একাদশ ভর্তি ২০২৩ শিক্ষার্থীদের দুইটি পর্যায়ে মাইগ্রেশন চালু হবে। এক্ষেত্রে তাদের মাইগ্রেশন এর বিষয় সকল তথ্য জানা খুবই গুরুত্বপূর্ণ।
মাইগ্রেশনের মাধ্যমে মূলত কলেজ পরিবর্তন হয়। এ ক্ষেত্রে কিভাবে কলেজ পরিবর্তন হবে এবং কি কি সুযোগ-সুবিধা
শিক্ষার্থীরা পাবে তা জানা খুবই গুরুত্বপূর্ণ। কলেজ ভর্তির ক্ষেত্রে মাইগ্রেশন শিক্ষার্থীদের অনেক কিছুই এলোমেলো
করে দিতে পারে। তাই আবেদনের সময় এ বিষয়গুলো তাদের চিন্তা ভাবনা করে একাদশ ভর্তি ২০২৩ আবেদন করতে হবে।

আরও পড়ুনঃ
- একাদশ ভর্তি ২০২৩ নীতিমালা প্রকাশ – ভর্তির সকল তথ্য জানুন
- এসএসসি ২০২৩ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ – রেজাল্ট দেখুন
- এসএসসি রেজাল্ট ২০২৩ মার্কশিট সহ দেখুন – মাত্র ২ মিনিটে
- লক্ষ টাকা উপবৃত্তি দিবে সকলকে – অনলাইন আবেদন করুন
আমরা এখানে মাইগ্রেশনের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা হল –
- মাইগ্রেশন কি ?
- কিভাবে মাইগ্রেশন চালু হয় ?
- মাইগ্রেশন বন্ধ করা যায় ?
- মাইগ্রেশন করতে কোন টাকা লাগে কিনা ?
- কাদের মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ?
- মাইগ্রেশনের নতুন কলেজ আসলে কি করনীয়
- মাইগ্রেশনের নতুন কলেজ আসলে আগের কলেজে যাওয়া যাবে ?
মাইগ্রেশন কি ?
একজন শিক্ষার্থীর সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবে। যখন ফলাফল প্রকাশ করা হবে
তখন শিক্ষার্থীকে যেকোনো একটি কলেজ নির্বাচন করে দেওয়া হবে। সেই কলেজ যদি শিক্ষার্থী নিশ্চায়ন করে
তাহলে উপরে কলেজ গুলো তাদের তার জন্য মাইগ্রেশন অন হয়ে যাবে অর্থাৎ উপরে কোন কলেজ মাইগ্রেশন
এর মাধ্যমে আসার সম্ভাবনা থাকবে কিন্তু যদি শিক্ষার্থী এক নম্বর কলেজে চান্স পায় তাহলে তার মাইগ্রেশন অন হবে না।
কিভাবে মাইগ্রেশন চালু হয়?
মাইগ্রেশন সরাসরি চালু হয় এখানে কোন ধরনের অন করা বা বন্ধ করা যায় না অর্থাৎ যখন শিক্ষার্থী নিশ্চয়ন
করবে সাথে সাথে তার মাইগ্রেশন অন হয়ে যাবে এবং উপরে কলেজ গুলো নির্দেশনা প্রদান করবে।
যদি কোন উপরের কলেজ তাকে নিতে চায় তাহলে খুব সহজে সেই কলেজগুলো তাকে নিয়ে নিতে পারবে যাকে মূলত মাইগ্রেশনের ফলাফল বলা হয়।
মাইগ্রেশন বন্ধ করা যায় ?
মাইগ্রেশন বন্ধ করা যায় না, মাইগ্রেশন নিশ্চয়নে পরবর্তীতে নিজ ইচ্ছাই অন হয়। এখানে বন্ধ করার কোন
সিস্টেম শিক্ষা মন্ত্রণালয় রাখিনি, তাই শিক্ষা থেকে আবেদনের সময় বুঝে শুনে আবেদন করতে হবে।
মাইগ্রেশন করতে কোন টাকা লাগে কিনা ?
মাইগ্রেশন করতে গেলে আলাদা কোন টাকা লাগবে না। নিশ্চয়ন করতে পারলে শিক্ষার্থী মাইগ্রেশন অন হয়ে যাবে।
তাছাড়া মাইগ্রেশন এর মাধ্যমে নতুন করে আসলেও আলাদা কোন টাকা তাদেরকে পাঠাতে হবে না।
কাদের মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ?
যে সকল শিক্ষার্থীর ফলাফল অনেক ভালো তাদের মাইগ্রেশন অন হবে অর্থাৎ যাদের নম্বর ভালো আছে তাদের
মাইগ্রেশন সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই বিষয়গুলো মাথায় রাখতে হবে, যদি নম্বর ভালো থাকে তাহলে শিক্ষার্থীরা
যেন মাইগ্রেশনের চিন্তাভাবনা করে। তাছাড়া যে কলেজ পাবে সেখানে ভর্তি হবে এরকম চিন্তা ভাবনা রাখতে হবে।
মাইগ্রেশনের নতুন কলেজ আসলে কি করনীয়
মাইগ্রেশনের মাধ্যমে নতুন ক্লাস আসলে শিক্ষার্থীকে সেই নতুন কলেজে, গিয়ে ভর্তি হতে হবে। এর কোন ব্যতিক্রম হবে না,
এক্ষেত্রে আগে যে কলেজে ছিল সে কলেজে ভর্তি হতে পারবে না নতুন কলেজে গিয়ে তার চূড়ান্ত ভর্তি দিন উপস্থিত থাকতে হবে
এবং সকল ডকুমেন্ট সেখানে সাবমিট করতে হবে তাহলে শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।
মাইগ্রেশনের নতুন কলেজ আসলে আগের কলেজে যাওয়া যাবে ?
মাইগ্রেশন এর নতুন কলেজ আসলে আগে কলেজে যাওয়া সম্ভব হবে না। কারণ মাইগ্রেশন বিষয়টি কেমনই এখানে শিক্ষার্থীরা আগের কলেজে যেতে পারবে না।
তাদেরকে বর্তমান যে কলেজে রয়েছে সেগুলো যদি তাকে থাকতে হবে। মাইগ্রেশন কৃত কলেজে তাকে ভর্তি হতে হবে।
1 Comment
মাইগ্রেশন এর মাধ্যমে নতুন কলেজ আসার পর, পূর্ববর্তী কলেজ এ ফিরে যাবার জন্য তৃতীয় পর্যায়ে পুনরায় চয়েস দেয়া যাবে?