এসএসসি পরীক্ষা ২০২২ কত পেলে পাস ? কত পেলে A+ ?

চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২২ শুরু হবে আগামী 19 জুন থেকে । ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে নোটিশ প্রকাশ করেছে ।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে নতুন মানবন্টন চলতি বছর এসএসসি পরীক্ষা আয়োজন করা হবে ।
যেখানে পরীক্ষার্থীদের 100 নম্বরের পরিবর্তে পরীক্ষা হবে বিজ্ঞান বিভাগের ৪৫ নম্বর ব্যবসা মানবিক বিভাগে হবে ৫৫ নম্বরে এবং ইংরেজি বিষয়ে পরীক্ষা হবে ৫০ নম্বরে।
এই পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী জানতে চাই ৪৫,৫০ এবং ৫৫ নম্বরে কত নম্বর পেলে আমি পাশ করব ? বা কত নম্বর পেলে আমি এ প্লাস পেতে পারি ?
সে বিষয়টি আজকে আমরা বিষয়টি বিস্তারিত আলোচনা করব-
এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে চলতি বছরের চারটি বিষয়ে পরীক্ষা হবে না ।
বিষয়গুলো হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ধর্ম এবং বিজ্ঞান । যেগুলো সাবজেক্ট ম্যাপিং করা হবে জেএসসি এর মাধ্যমে।
তাছাড়া প্রতিবছর 3 ঘন্টার পরীক্ষা হলেও এবার এসএসসি পরীক্ষা হবে মাত্র দুই ঘন্টায় যার ভিতর সৃজনশীল থাকবে এক ঘন্টা 40 মিনিট এবং নৈবিত্তিক থাকবে 20 মিনিট।
এসএসসি পরীক্ষা ২০২২ কত পেলে পাস ? কত পেলে A+ ?
যে সকল বিষয়ে ৪৫ নম্বরের পরীক্ষা হবে তা হলঃ
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- জীববিজ্ঞান
- উচ্চতর গণিত
- কৃষিশিক্ষা
- গার্হস্থ্য অর্থনীতি
যে সকল বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে তাহলোঃ
- ইংরেজি প্রথম পত্র
- ইংরেজি দ্বিতীয় পত্র
যে সকল বিষয়ে ৫৫ নম্বরের পরীক্ষা হবে তাহলোঃ
- বাংলা প্রথম পত্র
- বাংলা দ্বিতীয় পত্র
- গণিত
- হিসাব বিজ্ঞান
- ব্যবসায় উদ্যোগ
- ফিন্যান্স ও ব্যাংকিং
- ভূগোল
- পৌরনীতি
- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
- অর্থনীতি
৪৫ নম্বর এর ক্ষেত্রে পাশ মার্ক ও এ প্লাস মার্কঃ
- ৪ ৫ নম্বর এর ভিতর শিক্ষার্থীকে পাস করার জন্য ১৫ নম্বর দরকার হবে
- ৪৫ নম্বর এর ভিতর শিক্ষার্থীকে এ প্লাস পেতে হলে দরকার হবে ৩৬ নম্বর
৫০ নম্বরের ক্ষেত্রে পাস মার্ক ও এ প্লাস নম্বরঃ
- ৫ ০ নম্বরের ভিতর শিক্ষার্থীকে পাস করতে হলে পেতে হবে ১৭ নম্বর
- ৫০ নম্বরের শিক্ষার্থীকে এ প্লাস পেতে হলে পেতে হবে ৪০ নম্বর
৫৫ নম্বর এর ভিতরে পাস মার্ক ও এ প্লাস মার্কঃ
- ৫ ৫ নম্বরের ভিতর শিক্ষার্থীকে পাস করার জন্য পেতে হবে ১৯নম্বর
- ৫৫ নম্বর এর ভিতর শিক্ষার্থীকে এ প্লাস পেতে হলে খেতে হবে ৪৪ নম্বর
এসএসসি ২০২২ নতুন মানবন্টন কত নম্বরে কোন গ্রেড ? A+ A A- B C D
A+ কী শুধু প্রতি বিষয়ে + পেলেই আসবে নাকী সব মিলিয়ে ৫.০০ পেলেও আসবে,,কোনোটাতে খারাপ করলেও