এসএসসি পরীক্ষা ২০২২ বাংলা ও ইংরেজি নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ
চলতি বছরের এসএসসি পরীক্ষা ২০২২ নতুন সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্নপত্র তৈরি করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
আগামী জুন মাসে চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২২ শুরু হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে।
ইতিমধ্যে জুন মাস কে সামনে রেখে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবারের এসএসসি পরীক্ষা কবে শুরু হবে ? কোন সিলেবাসে পরীক্ষা হবে ? কোন মান বন্টন পরীক্ষা হবে ? সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।
চলতি বছর এসএসসি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।
এবারের এসএসসি পরীক্ষার্থীর ৩ ঘণ্টার পরিবর্তে নেয়া হবে 2 ঘন্টায়।
এরমধ্যে সৃজনশীল থাকবে 1 ঘন্টা 40 মিনিট এবং নৈবিত্তিক থাকবে থাকবে 20 মিনিট।
তাছাড়া চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২২ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
এই বিষয়গুলো জেএসসি রেজাল্ট এর মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে এবারের এসএসসি পরীক্ষার মানবন্টন পরিবর্তন আসছে।
যেখানে বিজ্ঞান বিভাগের সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭৫ নম্বরের পরিবর্তে ৪৫ নম্বর।
যেখানে সৃজনশীল থাকবে ৩০ নম্বর এবং নৈবিত্তিক থাকবে ১৫ নম্বর।
অন্যদিকে ব্যবসা এবং মানবিক বিভাগের সকল বিষয়ে ১০০ নম্বরের পরিবর্তে পরীক্ষা নেয়া হবে ৫৫ নম্বরে।
যার মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে ৪০ নম্বর এবং নৈবিত্তিক প্রশ্ন থাকবে ১৫ নম্বর।
এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান –
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০২১ সালের মে মাসে যে সকল বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস
প্রকাশ করেছিল বইয়ের 70% অংশ নিয়ে সেই সিলেবাস এবং ২০২২ সালে এসে বাংলা দ্বিতীয় পত্র
ও ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র প্রকাশিত নতুন সংক্ষিপ্ত সিলেবাস এর উপর প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে।
এ ক্ষেত্রে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নিতে বলা হয়েছে এই সিলেবাস এর উপর ।
যে সকল শিক্ষার্থী এখনো সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করা নেই তাদের সুবিধার্থে সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড লিংক নিচে দেওয়া হলঃ