SSC Exam

এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২৩ – SSC Physics Suggestion

মাধ্যমিক পর্যায়ে এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন শিক্ষার্থীদের সুবিধার জন্য তুলে ধরা হলো। অনেক শিক্ষার্থী সাজেশন ঠিকভাবে পড়াশোনা করতে পারে না।

তাদের সুবিধার জন্য আমরা অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন তুলে ধরছি।

পদার্থ বিজ্ঞান বিষয় বিজ্ঞান বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেখানে ভাল ফলাফল করা খুবই জরুরি।

এসএসসি 2023 জীববিজ্ঞান সাজেশন – SSC 2023 Biology Suggestion

শিক্ষার্থী যদি ভালো ফলাফল করতে চায় অর্থাৎ এ প্লাস পেতে চায় তাহলে নীচের উল্লেখিত সাজেশন তাকে অনুসরণ করতে হবে।

এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন এর ক্ষেত্রে বলা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে কোনও ধরণের প্রশ্ন আসবে না।

তাই সংক্ষিপ্ত সাজেশন টার্গেট করে সকল প্রস্তুতি তৈরি করা হচ্ছে এবং শিক্ষার্থীদের কে সেভাবে প্রস্তুতি নিতে হবে।

পদার্থবিজ্ঞান বিষয় অনেক ধরনের সৃজনশীল আসে থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 2 বা 3 টি অধ্যায়ে মিলিয়ে একটি প্রশ্ন আসে।

এসএসসি পরীক্ষা ২০২৩ নতুন সংক্ষিপ্ত সিলেবাস – ডাউনলোড লিংক

তাই শিক্ষার্থীদের কে অধ্যায়গুলো পড়ার ক্ষেত্রে বুঝতে হবে সেই অধ্যায় থেকে শুধু একটি সৃজনশীল প্রশ্ন আসবে নাকি

আরো দুইটি অধ্যায়ে মিলিয়ে প্রশ্ন তৈরি করা হবে। চেষ্টা করতে হবে ১ টি অধ্যায় থেকে ১ টি সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়ার।

সংক্ষিপ্ত সিলেবাসের যে সকল অধ্যায় রয়েছে তা হলো:

  • ১ম অধ্যায় : শারীরিক সমীকরণ এবং পরিমাপ
  • দ্বিতীয় অধ্যায়: গতি
  • তৃতীয় অধ্যায়: বল
  • চতুর্থ অধ্যায়: কাজের শক্তি এবং শক্তি
  • পঞ্চম অধ্যায়: পদার্থ এবং চাপের অবস্থা
  • সপ্তম অধ্যায়: তরঙ্গ এবং শব্দ
  • আট অধ্যায়: আলোর প্রতিফলন
  • একাদশ অধ্যায়: আসুন বিদ্যুৎ

ধারণা করা যাচ্ছে এখান থেকে প্রতিটি অধ্যায়ে একটি করে সৃজনশীল প্রশ্ন কমন পড়বে, কিন্তু প্রথম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নাও আসতে পারে।

তাই শিক্ষার্থীদের কে গুরুত্বপূর্ণ অধ্যায় গুলো পড়তে হবে। সে জায়গা থেকে আমরা নিচে পাঁচটি তুলে ধরছি অধ্যায়গুলো শিক্ষার্থী 5 থেকে 6 টি সৃজনশীল প্রশ্ন কমন পড়বে।

  • পঞ্চম অধ্যায়: পদার্থ এবং চাপের অবস্থা
  • সপ্তম অধ্যায়: তরঙ্গ এবং শব্দ
  • আট অধ্যায়: আলোর প্রতিফলন
  • একাদশ অধ্যায়: আসুন বিদ্যুৎ
  • অধ্যায় I: শারীরিক সমীকরণ এবং পরিমাপ

এছাড়া যদি শিক্ষার্থী সম্পূর্ণ বই পড়তে চায় তাহলে নিচের ফরমেট ফলো করতে পারে, মূলত অনেক সময় মিক্স কোশ্চেন চলে আসে।

যার কারণে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে মিলিয়ে দুই থেকে তিনটি সৃজনশীল প্রশ্ন করা হয়।

এর জন্য শিক্ষার্থী এই অধ্যায়গুলো কে এড়িয়ে যেতে পারে, তারপরও যদি সে পড়তে চায় তাহলে সবার শেষের দিকের অধ্যায়গুলো পড়তে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button