এসএসসি পরীক্ষা ২০২২ কত নম্বর পেলে কন গ্রেড ? A+ A A- B C D F
মাধ্যমিক পর্যায়ে চলতি বছরের এসএসসি পরীক্ষা ২০২২ আগামী 15 সেপ্টেম্বর শুরু হবে যেখানে নতুন মানবন্টন পরীক্ষা আয়োজন করা হবে।
এক্ষেত্রে 100 নম্বরের পরিবর্তে পরীক্ষা অনুষ্ঠিত হবে মাত্র অর্ধেক নম্বরে। যেহেতু অর্ধেক নম্বর পরীক্ষা হবে
সেক্ষেত্রে শিক্ষার্থীরা এই নম্বরের মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড পাবে তা জানা উচিত। কারণ এই বিষয়গুলো
পরীক্ষার প্রস্তুতির উপর নির্ভর করছে। এই বিষয়গুলো জেনে শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করলে অবশেষে ভালো ফলাফল করতে পারবে।
আর পড়ুনঃ
- এসএসসি পরীক্ষা ২০২২ নতুন রুটিন প্রকাশ – সকল বোর্ড দেখে নেও
- বাংলা প্রশ্ন কেমন হবে ? এসএসসি পরীক্ষা ২০২২- কঠিন/সহজ হবে
- এসএসসি পরীক্ষা ২০২২ জরুরী নির্দেশনা — না জানলে মহাবিপদ
- পদ্মা সেতু – Padma Bridge Paragraph – SSC HSC Exam Paragraph
কারণ বিশেষ কৌশল অবলম্বন করে শিক্ষার্থীরা কত নম্বর উত্তর দিলে কত নম্বর পাওয়া যাবে,
এক্ষেত্রে তার পাশ করতে সমস্যা হবে কিনা এ প্লাস পেতে সমস্যা হবে কিনা সে সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন।
আজকে আমরা এই বিষয়গুলো সুন্দর ভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরব। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে সকল
বিষয় ব্যবহারিক রয়েছে সেখানে পরীক্ষায় আয়োজন করা হবে 45 নম্বর অন্যদিকে যে সকল বিষয় ব্যবহারিক নেই সেখানে
পরীক্ষায় আয়োজন করা হবে ৫৫ নম্বরে শুধুমাত্র ইংরেজি প্রথম ও ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা করা হবে মাত্র 50 নম্বর।
আর পড়ুনঃ
- এসএসসি পরীক্ষা ২০২২ নতুন রুটিন প্রকাশ – সকল বোর্ড দেখে নেও
- বাংলা প্রশ্ন কেমন হবে ? এসএসসি পরীক্ষা ২০২২- কঠিন/সহজ হবে
- এসএসসি পরীক্ষা ২০২২ জরুরী নির্দেশনা — না জানলে মহাবিপদ
- পদ্মা সেতু – Padma Bridge Paragraph – SSC HSC Exam Paragraph
এই ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত কৃষিশিক্ষা
গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে পরীক্ষা করা হবে 45 নম্বরে। যার মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে 30 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ১৫ নম্বর।
অন্যদিকে বাংলা প্রথম পত্র গণিত হিসাব বিজ্ঞান ব্যবসায় উদ্যোগ ফিন্যান্স ও ব্যাংকিং পৌরনীতি ইতিহাস অর্থনীতি
ভূগোল পরীক্ষা হবে ৫৫নম্বরের। এর মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে 40 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 15 নম্বর।
অর্থাৎ সর্বমোট 3 ধরনের পরীক্ষা আয়োজন করা হবে 45 নম্বর 50 নম্বরে এবং 55 নম্বরে। এক্ষেত্রে আমরা দেখি নেব এই তিন নম্বরের মধ্যে শিক্ষার্থীরা কত নম্বরে কোন গ্রেড পাবে।
আর পড়ুনঃ
- এস এস সি পরীক্ষা ২০২২ নতুন রুটিন প্রকাশ – সকল বোর্ড দেখে নেও
- বাংলা প্রশ্ন কেমন হবে ? এস এস সি পরীক্ষা ২০২২- কঠিন/সহজ হবে
- এস এস সি পরীক্ষা ২০২২ জরুরী নির্দেশনা — না জানলে মহাবিপদ
- পদ্মা সেতু – Padma Bridge Paragraph – SSC HSC Exam Paragraph
45 নম্বরে পরীক্ষার ক্ষেত্রে কত নম্বরে কোন গ্রেডঃ
- A+ পেতে হলে 45 নম্বরে মধ্যে 36 নম্বর পেতে হবে
- A পেতে হলে 45 নম্বরে মধ্যে 31.5 নম্বর পেতে হবে
- A- পেতে হলে 45 নম্বরে মধ্যে 27 নম্বর পেতে হবে
- B পেতে হলে 45 নম্বরে মধ্যে 22.5 নম্বর পেতে হবে
- C পেতে হলে 45 নম্বরে মধ্যে 18 নম্বর পেতে হবে
- D পেতে হলে 45 নম্বরে মধ্যে 15 নম্বর পেতে হবে
50 নম্বরে পরীক্ষার ক্ষেত্রে কত নম্বরে কোন গ্রেডঃ
- A+ পেতে হলে 50 নম্বরে মধ্যে 40নম্বর পেতে হবে
- A পেতে হলে 50 নম্বরে মধ্যে 35 নম্বর পেতে হবে
- A- পেতে হলে 50 নম্বরে মধ্যে 30 নম্বর পেতে হবে
- B পেতে হলে 50 নম্বরে মধ্যে 25 নম্বর পেতে হবে
- C পেতে হলে 50 নম্বরে মধ্যে 20 নম্বর পেতে হবে
- D পেতে হলে 50 নম্বরে মধ্যে 16 নম্বর পেতে হবে
55 নম্বরে পরীক্ষার ক্ষেত্রে কত নম্বরে কোন গ্রেডঃ এসএসসি পরীক্ষা ২০২২
- A+ পেতে হলে 55 নম্বরে মধ্যে 44 নম্বর পেতে হবে
- A পেতে হলে 55 নম্বরে মধ্যে 38.5 নম্বর পেতে হবে
- A- পেতে হলে 55 নম্বরে মধ্যে 33 নম্বর পেতে হবে
- B পেতে হলে 55 নম্বরে মধ্যে 27.5 নম্বর পেতে হবে
- C পেতে হলে 55 নম্বরে মধ্যে 22 নম্বর পেতে হবে
- D পেতে হলে 55 নম্বরে মধ্যে 18 নম্বর পেতে হবে
Thanks
Vaiya bangla 2nd paper r 1 paper ki 1 sate Count hobe