SSC Exam

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৩ প্রকাশ – ফলাফল দেখুন

যে সকল শিক্ষার্থী তাদের এসএসসি পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হয়েছে তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে খাতা আরও একবার দেখার জন্য বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছে।

এক্ষেত্রে এই বোর্ড চ্যালেঞ্জ ফলাফল কবে প্রকাশ করা হবে তা নিয়ে আমরা কথা বলব। শিক্ষা মন্ত্রণালয় থেকে বোর্ড চ্যালেঞ্জ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

১১ টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লক্ষ ২১ হাজার শিক্ষার্থী চলতি বছর এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিল।

আরও পড়ুনঃ

তার মধ্যে ১৬ লক্ষ শিক্ষার্থী পাস করেছেন, এর মধ্যে প্রায় কয়েক লক্ষ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছে। মূলত যে সকল

শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে এবং যাদের নম্বর কম এসেছে তারা বোর্ড চ্যালেঞ্জারের আবেদন করেছে।

অনেক শিক্ষার্থী ভালো ফলাফল করার পরও বোর্ড চ্যালেঞ্জ করেছে তার নম্বর বৃদ্ধি করার জন্য।

প্রতিবছরই এরকম অনেক শিক্ষার্থী বর্তমানে ফলাফল পরিবর্তন হয়। কারণ এখানে বিভিন্ন জায়গায় ভুল

ত্রুটি হতে পারে হয়তো বা শিক্ষার্থীর নিজের কোন জায়গায় ভুল থাকতে পারে অথবা যে শিক্ষক পরীক্ষা

দেখেছে সেখানে বলতে লাগতে পারে অথবা শিক্ষা বোর্ডের ফলাফল তৈরি থেকেও সমস্যা হতে পারে

পরীক্ষা শেষ হওয়ার পর দিন থেকে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করেছে যেখানে প্রতিটি পত্র-পতি শিক্ষার্থীদেরকে ১২৫ টাকা করে ফ্রি দিতে হয়েছে।

এখানে বোর্ড চ্যালেঞ্জর কার্যক্রম সম্পন্ন করা পরবর্তীতে খাতা গুলো দেখা শেষ করছে শিক্ষা বোর্ড কর্মকর্তারা।

আরও পড়ুনঃ

বোর্ড চ্যালেঞ্জর ফলাফল কবে প্রকাশ করা হবে এমন প্রশ্ন করলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরাসরি বলেন

আমরা ফলাফল প্রকাশ করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি। আমরা ফলাফল প্রকাশ করার একটি তারিখ নির্ধারণ করেছি,

আমরা জানিয়েছি আগামী ২৮ আগস্ট বর্তমানের ফলাফল প্রকাশ করা হবে। ঐদিন শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে তাদের ফলাফল গুলো দেখতে পারবে।

তাছাড়া প্রতিটি শিক্ষা বোর্ড আলাদা আলাদা তালিকায় প্রকাশ করবে সেখানেও ফলাফল দেখার বিষয়গুলো উল্লেখ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের স্বাভাবিক নিয়ম রয়েছে। সেখান থেকে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন। তাদের আলাদা কোন কষ্ট করতে হবে না,

তাছাড়া বোর্ডের তালিকা থেকেও শিক্ষার্থীরা তাদের রোল নম্বর খুঁজে খুঁজে ফলাফল দেখতে পারবে।

যখনই বোর্ডের ফলাফল আনুষ্ঠানিক প্রকাশ করা হবে তখন আমরা শিক্ষার্থীদেরকে সে বিষয়গুলো জানিয়ে দিব।

Related Articles

5 Comments

  1. আসসালামু আলাইকুম,
    আমার একটি বিষয় জানার ইচ্ছা যে
    একজন পরীক্ষার্থীর ইংরেজি বিষয়ে F গ্রেড এসেছে।
    এখন মার্কশীট এ কোনো পয়েন্ট দেখায় না।
    কীভাবে বুঝব যে সেই পরীক্ষার্থী কি কারণে ফেল করেছে
    সেকি কোন এক বিষয়ে পয়েন্ট কম পেয়েছে না রোল নাম্বার বা রেজিষ্ট্রেশন নাম্বার ভূল করেছে যার কারণে
    পরীক্ষার্থীটির ফেল এসেছে।

  2. আসসালামু আলাইকুম,
    আমার একটি বিষয় জানার ইচ্ছা যে
    একজন পরীক্ষার্থীর ইংরেজি বিষয়ে F গ্রেড এসেছে।
    এখন মার্কশীট এ কোনো পয়েন্ট দেখায় না।
    কীভাবে বুঝব যে সেই পরীক্ষার্থী কি কারণে ফেল করেছে
    সেকি কোন এক বিষয়ে পয়েন্ট কম পেয়েছে না রোল নাম্বার বা রেজিষ্ট্রেশন নাম্বার ভূল করেছে যার কারণে
    পরীক্ষার্থীটির ফেল এসেছে।

  3. আমার ও এরকম ফেল আসছে কোন নাম্বার দেওয়া হয় নাই কত পাইছি সেটা ও দেখতে পারি নাই।

  4. আমার ও এরকম ফেল আসছে কোন নাম্বার দেওয়া হয় নাই কত পাইছি সেটা ও দেখতে পারি নাই।

  5. আমার ও এরকম ফেল আসছে কোন নাম্বার দেওয়া হয় নাই কত পাইছি সেটা ও দেখতে পারি নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button