এসএসসি পরীক্ষা ২০২৩ কত নম্বর পেলে সৃজনশীল ও MCQ পাস ?
মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে আগামী 30 এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে। এর পরবর্তীতে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষা হবে।
এভাবে সকল বিষয়ে পরীক্ষা আয়োজন করা হবে, আগামী 23 এপ্রিল আনুষ্ঠানিক ভাবে এসএসসি পরীক্ষা শেষ করা হবে।
কিন্তু কোন বিষয়ে কত নম্বর পেলে শিক্ষার্থীরা পাস করবে তা অনেকেই জানে না। তাদের সুবিধার্থে আমরা বিষয়গুলো তুলে ধরছেন।
আরও পড়ুনঃ
- এসএসসি পরীক্ষা ২০২৩ নতুন সংক্ষিপ্ত সিলেবাস – ডাউনলোড লিংক
- ২০২৩ সালের এসএসসি পরীক্ষা নিয়ে জরুরী নির্দেশনা সকলের জন্য
- এস এস সি পরীক্ষা ২০২৩ সকল বিষয় সাজেশন – দেখে নেও
চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২৩ করা হচ্ছে স্বাভাবিক নিয়মে অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে
এবং সকল বিষয়ে পরীক্ষা আয়োজন করা হচ্ছে। দৃষ্টিকোণ থেকে এ বছরে এসএসসি পরীক্ষা বাংলা প্রথম পত্র , দ্বিতীয় পত্র , ইংরেজি প্রথম পত্র ,
দ্বিতীয় পত্র , গণিত , ধর্ম ও নৈতিক শিক্ষা , বাংলাদেশ ও বিশ্বপরিচয় , বিজ্ঞান , হিসাববিজ্ঞান , ব্যবসায় উদ্যোগ , ফিন্যান্স ও ব্যাংকিং ,
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি , পৌরনীতি , ভূগোল , অর্থনীতি বিষয়ে পরীক্ষা আয়োজন করা হবে 100 নম্বরে।
এখানে শিক্ষার্থীদের কে পাস করার জন্য দরকার হবে 33 নম্বর, কিন্তু সৃজনশীল এবং বহুনির্বাচনীতে আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে।
আরও পড়ুনঃ
- এসএসসি পরীক্ষা ২০২৩ নতুন সংক্ষিপ্ত সিলেবাস – ডাউনলোড লিংক
- ২০২৩ সালের এসএসসি পরীক্ষা নিয়ে জরুরী নির্দেশনা সকলের জন্য
- এস এস সি পরীক্ষা ২০২৩ সকল বিষয় সাজেশন – দেখে নেও
সৃজনশীল শিক্ষার্থীদের পরীক্ষা হবে 70 নম্বর যেখানে তাকে পেতে হবে 70 এর মধ্যে 23.33 নম্বর
এবং 30 নম্বরের পরীক্ষা আয়োজন করা হবে যেখানে শিক্ষার্থীকে আলাদাভাবে 10 নম্বর পেতে হবে পাস করার জন্য।
এই দুই বিভাগের শিক্ষার্থী কে আলাদা আলাদা ভাবে যদি পাশ করে তাহলে তার মূল বিষয় পাস দেখাবে এবং রেজাল্ট যোগ করা হবে।
অন্যদিকে শুধুমাত্র পদার্থবিজ্ঞান , রসায়ন , জীববিজ্ঞান , উচ্চতর গণিত , কৃষিশিক্ষা , গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে
পরীক্ষা আয়োজন করা হবে 75 নম্বরে। যার মধ্যে সৃজনশীল থাকবে 50 নম্বর এবং বহুনির্বাচনি থাকবে ২৫ নম্বর।
এখানে শিক্ষার্থীদের কে আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে এবং এর সাথে ব্যবহারিক থাকবে 25 নম্বর।
সব মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা আয়োজন করা হবে, সৃজনশীল 50 নম্বরের মধ্যে শিক্ষার্থীদের কে পাস করার জন্য দরকার হবে 16.66 নম্বর এবং
ব্যবহারিক ও নৈব্যক্তিক পরীক্ষায় পাশ করার জন্য দরকার হবে 25 নম্বরের মধ্যে 8 নম্বর। তিনটি অংশে পৃথকভাবে শিক্ষার্থীদের পাস করতে হবে।
অন্যদিকে শুধুমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা হবে 50 নম্বরের এখানে পাস করার জন্য শিক্ষার্থীদের দরকার হবে 17 নম্বর।