এসএসসি পরীক্ষা ২০২২ নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ – Download Link
ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে যার উপর নির্ভর করে চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২২ আয়োজন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 2021 সালের মে মাসে যে সকল বিষয়ের উপর সংক্ষিপ্ত দিয়েছিল –
তার উপর নির্ভর করে এবং নতুন 2022 সালের ফেব্রুয়ারি মাসে যেসব প্রকাশ করেছে তার উপর প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে।
যে সকল শিক্ষার্থীর এখন সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করেন তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড লিংক নিচে তুলে ধরা হলোঃ
শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে চলতি বছরের এসএসসি পরীক্ষা ২০২২ নতুন নিয়মে আয়োজন করা হবে ।
যেখানে পরীক্ষার সময় বড় পরিবর্তন আসছে এক্ষেত্রে 3 ঘন্টার পরীক্ষা হবে না মূল পরীক্ষা নেয়া হবে মাত্র দুই ঘণ্টায় ।
এসএসসি পরীক্ষা ২০২২ নতুন মানবন্টনে A+ A A- B C D কত নম্বরে ?
যার মধ্যে সৃজনশীল থাকবে এক ঘন্টা 40 মিনিট এবং নৈব্যক্তিক এর জন্য সময় দেওয়া হবে মাত্র 20 মিনিট ।
শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার সময় এর সাথে পরীক্ষার বিষয় কমানো হয়েছে ।
এ ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষা হবে না ।
এই বিষয়টির সাবজেক্ট ম্যাপিং করা হবে জেএসসি রেজাল্ট এর মাধ্যমে এবং ফলাফল প্রকাশ করা হবে।
এসএসসি পরীক্ষার মানবন্টন এ বড় পরিবর্তন আসছে – যেখানে 100 নম্বরের পরিবর্তে পরীক্ষা নেয়া হবে ব্যবহারিক সকল বিষয়ে 45 নম্বরে ।
যার মধ্যে সৃজনশীল থাকবে 30 নম্বর এবং নৈবিত্তিক থাকবে 15 নম্বর ।
অন্যদিকে যে সকল বিষয়ের ব্যবহারিক নেই সেখানে 100 নম্বরের পরিবর্তে পরীক্ষা নেওয়া হবে 55 নম্বরে ।
যার মধ্যে সৃজনশীল থাকবে 40 নম্বর এবং নৈবিত্তিক প্রশ্ন থাকবে 15 নম্বর ।
এ ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রশ্নপত্র তৈরি করা হবে 100 নম্বরেই কিন্তু উত্তর দিতে হবে কম নম্বরে ।
অর্থাৎ ব্যবহারিক বিষয়ে ৮টি প্রশ্ন সৃজনশীল থেকে প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 25 টি নির্বাচনী থেকে ১৫ টি উত্তর দিতে হবে ।
তাছাড়া ব্যবহারিক বাদে সকল বিষয়ে ১১ টি সৃজনশীল থেকে চারটি সৃজনশীল উত্তর দিতে হবে এবং নৈবিত্তিক ত্রিশটি থেকে 15 টি উত্তর দিতে হবে।