মাধ্যমিক পর্যায়ে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা ফলাফলে অসন্তুষ্ট হয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছে। এক্ষেত্রে এই ফলাফল কবে দিবে তা জানতে চাচ্ছে শিক্ষার্থীরা।
আজকে আমরা জানাবো এইচএসসি পরীক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জ এর ফলাফল কবে প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুনঃ
- ২ টি উপবৃত্তি দিবে এসএসসি ২০২২ সকল শিক্ষার্থীদের – জেনে নেও
- দারুন সুখবর – এসএসসি ২০২২ শিক্ষার্থীদের জন্য – জেনে নেও
- সরকারি কলেজ একাদশ ভর্তি সুবিধা ও অসুবিধা কি কি ?
- একাদশ শ্রেণী ২০২৩ ভর্তি কত তারিখ শুরু হবে ? কবে শেষ হবে ?
গত 5 ডিসেম্বর চলতি বছর এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জ কার্যক্রম শেষ করা হয়। যেখানে কয়েক লক্ষ
শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে। এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে টেলিটক সিম দিয়ে।
সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা খুব সহজেই বোর্ড চ্যালেঞ্জ এর ফলাফল পেতে পারে। অনেক শিক্ষার্থীই
এসএসসি পরীক্ষায় অল্পের জন্য ফেল করেছে অর্থাৎ এক বা দুই নম্বরের জন্য ফেল করেছে।
তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে আবার কিছু শিক্ষার্থী এক বা 2 নম্বরের জন্য বিশাল এ+ মিস করেছে তারাও বোর্ড চ্যালেঞ্জ করেছে।
এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে শিক্ষার্থীদের যাচাই-বাছাই করা হবে, যদি শিক্ষার্থী যোগ্য হয় তার নাম্বার পাওয়ার ক্ষেত্রে তাহলে
আরও পড়ুনঃ
- ২ টি উপবৃত্তি দিবে এসএসসি ২০২২ সকল শিক্ষার্থীদের – জেনে নেও
- দারুন সুখবর – এসএসসি ২০২২ শিক্ষার্থীদের জন্য – জেনে নেও
- সরকারি কলেজ একাদশ ভর্তি সুবিধা ও অসুবিধা কি কি ?
- একাদশ শ্রেণী ২০২৩ ভর্তি কত তারিখ শুরু হবে ? কবে শেষ হবে ?
অবশ্যই তাকে সে নম্বরটি দিয়ে দেয়া হবে, বিগত বছরগুলোতে অনেক শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জ এর মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়েছে।
বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট দেখার নিয়ম প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে শিক্ষার্থীরা যখন বোর্ড চ্যালেঞ্জ
করেছে তখনই নাম্বার দিয়েছে সেই নাম্বারে এসএমএস এর মাধ্যমে তাদের বোর্ড চ্যালেঞ্জ এর ফলাফল জানিয়ে দেয়া হবে।
কিন্তু তারপরও যদি এসএমএস না যায় তাহলে শিক্ষার্থীরা প্রতিটি বোর্ডের ওয়েবসাইটে গিয়ে খুব সহজে তাদের ফলাফল গুলো দেখতে পারবে।
তা না হলে শিক্ষার্থীদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটগুলোতে ভিজিট করে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন
নম্বর দিয়ে তার বোর্ড চ্যালেঞ্জ এর ফলাফল দেখতে পারবে এবং মার্কশিট সহ সকল ডাউনলোড করতে পারবে।
আরও পড়ুনঃ
- ২ টি উপবৃত্তি দিবে এসএসসি ২০২২ সকল শিক্ষার্থীদের – জেনে নেও
- দারুন সুখবর – এসএসসি ২০২২ শিক্ষার্থীদের জন্য – জেনে নেও
- সরকারি কলেজ একাদশ ভর্তি সুবিধা ও অসুবিধা কি কি ?
- একাদশ শ্রেণী ২০২৩ ভর্তি কত তারিখ শুরু হবে ? কবে শেষ হবে ?
বোর্ড চ্যালেঞ্জ এর ফলাফল কত তারিখে প্রকাশ করা হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন
আমরা বর্তমানে এই বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছি আগামী ডিসেম্বর মাসে 20 থেকে 25 তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
কারণ ফলাফল প্রকাশ একটি দীর্ঘ দিনের কাজ। শিক্ষা বোর্ডগুলোর সকল শিক্ষার্থীর ফলাফল আরো একবার ভালো করে দেখবে,
যার কারনে একটু সময় দরকার তাছাড়া এবছর অনেক শিক্ষার্থী একসাথে বোর্ড চ্যালেঞ্জ করেছে তাই একটু বেশি সময় লাগতে পারে এই বিষয়ে।
3 Comments
আমার সালাম নিবেন। আমি ২০২২সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছি কিন্তুু দুঃখের বিষয় হলো আমি খুব অসুস্থ ছিলাম তারপরও আমি চোখে না দেখে পরীক্ষা দিয়েছি।এরকম হাজার হাজার ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছে কিন্তুু লাভ হলো কিএকটাই ফেইল দিলো তাই দয়া করে আমাকে এবং সকল শিক্ষাথীর সকল দিক বিবেচনা করে পাস করিয়ে দিতে।শেখ হাসিনার কাছে সকল শিক্ষাথী কৃতজ্ঞতার সাথে বলছি।
রোল৫৪২১১৯রেজি,১৯১০৪৬২৬৮০
জয় বঙ্গবন্ধুর কন্যার জয়
ইনশাআল্লাহ
আমার সালাম নিবেন।
আমার সালাম নিবেন
আসসালামুয়ালাইকুম
আমি 2022সালের এসে এস সি পরিক্ষাথি আমি আমার সব চেষ্টা দিয়ে পরিক্ষা দিয়েছি তার প্রোগামিং পদার্থ বিজ্ঞান বিষয়ে ফেল করেছি এবং এই বিষয়ের উপর বোড চ্যলেনজ করেছি আসা করছি যে আমাকে পাস করিয়ে দেবেন আমার রোল নং573179রেজি নং2700917055
ইতি
মোঃ মোস্তাফিজুর রহমান
দেখেন কী হয়
আমার সালাম নিবেন
আসসালামুয়ালাইকুম
আমি 2022সালের এসে এস সি পরিক্ষাথি আমি আমার সব চেষ্টা দিয়ে পরিক্ষা দিয়েছি তার প্রোগামিং পদার্থ বিজ্ঞান বিষয়ে ফেল করেছি এবং এই বিষয়ের উপর বোড চ্যলেনজ করেছি আসা করছি যে আমাকে পাস করিয়ে দেবেন আমার রোল নং573179রেজি নং2700917055
ইতি
মোঃ মোস্তাফিজুর রহমান