লাগবে ? জানুন
- একাদশ ভর্তি নিশ্চায়ন করা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেও
- একাদশ ভর্তি তে যে ৫ টি ভুল করা যাবে না – নয়তো মহাবিপদ
যদি শিক্ষার্থী যে কলেজে নিশ্চায়ন করছে সেখানে পড়াশোনা করতে চায় তবেই নিশ্চায়ন করা উচিত।
কলেজ ট্রান্সফার বা টিসি চিন্তাভাবনা করাঃ
এখনো অনেক শিক্ষার্থী টিসি চিন্তা ভাবনা করে কলেজ নিশ্চয়ন করছে কিন্তু টিসি অর্থাৎ কলেজ ট্রানস্ফের খুবই সহজ একটা প্রক্রিয়া না।
তাই শিক্ষার্থীদের কে একটি সিদ্ধান্ত নিতে হবে , যদি শিক্ষার্থী কলেজ পরিবর্তন করতে চায় তাহলে তার জন্য অন্ততপক্ষে
দুইটা তিন মাস অপেক্ষা করতে হবে এবং কলেজগুলোর অনুমতি সাপেক্ষে কলেজ পরিবর্তন করতে পারবে।