একাদশ শ্রেণির ভর্তি ২০২৩ কার্যক্রম শুরু করছে শিক্ষা মন্ত্রণালয়। অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আবেদন করতে হবে।
প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে আমরা একাদশ ভর্তি সম্পর্কিত সকল তথ্যগুলো জানাবো। বর্তমানে
তোমরা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছো, তোমাদের একাদশ ভর্তি ২০২৩ নিয়ে। এরই মধ্যে তোমাদের
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সেখানে অনেকে কাঙ্খিত ফলাফল অর্জন করেছে।
আরও পড়ুনঃ
- All Board Marksheet – SSC Result 2023 Check
- একাদশ ভর্তি ২০২৩ কবে শুরু হবে ? ভর্তি নিয়ে সকল তথ্য
- ২ টি উপবৃত্তি দিচ্ছে এসএসসি ২০২৩ সকলকে – আবেদন নিয়ম
- SSC Board Challenge Result 2023 | এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট
এখন তোমরা কলেজে ভর্তি হবা, তোমাদের নতুন জীবন শুরু হবে। এক্ষেত্রে তোমাদের একটি ভালো কলেজে ভালো
কলেজে ভর্তি হওয়া খুবই গুরুত্বপূর্ণ ভর্তির সকল কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হবে। এখানে কোন ধরনের মেনুয়াল ভর্তি হবে না,
তোমাদেরকে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। কলেজগুলোর বিপরীতে সেখান থেকে তোমাদের রেজাল্টের উপর নির্ভর করে
বোর্ড কর্তৃপক্ষ বেছে নিবে। তোমরা কোন কলেজে ভর্তি হতে পারবা এবং তোমাদের সেভাবে মূল্যায়ন করা হবে।
কিভাবে তোমরা আবেদন করবে এবং যাবতীয় সকল তথ্য আমরা তোমাদের সামনে তুলে ধরছি।
একাদশ শ্রেণির ভর্তি ২০২৩ অনলাইন আবেদন নিয়ম –
শিক্ষার্থীদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, প্রথমে শিক্ষার্থীকে ১৫০ টাকা ফ্রি দিয়ে দিতে হবে।
এরপর শিক্ষার্থী আবেদন করতে পারবে অনলাইনে সর্বনিম্ন পাঁচ এবং সর্বপ্রথম দশটি কলেজে আবেদন করার সুযোগ প্রদান করা হবে।
সর্বপ্রথম দিকে যে কলেজগুলো রাখবে সে কলেজগুলো তোমাকে ভর্তি করার অধিকার বেশি রাখবে আবেদনের সময় এ বিষয়গুলো বুঝে নিতে হবে।
আরও পড়ুনঃ
- All Board Marksheet – SSC Result 2023 Check
- একাদশ ভর্তি ২০২৩ কবে শুরু হবে ? ভর্তি নিয়ে সকল তথ্য
- ২ টি উপবৃত্তি দিচ্ছে এসএসসি ২০২৩ সকলকে – আবেদন নিয়ম
- SSC Board Challenge Result 2023 | এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট
একাদশ ভর্তি প্রথম পর্যায়ে আবেদন কার্যক্রম –
একাদশ ভর্তির প্রথম পর্যায়ে আবেদন কার্যক্রম শুরু হচ্ছে ১০ আগস্ট থেকে। শিক্ষার্থীরা অনলাইন আবেদন করতে পারবে ২০ আগস্ট পর্যন্ত।
এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের আন্দোলন অনলাইনে সম্পন্ন হলে প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে।
5 সেপ্টেম্বর এর পরবর্তীতে শিক্ষার্থীরা যে কলেজগুলো পাবে, সেখানে নিশ্চয়ন করতে হবে ৩৫৫ টাকা
পাঠিয়ে যদি শিক্ষার্থী কলেজ নিশ্চইন করতে পারে করে ফেলে তাহলে তাকে সেখানে ভর্তি হতে হবে।
একাদশ ভর্তি দ্বিতীয় পর্যায়ে আবেদন –
একাদশ ভর্তি ২০২৩ ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে আবেদন করার জন্য শিক্ষার্থীদেরকে সময় প্রদান করা হবে 12 থেকে 14 সেপ্টেম্বর।
এ সময়ের মধ্যে তারা একইভাবে সর্বনিম্ন ৫ এবং সর্বোচ্চ দশটি কলেজের আবেদন করবে পরবর্তীতে ফলাফল
প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর এবং 17 বা 18 সেপ্টেম্বর তাদের নিশ্চায়ন করার জন্য সুযোগ প্রদান করা হবে।
একাদশ ভর্তি ২০২৩ তৃতীয় পর্যায় আবেদন –
তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে, যেখানে তাদেরকে সময় প্রদান করা হবে ২১ এবং 22 সেপ্টেম্বর।
যেখানে সর্বনিম্ন পাঁচ এবং সর্বপ্রথম 10টি করে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে তৃতীয় পর্যায়ের ফলাফল
প্রকাশ করা হয়েছে সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর থেকে শিক্ষা ক্ষেত্রে ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।
2 Comments
Ami kazi Nazrul College admission Neeta chai
আমিতো বোর্ড চ্যালেঞ্জ করেছিলাম। তাহলে কি আমি দ্বিতীয় পর্যায়ে ভর্তি আবেদন করবো???