HSC Admission

একাদশ ভর্তি ২০২৩-২৪ কবে শুরু হবে ? কলেজ ভর্তি

Pinterest LinkedIn Tumblr

বর্তমানে এসএসসি পরীক্ষার্থীদের মূল পরীক্ষা শেষ হয়েছে এখন রেজাল্ট প্রকাশ করা হবে। এর পরবর্তীতে একাদশ ভর্তি ২০২৩-২৪ শুরু হবে।

আজকে আমরা একাদশ ভর্তি ২০২৩-২৪ নিয়ে আলোচনা করছি। কারণ বিষয়গুলো শিক্ষার্থীদের জানা খুবই জরুরী।

আরও পড়ুনঃ

একাদশ ভর্তি ২০২৩-২৪ নিয়মঃ

একাদশ ভর্তি হওয়ার জন্য কোন ধরনের ভর্তি পরীক্ষা দিতে হয় না। বিশেষ কিছু কলেজে ভর্তি পরীক্ষা নেয়া হয়ে থাকে।

আর বাকি সকল কলেজেই রেজাল্টের উপর মূল্যায়ন করে থাকে। তাই এখানে শুধুমাত্র অনলাইনে

আবেদন করলেই তোমার ভর্তি হতে পারবে অর্থাৎ কোন ভর্তি পরীক্ষা দিতে তোমাকে হবে না।

একাদশ ভর্তি কবে শুরু হবেঃ

প্রতিবছর একাদশ ভর্তি কার্যক্রম শুরু করা হয়। কিন্তু চলতি বছরে একাদশ ভর্তি দুইটি কার্যক্রম পরিচালনা

করা হচ্ছে অর্থাৎ গত কয়েক মাস আগে বছরের শুরুর দিকে একাদশ ভর্তি ২০২৩ কার্যক্রম পরিচালনা করা হয়েছি।

এখন আবার তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরবর্তীতে একাদশ ভর্তি তোমাদের ২০২৩ ২৪ শুরু হবে।

যেখানে তোমরা ভর্তির জন্য অনলাইনে আবেদন করবে বলা হয়েছে রেজাল্ট প্রকাশ হওয়ার ৭ দিন

থেকে ১৫ দিনের মধ্যে তোমাদের কার্যক্রম শুরু হবে অর্থাৎ রেজাল্ট তোমরা বেশি দিন সময় পাবে না।

একাদশ ভর্তি অনলাইনে আবেদন করার নিয়মঃ

একাদশ ভর্তি অনলাইন আবেদন করতে হলে তোমাদেরকে একটি আবেদন ফরম পূরণ করতে হবে।

অনলাইনের মাধ্যমে এখানে তিন ধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে, অর্থাৎ প্রথম যাবে তুমি সর্বনিম্ন পাঁচটি কলেজ

এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবে। আবার তুমি চাইলে পরবর্তীতে নিশ্চায়ন না করে

দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। এভাবে বেশ কিছু ধাপ এর মাধ্যমে তোমাদের ভর্তি কার্যক্রম

সম্পন্ন করা হবে অনলাইনে আবেদন করা হবে তাই বিষয়গুলো বুঝেশুনে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে।

আরও পড়ুনঃ

একাদশ ভর্তি হতে কত টাকা লাগেঃ

একাদশ ভর্তি অনলাইন আবেদন করতে প্রথম ধাপে 150 টাকা দরকার হবে। পরবর্তীতে নিশ্চয়ন করতে আরও ২০০ টাকার বেশি দরকার হবে।

এই হচ্ছে অনলাইনের আবেদন ফ্রি এর পরবর্তীতে কলেজে ভর্তি হওয়ার সম,য় তোমাকে চূড়ান্ত টাকা পরিশোধ করতে হবে।

এক্ষেত্রে চূড়ান্ত ভর্তির সময় দেখা যায় কলেজগুলো 3000 থেকে ১০০০০ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে।

তাছাড়া কলেজে বিভিন্ন খরচ যুক্ত করে আরো অর্থ নিয়ে থাকে তাই এই বিষয়গুলো তোমাকে হিসাবের মধ্যে রাখতে হবে।

Write A Comment