এসএসসির পর কোথায় ভর্তি হলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে
ক্যারিয়ার প্ল্যান শুরু হয় এসএসসি পরীক্ষার পর থেকে । মূলত শিক্ষার্থীদের তখন থেকেই ভাবা উচিত আমি কোন বিষয়ে ভর্তি হলে বা কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে সামনের ৪ বা ৫ বছর পর আমার ক্যারিয়ার ভালো অবস্থানে যাবে ।
আমি কোন কাজগুলো করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি এবং সেখানে আমি ভর্তি হতে পারবো কিনা এ বিষয়গুলো চিন্তাভাবনার শিক্ষার্থীকে করতে হবে । অর্থাৎ তুমি যা পছন্দ করো এবং ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে বলে তুমি মনে কর সেখানে তোমার পড়াশোনা করা উচিত।
এসএসসি পরীক্ষার পর মূলত কয়েকটি বিষয় সামনে আসেন। তার মধ্যে রয়েছে-
- এইচএসসি
- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
- নার্সিং ও প্যারামেডিকেল ডিপ্লোমা
এইচএসসিঃ
এসএসসি পাশ করার পর একজন শিক্ষার্থীর স্বাভাবিক ভাবেই কলেজে ভর্তি হতে চায়। এইচএসসি কমপ্লিট করে বিসিএস ক্যাডার থেকে শুরু করে সরকারি চাকরিতে বেশ ভালো সুযোগ সুবিধা রয়েছে । যদি আমরা ধরি বাংলাদেশের 95 শতাংশ শিক্ষার্থী এসএসসি শেষ করার পর এইচএসসি নিয়ে পড়াশোনা শুরু করে বা কলেজে ভর্তি হয়।
এইচএসসি পাশ করার পর যে সকল সুবিধা পাবেঃ
- যেকোনো বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ পাবে এবং সেখানে পড়াশোনা শেষে বিসিএস ক্যাডার জন্য পড়াশোনা করতে পারবা
- অনার্স বা ডিগ্রী পড়াশোনা করতে পারবা
- নার্সিং পড়াশোনা করতে পারবা
- সরকারি ৯৫% চাকরিতে আবেদন করতে পারবা ।
- এছাড়াও আরও অনেক কোর্স রয়েছে যেগুলো এইচএসসি কমপ্লিট করার পর করতে পারবা।
আরও পড়ুনঃ Top College in Dhaka City
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংঃ
বর্তমান বিশ্বে দক্ষ হয়ে ওঠার জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ । কর্মমুখী জীবন গড়ে তুলতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব অনেক বেশি।
এসএসসির পর চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারো । যেসব বিষয় তুমি ভর্তি হতে পারবে তারমধ্যে উল্ল্যেখযোগ্য বিষয়গুলো হলঃ
- সিভিল ইঞ্জিনিয়ারিং
- ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
- কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
- আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং
- মেকানিকাল ইঞ্জিনিয়ারিং
- কেমিকাল ইঞ্জিনিয়ারিং
- অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
- ফুড ইঞ্জিনিয়ারিং
- এনভারমেন্ট ইঞ্জিনিয়ারিং
- রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ইঞ্জিনিয়ারিং
- টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইত্যাদি।
এ বিষয়গুলো পড়াশোনা করে তোমার চাকরির বাজারে গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি থাকবে । এসএসসি পরীক্ষায় পর ডিপ্লোমা কোর্সে ভর্তি যুগোপযোগী সিদ্ধান্ত । কারিগরি শিক্ষার পরিধি দিন দিন বাড়ছে । কর্মক্ষেত্রের জন্য আশীর্বাদ স্বরূপ বলতে হয়।
পড়াশোনা করে বেকার থাকার সম্ভাবনা খুবই কম। তাই এসএসসি পরীক্ষার্থী পর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে পারবে । একজন শিক্ষার্থী চার বছর পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি করতে পারবে এবং সহজে উচ্চ শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে।
ভর্তির যোগ্যতাঃ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাইলে এসএসসি দাখিল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে । সরকারি পলিটেকনিক্যাল ইন্সটিটিউট এর জন্য আবেদন করতে চাইলে গণিত ও উচ্চতর গণিত 3.5 থাকতে হবে গণিতে 3.00 থাকতে হবে এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য 2 পয়েন্ট পেলে চলবে।
নার্সিং ও প্যারামেডিকেল ডিপ্লোমাঃ
নার্সিং মেয়েদের জন্য একটু বেশি সুবিধা বহন করে । তবে বর্তমান সময়ে ছেলে এবং মেয়ে উভয় নার্সিং পড়াশোনা করছে। সে ক্ষেত্রে সরকার প্রতিবছর প্রচুর পরিমাণ নার্স নিয়োগ দিয়ে থাকে । তাছাড়া প্যারামেডিকেল সেক্টর চাকরির চাহিদা অনেক বেশি ।
তাই এই বিষয়গুলো নিয়ে যারা পড়াশোনা করে তাদের কখনো বেকার থাকতে হয় না। তারা তাদের নিজস্ব দক্ষতা দিয়ে বা সার্টিফিকেট দেখে যেকোনো জায়গায় সহজে চাকরি পেয়ে যায় ।
নার্সিং এ ভর্তি হওয়ার জন্য সরকারি নার্সিং কলেজ গুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তাছাড়া বিষয়কে নার্সিং কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় না।
ভাই Ssc complete করার পর Nursing এ Join করা যাবে ꫰ আমি ২০২১ এ Ssc complete করেছি ২০২২ এ Hsc complete করার জন্য কলেজ এ Join করি কিন্তু আমার এখন General line এ পরাশুনা করার ইচ্ছা নাই ꫰ আমি Nursing এ Join করতে চাই এখন আমার কী করনীয় ?? পরামর্শ করলে খুব উপকার হতো ꫰
আচ্ছা, মানবিক অথবা ব্যাবসা শিক্ষা গ্রুপ থেকে কি নার্সিং করা যায়?
আগে ভাবতে হবে অর্নাস করেন
আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, আমি future একজন ভালো ডাক্তার হতে চাই। এখন আমার কি করা উচিত হবে। কোন কলেজ ভর্তি হলে ভালো হবে কেউ একটু জানাবেন Please। আর ভালো একটা কলেজ ভর্তি হওয়ার জন্য কোন কোন বিষয় পড়তে হবে আমার Please help করুন আমাকে information দিয়ে।