All News

এসএসসি পাশে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

Pinterest LinkedIn Tumblr

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে . যেখানে ব্যাংকের একাধিক সূত্রে লোকবল নিয়োগ দেওয়া হবে . আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন . বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিসিটিভি অপারেটর হিসেবে 26 জন নিয়োগ দেয়া হবে এবং সিসিটিভি টেকনিশিয়ান হিসেবে ৩ জন নিয়োগ দেওয়া হবে । বিজ্ঞপ্তির মূল অংশ নিচে তুলে ধরা হলো ।

পদের নামঃ সিসিটিভি অপারেটর

পদ সংখ্যাঃ 26

আবেদন যোগ্যতাঃ স্নাতক পাস কম্পিউটার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে হার্ডওয়ার ও সফটওয়ার সম্পন্ন থাকতে হবে সিসিটিভি ক্যামেরা স্থাপন ক্যামেরা হস্তান্তর ক্যামেরা সনাক্তকরণ সমস্যা সমাধানে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ।

বেতনের স্কেলঃ 9300 থেকে 22 হাজার 490 টাকা ।

পদের নামঃ সিসিটিভি টেকনিশিয়ান

পদে সংখ্যাঃ তিনটি

আবেদন যোগ্যতাঃ আগ্রহী প্রার্থীদের এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স হতে হবে সিসিটিভি ক্যামেরা স্থাপন সমস্যা সনাক্তকরণ কেবিল হস্তান্তর ও সমাধানের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে । সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।

বেতনঃ 8 হাজার 500 থেকে বিশ হাজার 570 টাকা ।

আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আগ্রহী ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন । আবেদনের জন্য এই লিংকে ( https://erecruitment.bb.org.bd/career/jobopportunity.php ) ক্লিক করতে হবে এখানে আপনার বিস্তারিত তথ্য গুলো দিতে হবে । আবেদনের শেষ তারিখ 16 সেপ্টেম্বর 2021 ।

Write A Comment