এসএসসি পরীক্ষা A+/GPA5 পেতে কয়টি বিষয়ে A+ পেতে হবে ?
মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষা ফলাফলের সম্পূর্ণ বিষয়টি শিক্ষা বোর্ডগুলোর নির্ধারণ করে থাকে। এ ক্ষেত্রে এ প্লাস পেতে হলে শিক্ষার্থীদের কতগুলো বিষয় প্লাস পাওয়া দরকার তা নিয়ে কথা বলব।
এখানে অনেক ধরনের জটিল হিসাব-নিকাশ রয়েছে , বিষয়গুলো আমরা সহজ ভাবে তুলে ধরার চেষ্টা করছে।
আরও পড়ুনঃ
- এসএসসি পরীক্ষা পর কি করনীয় ? জেনে নাও এখনই
- এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করার সঠিক নিয়ম
- পদ্মা সেতু – Padma Bridge Paragraph – SSC HSC Exam Paragraph
মূলত এসএসসি পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে বারোটি বিষয়ে অর্থাৎ =
- বাংলা
- ইংরেজি
- গণিত
- তথ্য যোগাযোগ প্রযুক্তি
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় / বিজ্ঞান
- গ্রুপ ভিত্তিক তিনটি বিষয়
- চতুর্থ বিষয়
- শারীরিক শিক্ষা
- ক্যারিয়ার শিক্ষা
এই ১২ বিষয় মধ্যে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ফলাফলের উপর A+ নির্ধারণ করা হয়ে থাকে।
ফলাফল নির্ণয় আগে আমরা চতুর্থ বিষয় সম্পর্কে একটু জেনে নেই। চতুর্থ বিষয় যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে তার কোন সমস্যা হবে না।
তার রেজাল্ট চলে আসবে , কিন্তু তার নম্বর বা পয়েন্ট একটু কম আসবে। কিন্তু যদি কোনো শিক্ষার্থী
চতুর্থ বিষয় A+ পায় তাকে তিন নম্বর যোগ করা হবে অর্থাৎ ৪র্থ বিষয়ে মূল্যায়ন ২ বিয়োগ দেওয়া হয়ে থাকে।
এবার আমরা জেনে নেই A+/GPA5 পাওয়ার জন্য কতগুলো বিষয়ে শিক্ষার্থীদের A+ পেতে হবে।
1- মূল রেজাল্ট gpa-5 রাখতে হলে শিক্ষার্থীদের ক্যারিয়ার শিক্ষা ও শারীরিক শিক্ষা বাদে 10 টি বিষয় মধ্যে সাতটি
বিষয়ে A+ পেতে হবে এবং তিনটি বিষয়ে A পেতে হবে. তাহলে শিক্ষার্থী মূল ফলাফল জিপিএ5 বা A+ আসবে।
আরও পড়ুনঃ
- এসএসসি পরীক্ষা পর কি করনীয় ? জেনে নাও এখনই
- এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করার সঠিক নিয়ম
- পদ্মা সেতু – Padma Bridge Paragraph – SSC HSC Exam Paragraph
2- মূল রেজাল্ট জিপিএ 5 রাখতে বলে ক্যারিয়ার শিক্ষা ও শারীরিক শিক্ষা বাদে দশটি বিষয়ের মধ্যে সাতটি বিষয়ে A+ দুইটি বিষয়ে A ও একটি বিষয় A- পেতে হবে।
3- মূল রেজাল্ট জিপিএ ফাইভ রাখতে হলে দশটি বিষয়ের মধ্যে শিক্ষার্থীদের নয়টি বিষয়ে A+ এবং একটি বিষয় B থাকলেও তার রেজাল্ট এ প্লাস থাকবে।
এর নিচে যদি কোনো শিক্ষার্থী পায় তাহলে তার 4.00 বিবেচিত হবে অর্থাৎ এ গ্রেড হিসেবে বিবেচনা করা হবে।
Ami bangla 2nd paper mcq te 10 marks peyechi ami ki pass korbo naki? Ektu janaben 🙏 please
Ji vi apni fel.. Pas mark 11
Apu pass korsen??
Keo jodi shob subject e A+ pay and duita subject e A- pay tahole ki she GPA -5.00 pabe?