চলতি বছর এসএসসি পরীক্ষা আগামী জুন মাসে অনুষ্ঠিত হবে বলে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করেছে বিষয়টি। এসএসসি পরীক্ষা ফরম পুরন
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এবারের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা হবে না ৪ টি বিষয়।
বিষয়গুলো তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিজ্ঞান এবং ধর্ম ।
ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি পরীক্ষা ২০২২ এর ফরম পূরণ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।
যেখানে পরীক্ষার্থীদের ফরম পূরণ কবে শুরু হবে ? কবে শেষ হবে ? কত টাকা লাগবে সে ক্ষেত্রে কোন বিভাগে কত টাকা লাগবে ? সকল তথ্য প্রকাশ করা হয়েছে।
এবারের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে ।
এখানে শিক্ষার্থীদের কোন ধরনের কাজ নেই শিক্ষার্থীরা ডকুমেন্ট এবং ফরম পূরণের অর্থ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিলে সম্পূর্ণ কার্যক্রম শিক্ষাপ্রতিষ্ঠান সম্পন্ন করবে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এবারের এসএসসি পরীক্ষা নির্বাচনী পরীক্ষায় পরিবর্তে প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে পারবে ।
এক্ষেত্রে প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে 19 মে থেকে। এসএসসি পরীক্ষা ফরম পুরন
নোটিশ আরো বলা হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে আগামী 13 এপ্রিল থেকে এবং শেষ হবে 24 এপ্রিল ।
অনলাইন ফরম জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 25 এপ্রিল।

এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণ ফ্রী চতুর্থ বিষয় সহ নির্ধারণ করা হয়েছে ১৬১৫ টাকা ।
এর সাথে ১২ মাসে বেতন শিক্ষার্থীকে দিতে হবে সাথে সেশন চার্জ ও স্কুল বিভিন্ন ধরনের খরচ দিতে হবে ।
অন্যদিকে ব্যবসা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের চতুর্থ বিষয় সহ ফরম পূরণ ফ্রি নির্ধারণ করা হয়েছে ১৪৯৫ টাকা ।
এর সাথে শিক্ষার্থীদের বারো মাসে বেতন দিতে হবে এবং সেশন চার্জ ও স্কুল বিভিন্ন খরচ যুক্ত হবে।
এবারের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস আয়োজন করা হবে । যেখানে নিয়মিত অনিয়মিত সকলে এক সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসএসসি ২০২২ সকল বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন
শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ে
এনটিসিবি নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে
সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বর এর সাথে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পূরণ করবে।
4 Comments
Pingback: প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি আবেদন 2022 - Metro Academy Scholarship
আমি এক জন দ্বাদশ শ্রেণি ছাত্র, আমার বাবা একজন কৃষক। আমার বাবা কৃষি কাজ করে আমাদেরকে পড়াশোনা করান। আমাদের পড়াশোনা করচ গোলা টিক টাইমে জোগাড় করতে পারেনা বিদায় আমি আপনার প্রতি আকুল আবেদন করছি।
𝑺𝒔𝒄 𝒑𝒐𝒓𝒆𝒌𝒉𝒂 , 𝒔𝒖𝒓𝒖 𝒉𝒐𝒚𝒂 𝒈𝒂𝒔𝒂 ,, 𝒂𝒚 𝒃𝒐𝒔𝒐𝒚 𝒋𝒂𝒏𝒕𝒂 𝒂𝒚 𝒑𝒂𝒈𝒑𝒂𝒆𝒚 𝒋𝒐𝒚𝒏 𝒕𝒉𝒂𝒌𝒂𝒏 ,𝒏𝒆𝒄𝒉𝒂 𝒅𝒂𝒑𝒄𝒂𝒓𝒔𝒐𝒏 𝒃𝒐𝒐𝒙 𝒂𝒊𝒔𝒂,, 𝒕𝒉𝒂𝒏𝒌𝒖 ,,
আমাদের ধুনট উপজেলায় এলাংগী হাই স্কুল অতিরিক্ত ফি নেয়া হচ্ছে