প্রিয় শিক্ষার্থীরা চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফল 2023 কত তারিখ প্রকাশ করা হবে সে বিষয় নিয়ে জানতে চাচ্ছো তোমরা।
আজকে আমরা তোমাদেরকে সে বিষয়গুলো সম্পর্কে একদম পুরোপুরি ভাবে জানাবো। শিক্ষা বোর্ডের যে সকল ব্যক্তিবর্গ ফলাফল নিয়ে কাজ করছে,
তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে তোমাদের এসএসসি ফলাফল 2023 কবে প্রকাশ করা হবে।
আরও পড়ুনঃ
- SSC Result 2023 Marksheet With Subject Mark All Board
- কত তারিখ এসএসসি ফলাফল ২০২৩ প্রকাশ করা হবে – মাত্র পাওয়া
- সুখবর এসএসসি রেজাল্ট ২০২৩ নিয়ে – কি সেই সুখবর ? জানুন
- SSC Result 2023 Published Date – All Education Board
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় অনলাইনে মাধ্যমে। ওয়েব সাইটে গিয়ে তোমরা ফলাফল গুলো দেখতে পারবা।
নিজেদের মোবাইল ফোন থেকেই ফলাফল দেখার ব্যবস্থা রাখা হয়েছে। শুধুমাত্র তোমাদের এডমিট কার্ডের
তথ্যগুলো দরকার হবে, এই ক্ষেত্রে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষার সাল বোর্ডের নাম দরকার হবে।
এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
- ১ম কাজ – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
- ২য় কাজ – Examination অপশনে ক্লিক করে এসএসসি দাখিল ভোকেশনাল সিলেক্ট করতে হবে
- ৩য় কাজ – Year অপশনে ক্লিক করে পরীক্ষার সাল ২০২৩ সিলেক্ট করতে হবে
- ৪র্থ কাজ – Board অপশনে ক্লিক করে বোর্ডের নাম সঠিকভাবে সিলেক্ট করতে হবে
- ৫ম কাজ – Result Type ধরনের ক্লিক করে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করতে হবে
- ৬ষ্ঠ কাজ – Roll অপশনে ক্লিক করে শিক্ষার্থী এসএসসি রোল নম্বর বসাতে হবে
- ৭ম কাজ – Reg অপশনে ক্লিক করে শিক্ষার্থীর এসএসসি রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে
- ৮ম কাজ – ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করতে হবে
- ৯ম কাজ – উপরের সকল তথ্য সঠিক থাকলে Get Result অপশনে ক্লিক করতে হবে সাথে সাথে শিক্ষার্থীর ফলাফল চলে আসবে
এসএসসি রেজাল্ট ২০২৩ কত তারিখ প্রকাশ করবে জানতে চাওয়া হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে।
তারা জানায় ফলাফল প্রকাশ করার জন্য আমরা দিন রাত কাজ করছি। এই মুহূর্তে ফলাফল তৈরির কার্যক্রম প্রায় শেষের দিকে।
আমরা অগ্রগতির একটি রিপোর্ট তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জমা দিয়েছি এবং তিনটি তারিখের কথা বলেছি।
যে তারিখে আমরা ফলাফল প্রকাশ করতে চাই। এক্ষেত্রে আমরা জানিয়েছি আগামী 25 26 এবং 27 জুলাই ফলাফল
প্রকাশ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এখন সেই তারিখ থেকে প্রধানমন্ত্রী কাছে প্রস্তাব করা হবে।
এর পরবর্তীতে প্রধানমন্ত্রী যেদিন অনুমতি প্রদান করবেন সেদিন আমরা ফলাফল প্রকাশ করব অর্থাৎ প্রধানমন্ত্রীর
উপর সব কিছু নির্ভর করছে। তবে আমরা ধারণা করছি আগামী জুলাই মাসে 27 তারিখে এসএসসি ফলাফল 2023 প্রকাশ
করার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ এই দিন সকল কার্যক্রম খুব সহজে সম্পন্ন করা সম্ভব হবে, তাই আমরা
চাচ্ছি 27 জুলাই এসএসসি ফলাফল 2023 প্রকাশ করার জন্য তবে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
Tag:
এসএসসি রেজাল্ট প্রকাশ কবে কত তারিখে ?
kobe এসএসসি রেজাল্ট দেওয়া হবে ?
এসএসসি ফলাফল দেখার নিয়ম ?
এসএসসি ফলাফল কবে প্রকাশ করা হবে ?
কত তারিখ এসেছে ফলাফল প্রকাশ করা হবে ?
অনলাইনে এসএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম ?
কিভাবে এসএসসি পরীক্ষার ফলাফল দেখা যাবে ?
এসএসসি পরীক্ষার ফলাফল 27 জুলাই
এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ কবে প্রদান করা হবে ?
অনলাইনে কবে এসএসসি পরীক্ষার ফলাফল দেখা যাবে