SSC Exam

এসএসসি খাতা দেখা শেষ, কোন বিষয় কত ফেল করছে জেনে নেও

বর্তমানে এসএসসি পরীক্ষার খাতা দেখা প্রায় শেষ হয়েছে। আমরা কয়েকটি খাতা দেখা নিয়ে কথা বলেছি কয়েকজন শিক্ষকের সাথে।

আজকে আমরা এখানে আলোচনা করব বাংলা, ইংরেজি, গণিত বিষয় নিয়ে আমরা কয়েকটি বোর্ডের শিক্ষকদের সাথে কথা বলেছিলাম।

আরও পড়ুনঃ

যারা কিনা প্রধান পরীক্ষক ছিল অর্থাৎ তাদের কাছে কয়েক হাজার খাতা ছিল। সেখানে পাশের হার কেমন ছিল

এবং কেমন ফেল ছিল তা নিয়ে আমরা কথা বলব। এখানে কোনো ভাবেই সকল বোর্ডের কথা বলা হয়নি কারণ

আমরা যেহেতু সকল বোর্ডের সাথে কথা বলিনি। তাই সকল বোর্ডের কি হালচাল বা কেমন খাতা দেখা হয়েছে,

তা নিয়ে আমরা জানতে পারবো না আমরা জাস্ট কয়েকটি বোর্ডের কয়েকজন শিক্ষকের কথাবার্তা তুলে ধরছি।

এসএসসি বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে শিক্ষকদের মতামতঃ

আমরা যে সকল শিক্ষক বাংলা ১ম ও দ্বিতীয় পত্র দেখেছে তাদের সাথে কথা বলেছে। তারা আমাদেরকে

জানিয়েছে বাংলা শিক্ষার্থীরা অনেক ভালো লিখেছে। বিগত বছরগুলোতে বাংলা প্রথমে পরীক্ষা হওয়ার

কারণে অনেক শিক্ষার্থী খারাপ ফলাফল করে বা ভালোভাবে লিখতে পারেনা। কিন্তু চলতি বছরেরটা হয়নি

বাংলা পরীক্ষা প্রথম হওয়াতেও শিক্ষার্থীর অনেক ভালোভাবে লিখতে পেরেছে। তারা পাশের হার সম্পর্কে

জানিয়েছে ১০০খাতার মধ্যে সর্বোচ্চ ৮ থেকে ১০ জন শিক্ষার্থী ফেল করেছে। এক্ষেত্রে বাংলা প্রথম পত্র ফেল করার সংখ্যা একটু বেশি হলেও

দ্বিতীয় পত্রে ফেল করার সংখ্যা খুবই কম। কিন্তু নৈব্যক্তিক কে কেমন নম্বর শিক্ষার্থীরা পেয়েছে তা জানা সম্ভব নয় কারণ এটি সম্পূর্ণ শিক্ষা বোর্ডের কাজ।

এসএসসি ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র নিয়ে শিক্ষকদের মতামতঃ

ইংরেজি প্রথম পত্র যে সকল শিক্ষক দেখেছে তারা জানিয়েছে ইংরেজিতে অনেক শিক্ষার্থী ভালো ফলাফল করেছে

বিশেষ করে রাইটিং সাইটে শিক্ষার্থীরা অনেক নম্বরই পেয়েছে। আর ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে

একই বিষয়ে দেখা গেছে তবে গ্রামার সাইট এবং রিডিং সাইটে শিক্ষার্থীরা নম্বরে একটু কম পেয়েছে।

তবে তারা যেন আমাদের এখানে পাশের হার তুলনামূলক একটু কম কিন্তু ভালো রেজাল্ট করার সম্ভাবনা অনেক বেশি

অর্থাৎ 100 নম্বরের মধ্যে অনেক শিক্ষার্থী বেশি নম্বর পেয়েছে বা ইংরেজি প্রথম পত্র আবার কিছু শিক্ষার্থী

খুবই কম নম্বরের কারণে ফেল করেছে। আমরা চেষ্টা করেছি তাদেরকে পাশ করে দেওয়ার যদি

বেশি নম্বরের পার্থক্য তখন আমরা পাশ করে দিতে সমস্যা হচ্ছে। তারা যেন ১০০ খাতার মধ্যে

আমাদের পাশের সংখ্যা অন্ততপক্ষে 90 জনের মতো অর্থাৎ 100 জনের ১০ জনের মধ্যে ফেল করেছে।

এসএসসি গণিত নিয়ে শিক্ষকদের মতামতঃ

গণিতের শিক্ষকরা জানাই অনেক ভালো লিখেছে শিক্ষার্থীরা তারা অনেক ভালো নম্বর পেয়েছে। এখানে শিক্ষকরা বলে

অনেক শিক্ষার্থী পরিসংখ্যানের একটি অংক সুন্দরভাবে করতে পেরেছে, তাই তারা দশ নম্বর সেখানে পেয়েছে।

তাছাড়া বাকি দুটি অংক অনেকে করে তাদের পাস নিশ্চিত করেছে। আবার গনিতে ভালো ফলাফলের

সংখ্যা অনেক বেশি তারা জানে আমাদের খাতা দেখার মধ্যে অনেক শিক্ষার্থী ৫৫-৬০ নম্বরের উপরে পেয়েছে।

যদি তারা বহুনিতে নম্বর বেশি পায় তাহলে তাদের এ প্লাস চলে আসবে। তাছাড়া গণিতে ছেলের সংখ্যা একটু বেশি শিক্ষার্থীরা ভালো ভাবে

লিখতে পারেনি তাকে একটু ফেল বেশি করেছে। এতে ১০০ খাতার মধ্যে ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী ফেল করেছে বলে ধারণা করছে শিক্ষকরা।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button