এসএসসি পরীক্ষা ২০২২ কত নম্বর পেলে কোন গ্রেড ? A+ A A- B C D
মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২২ নতুন নিয়মে আয়োজন করা হবে বলে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় নতুন মানবন্টন প্রকাশ করেছে।
এই নতুন মানবন্টন শিক্ষার্থীদের 100 নম্বরের পরিবর্তে পরীক্ষা দিতে হবে অর্ধেক নম্বরের
অর্থাৎ যে সকল বিষয় ব্যবহারিক রয়েছে সেখানে ভাবে 45 নম্বরে যে সকল বিষয়ের ব্যবহারিক খাতা নেই
সেখানে পরীক্ষা হবে ৫৫ নম্বরে ও ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে 50 নম্বরে।
আরও পড়ুনঃ
- সেপ্টম্বরে কত তারিখ এসএসসি পরীক্ষা ২০২২ শুরু হবে ? জেনে নেও
- এস এস সি পরীক্ষা ২০২২ পরীক্ষা কেন্দ্রে যে ৬ টি ভুল করা যাবে না –
- এসএসসি পরীক্ষা ২০২২ বাংলা প্রশ্ন কেমন হবে ? কঠিন নাকি সহজ
- পদ্মা সেতু – Padma Bridge Paragraph – SSC HSC Exam Paragraph
যেহেতু নতুন মানবন্টন এসএসসি পরীক্ষায় আয়োজন করা হবে তাহলে কত নম্বর পেলে
শিক্ষার্থীরা কোন গ্রেড পাবে তা অনেক শিক্ষার্থী জানতে চাচ্ছেন। এর আগে শিক্ষা মন্ত্রণালয়
জানিয়েছে চলতি বছর এসএসসি পরীক্ষা 3 ঘণ্টার পরিবর্তে আয়োজন করাবে মাত্র 2 ঘন্টা।
যার মধ্যে শিক্ষার্থীরা প্রথম থেকে ২০ মিনিট পাবে বহুনির্বাচনী প্রশ্ন উত্তর দেওয়ার জন্য পরবর্তীতে এক ঘন্টা 40 মিনিট সময় পাবেন সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে চলতি বছর এসএসসি পরীক্ষার যে সকল
বিষয়ের ব্যবহারিক খাতা রয়েছে সেখানে 75 নম্বরের পরিবর্তে পরীক্ষার আয়োজন করাবে 45 নম্বরে।
যার মধ্যে প্রশ্ন থাকবে যার মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে 30 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 15 নম্বর।
45 নম্বর যে সকল বিষয়ে পরীক্ষা আয়োজন করা হবে তাহলোঃ
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- জীববিজ্ঞান
- উচ্চতর গণিত
- কৃষিশিক্ষা
- গার্হস্থ্য অর্থনীতি
অন্যদিকে যে সকল বিষয়ের ব্যবহারিক খাতা নেই সেখানে 100 নম্বরের পরিবর্তে পরীক্ষায় আয়োজন
করা হবে মাত্র ৫৫ নম্বরের। যার মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে 40 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 15 নম্বর।
55 নম্বরে যে সকল বিষয়ে পরীক্ষা আয়োজন করা হবে তাহলোঃ
- বাংলা প্রথম পত্র
- বাংলা দ্বিতীয় পত্র
- গণিত
- হিসাব বিজ্ঞান
- ব্যবসায় উদ্যোগ
- ফিন্যান্স ও ব্যাংকিং
- অর্থনীতি
- ইতিহাস
- পৌরনীতি
- ভূগোল
তাছাড়া ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্রের বিষয় সরাসরি 100 নম্বরের পরিবর্তে পরীক্ষার জন্য করা হবে 50 নম্বরের।
আরও পড়ুনঃ
- সেপ্টম্বরে কত তারিখ এসএসসি পরীক্ষা ২০২২ শুরু হবে ? জেনে নেও
- এস এস সি পরীক্ষা ২০২২ পরীক্ষা কেন্দ্রে যে ৬ টি ভুল করা যাবে না –
- এসএসসি পরীক্ষা ২০২২ বাংলা প্রশ্ন কেমন হবে ? কঠিন নাকি সহজ
- পদ্মা সেতু – Padma Bridge Paragraph – SSC HSC Exam Paragraph
নতুন মানবন্টন 45 নম্বরের মধ্যে কত নম্বর পেলে শিক্ষার্থীর কোন গ্রেড পাবে তা নিচে তুলে ধরা হলোঃ

৫০ নম্বরের মধ্যে কত নম্বর পেলে শিক্ষার্থীর কোন গ্রেড পাবে তা নিচে তুলে ধরা হলোঃ

নতুন মানবন্টন ৫৫ নম্বরের মধ্যে কত নম্বর পেলে শিক্ষার্থীর কোন গ্রেড পাবে তা নিচে তুলে ধরা হলোঃ
