SSC Exam

এসএসসি কোন বিষয় কত জন ফেল করেছে জেনে নেও

Pinterest LinkedIn Tumblr

SSC 2023 বর্তমানে শিক্ষার্থীদের খাতা দেখার কাজ শেষ হয়ে গেছে। তোমাদের এসএসসি পরীক্ষার খাতা দেখা নিয়ে আমরা বেশ কিছু শিক্ষকদের সাথে কথা বলেছি।

এখন আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা, ইংরেজী, ও গনিত বিষয় গুলো নিয়ে। বেশ কয়েকটি বোর্ডের

শিক্ষকের সাথে কথা বলেছিলাম যারা বোর্ডের প্রধান পরীক্ষক ছিল অর্থাৎ তাদের কাছে SSC পরীক্ষার হাজার হাজার খাতা ছিল

আরও দেখুনঃ

এবং সেখানে শিক্ষার্থীদের পাশের হার কেমন ছিল কত জন শিক্ষার্থী ফেল করেছে সেই সকল বিষয় গুলো নিয়ে

এখন আমরা আলোচনা করবো। আর একটি কথা তোমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু সকল বোর্ডের কথা বলা হয়নি।

কারন আমরা সকল বোর্ডের শিক্ষক দের সাথে কথা বলতে পারিনি তাই অন্য সব বোর্ডের শিক্ষার্থীদের পাশের হার কেমন ছিল সঠিক ভাবে

এখনো আমরা তা জানতে পারিনি, আমরা সুধু মাত্র কয়েকটি বোর্ডের শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা আমাদের কে জানিয়েছেন।

ইংরেজী ১ম ও ইংরেজী ২য় পত্র শিক্ষকদের মতামত প্রকাশঃ

ইংরেজী ১ম ও ২য় পত্র যে সকল শিক্ষরা খাতা পেয়েছে তাদের কাছ থেকে জানা গেছে ইংরেজী অনেক শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে।

রাইটিং সাইটে শিক্ষার্থীরা ভালো নম্বর তুলতে পেরেছে, আর ইংরেজী ২য় পত্র পরীক্ষায় গ্রামার সাইট

এবং রিডিং সাইটে শিক্ষার্থীরা তেমন বেশি একটা নাম্বর তুলতে পারেনি। তবে তারা আমাদের জানিয়েছেন পাশের

হার একটু কম কিন্তু ভালো ফলাফল করার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ 100 নাম্বরের মধ্যে অনেকেই 90/95 পেয়েছে

আরও দেখুনঃ

আবার ইংরেজী ১ম পত্র পরীক্ষায় খুব কম নাম্বরের জন্য কিছু কিছু শিক্ষার্থীরা ফেল করেছে।

তবে পাশ করার কাছাকাছি যাদের নাম্বর ছিলো তাদেরকে পাশ করিয়ে দেয়া হয়েছে অন্য দিকে নাম্বরের পার্থক্য

যাদের বেশি ছিলো তাদের কে পাশ করানো সম্ভব হয়নি। তার পরেও ইংরেজীতে পাশের হার ভালো রয়েছে

বলে যানানো হয়েছে অর্থাৎ 100 জন পরীক্ষার্থীর মধ্যে 10 থেকে 15 জন শিক্ষার্থীরা ফেল করেছে।

বাংল ১ম ও ২য় পত্র নিয়ে শিক্ষকদের মতামত প্রকাশঃ

বাংল ১ম ও ২য় পত্র যে সকল শিক্ষরা খাতা দেখেছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদের জানিয়েছেন

বাংলায় শিক্ষার্থীরা অনেক ভালো লিখেছে। চলতি বছর বাংলা পরীক্ষা প্রথমে হওয়াতে শিক্ষার্থীরা ভালো

ভাবে লিখতে পেরেছে এবং পাশের হার সম্পর্কে তারা যেটা জানিয়েছে 100 খাতার মধ্যে 8 থেকে 10 জন শিক্ষার্থী ফেল করেছে।

বাংল ১ম পত্রে ফেলের সংখা একটু বেশি হলেও হলেও বাংল ২য় পত্রে খুব কম শিক্ষার্থী ফেল করেছে।

এসএসসি সাধারন গনিত বিষয় নিয়ে শিক্ষকদের মতামতঃ

শিক্ষার্থীরা সাধারন গনিত বিষয় টিতে অনেক ভালো করেছে যে সকল শিক্ষরা সাধারন গনিত খাতা পেয়েছে তাদের কাছ থেকে জানা গেছে,

শিক্ষার্থীরা গনিতে ভালো করেছে অনেক শিক্ষার্থীরা গনিতের পরিসংখ্যান বিষয়টি এত ভালো ভাবে করেছে।

যে তারা সেখানে 10 নাম্বরের মধ্যে 10 নাম্বর পেয়েছে। সাধারন গনিত বিষয় টিতে অনেক ভালো ফলাফল করবে

শিক্ষার্থীরা বহু নির্বাচনিতে যদি একটু ভালো নাম্বার তুলতে পারে তাহলে তাদের এ প্লাস+ চলে আসবে, তাছাড়া গনিতে সংখা একটু বেশি আবার কিছু কিছু

শিক্ষার্থীরা এসএসসি অংক ভালো ভাবে শেষ করতে পারেনি তাই ফেলেরে হার শতকরা 10 থেকে 15% হবে বলে ধারনা করছেন শিক্ষকরা।

আরও দেখুনঃ

3 Comments

Write A Comment