চলতি বছরে এসএসসি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে, এক্ষেত্রে পরীক্ষার ফলাফল প্রকাশের পরবর্তী পদক্ষেপ একাদশ শ্রেণী ভর্তি নিয়ে।
এই একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রম কবে শুরু হবে তা শিক্ষার্থীদের জানাবো এবং ভর্তির জন্য শিক্ষার্থীদের কি কি করতে হবে।
মূলত কলেজ ভর্তি সম্পূর্ণ বিষয়টি অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। এখানে শিক্ষার্থীদের ম্যানুয়ালি বা সরাসরি কোনো কাজ থাকে না।
আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষা শেষে কোথায় ভর্তি হবে ? কোনটা ভালো ?
অনলাইনে শিক্ষার্থীরা কলেজে আবেদন করবে এবং সেখান থেকে কলেজগুলো শিক্ষার্থীদের নির্বাচন করবে।
পরবর্তীতে অনলাইনের মাধ্যমে ভর্তি নিশ্চয়ন করতে হবে। তাছাড়া অনলাইন ভর্তি সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে
যে বিষয়গুলো শিক্ষার্থীরা প্রথম বার সম্মুখীন করবে। তাই এখানে সঠিক সিদ্ধান্ত নেওয়ার খুবই জরুরী মূলত চলতি বছর
আরও পড়ুনঃ SSC Result 2022 দেখার সঠিক নিয়ম – জেনে রাখুন
এসএসসি পরীক্ষা গত 15 সেপ্টেম্বর শুরু হয়েছে এবং শেষ হবে 20 অক্টোবর ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে।
এক্ষেত্রে রেজাল্ট প্রকাশের এক মাসের মধ্যেই একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু করে শিক্ষাবোর্ড গুলো।
যেখানে প্রতি বোর্ডের অধীনে এই কার্যক্রম পরিচালনা করা হয়। শিক্ষার্থীরা প্রথম ধাপ হিসেবে অনলাইনের
আরও পড়ুনঃ How to Check SSC Result 2022 With Marksheet
মাধ্যমে কলেজ নির্বাচন করে সর্বোচ্চ 10 টি কলেজ আবেদন করতে পারবেন এবং সেখান থেকে যেকোন পছন্দের
একটি কলেজ তাকে বেছে নেবে। যদি তাকে বেছে নেয় তাহলে শিক্ষার্থীকে 150 টাকা পাঠিয়ে কলেজ নিশ্চয়ন করতে হবে।
এর পরবর্তীতে শিক্ষার্থীরা কোন কাজ নেই। কিন্তু যদি শিক্ষার্থী কোন কলেজ না পায় তাহলে তাকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে।
আরও পড়ুনঃ বিশ্বের সেরা 10 ধনী তালিকা প্রকাশ 2022 – Top 10 rich people
এর পরবর্তীতে আবার পাঁচটি কলেজ নির্বাচন করবে সেখান থেকে যদি নির্বাচিত কলেজ তাকে বেছে নেয়
তাহলে 150 টাকা দিয়ে নিশ্চায়ন করবে। যদি নিশ্চিত করে পরে কোন কাজ নেই, তারপরও যদি দ্বিতীয় পর্যায় কোন কলেজ না
পায় তাহলে তাকে তৃতীয় পর্যায়ে আবেদন করতে হবে। এভাবে তারা কলেজে আবেদন করবে।
আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষা পর কি করনীয় ? জেনে নাও এখনই
তাছাড়া এখানে কলেজে আবেদনের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশন বিষয়টি হচ্ছে শিক্ষার্থী
আবেদন করবে তখন সে উপরে কলেজগুলোর সম্ভাবনা থাকবে মাইগ্রেশনের মাধ্যমে অর্থাৎ একজন শিক্ষার্থী
আবেদন করেছে দশটি কলেজে সেখান থেকে তাকে 5 নম্বর কলেজ নির্বাচন করেছে শিক্ষার্থী 150 টাকা দিয়ে কলেজ নিশ্চায়ন করেছে।
আরও পড়ুনঃ এসএসসি রেজাল্ট ২০২২ যেভাবে তৈরি করা হচ্ছে – দেখে নেও
এখন যদি এক থেকে চার নম্বর কোন কলেজ সিট ফাঁকা থাকে তাহলে যে শিক্ষার্থী 5 নম্বর
কলেজে চান্স পেয়েছে তাকে উপরের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মাইগ্রেশনের মাধ্যমে।
One Comment