SSC Exam

এসএসসি পরীক্ষা ২০২২ ফরম ফিলাপ শুরু কবে ও কত টাকা লাগবে ?

Pinterest LinkedIn Tumblr

চলতি বছরের এসএসসি পরীক্ষা ২০২২ আগামী 19 জুন থেকে শুরু হবে বলে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশ দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে চলতি বছর এসএসসি পরীক্ষার ফরম পূরণ কবে শুরু হবে কবে শেষ হবে তাছাড়া ফরম পূরণ করতে কত টাকা শিক্ষার্থীদের দিতে হবে ?

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে চলতি বছর এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস আয়োজন করা হবে ।

শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে বাংলা এবং ইংরেজি বিষয়ে নতুন সিলেবাস এবং বাকী সকল বিষয়ে পুরাতন সিলেবাসের উপর পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে ।\

শিক্ষার্থীদের সুবিধার্থে সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড লিংক নিচে তুলে ধরা হলোঃ

এসএসসি বাংলা ও ইংরেজি সিলেবাস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

এসএসসি সকল বিষয়ে সিলেবাস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রণালয় আরো জানিয়েছে চলতি বছর এসএসসি পরীক্ষা চারটি বিষয় হবে না । বিষয়গুলো হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিজ্ঞান এবং ধর্ম ।

এ বিষয়গুলো জেএসসি রেজাল্ট এর মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং করে মূল ফলাফল প্রকাশ করা হবে।

অন্যদিকে চলতি পথে এসেছি পরীক্ষা 100 নম্বরের পরিবর্তে ব্যবহারিক বিষয়ে হবে 45 নম্বরে ।

যেখানে সৃজনশীল থাকবে 30 নম্বর এবং নৈবিত্তিক 15 নম্বর । যার জন্য সময় দেওয়া হবে দুই ঘন্টা।

সে ক্ষেত্রে সৃজনশীল সময় পাবে 1 ঘন্টা 40 মিনিট এবং নৈবিত্তিক প্রশ্নের জন্য সময় পাবে 20 মিনিট।

অন্যদিকে 100 নম্বরের পরিবর্তে ব্যবহারিক নেই সেই বিষয়ে পরীক্ষা হবে ৫৫ নম্বরে ।

যেখানে সৃজনশীল অংশ জন্য থাকবে 40 নম্বর এবং নৈবিত্তিক অংশের জন্য থাকবে 15 নম্বর ।

সময়ের ক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন লেখার জন্য শিক্ষার্থীরা সময় পাবে ১ ঘন্টা ৪০ মিনিট এবং নৈবিত্তিক প্রশ্ন লেখার জন্য সময় পাবে ২০ মিনিট।

এসএসসি পরীক্ষা ২০২২ ফরম পূরণ কবে শুরু হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান-

আগামী 13 এপ্রিল থেকে শিক্ষা নিতে ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। এক্ষেত্রে ফরম পূরণের সকল কার্যক্রম ঈদের আগে শেষ হবে।

অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে ফরম পূরণ কার্যক্রম শেষ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে।

এসএসসি ফরম পূরণে কত টাকা লাগবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবারের চারটি বিষয়ে পরীক্ষা হবে না।

এই বিষয়গুলো বাদে এবারে ফরম পূরণের ফি নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ১৭০০ থেকে ১৯০০ টাকা লাগতে পারে।

ব্যবসা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের ১৬০০ থেকে ১৮০০ টাকা লাগতে পারে।

এর সাথে স্কুল কর্তৃপক্ষের বেতন এবং বিভিন্ন ধরনের যুক্ত হয়ে একটি নির্দিষ্ট অর্থ ফরম ফি বাবদ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবে।

2 Comments

  1. আমাদের এই ফরম ফিলাপ আর এক্টু দেরি করে দিলে ভালো হত কারন আমাদের পরিবার এর আমার বাবা ই একজন জার ইনকাম এ আমাদের সংসার চলে আর আমার বাবা ও রোজা রাখে এবং আমার বাবা রোজা রেখে কাজ করতে পারে নাহ।। আর আমরা গরিব ঘরের সন্তান আমাদের চাহিদা ও মিটাতে আমার বাবার অনেক কস্ট হয় আর আমাদের জমানো কোনো টাকাও নেই যা আমাদের রোজগার বন্ধ হয়ে গেলেও আমাদের পেট চলবে তাই এই রোজার মদ্ধে আমার বাবার আমার ফরম ফিলাপের টাকা দিতে কস্ট হয়ে যাবে আমি মনে করি যে শুধু আমার পরিবার ই না আমার মতো হাজারো পরিবার এই সময় ফরম ফিলাপ এর টাকা দিতে কস্ট হবে তী আমাদের শিক্ষা মন্তি জনাবা ডঃ দিপু মনি এর কাছে আমার একটাই অনুরোধ যে আমাদের এই ফরম ফিলাপের টাকা জমা নেয়ার আর একটু সময় যেনো বারিয়ে দেওয়া হয়

    ধন্যবাদ
    ইতি
    আপনার এক ছাত্র
    মোঃ নাঈম শেখ
    পুটিখালি ইসলামিয়া সিনিয়র মাদরাসা
    মোরেলগঞ্জ, বাগের হাট
    খুলনা

Write A Comment