SSC Exam

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৩ – SSC Board Challenge 2023

Pinterest LinkedIn Tumblr

শিক্ষার্থীরা তাদের ফলাফলে অসন্তুষ্ট হলেবোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। আজকে আমরা বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল তথ্য জানাবো।

আরও পড়ুনঃ

যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তা হল

  • বোর্ড চ্যালেঞ্জার আবেদন কারা করতে পারবে
  • কত বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে
  • বোর্ড চ্যালেঞ্জে নম্বর কমিয়ে দেয়া হয় কিনা
  • বো র্ড চ্যালেঞ্জ আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে
  • বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হলে কোন সিম থেকে করতে হবে
  • আবেদন করতে কত টাকা লাগবে এবং টাকা কিভাবে কেটে নিবে
  • বোর্ড চ্যালেঞ্জ আবেদন কিভাবে করতে হবে
  • বোর্ড চ্যালেঞ্জ আবেদনের ফলাফল কবে দিবে

বোর্ড চ্যালেঞ্জার আবেদন কারা করতে পারবে

বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন সকল শিক্ষার্থী করতে পারবে। এখানে কোন ধরনের বাধ্যতামূলক কোন কিছুই নেই।

শিক্ষার্থীদের সঠিকভাবে আবেদন করতে হবে এসএমএসের মাধ্যমে। এক্ষেত্রে আবেদন করার পর্যাপ্ত সময়ের

মধ্যে আবেদন করতে হবে, তাদেরকে এখানে শিক্ষার্থীদের কোন ধরনের লিমিটেশন নেই।

কত বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে

বোর্ড চ্যালেঞ্জ করা যাবে সকল বিষয়ের উপরে অর্থাৎ যতগুলো বিষয় পরীক্ষা হয়েছে সব বিষয় শিক্ষার্থীরা বোর্ড

চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। এক্ষেত্রে প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা ভাবে তার কাছ থেকে টাকা নেওয়া হবে।

বোর্ড চ্যালেঞ্জে নম্বর কমিয়ে দেয়া হয় কিনা

বোর্ড চ্যালেঞ্জে কখনোই টাকা নাম্বার কমে দেয়া হয় না হয়তোবা শিক্ষাজী নাম্বার পাবে না বা পেলে বেশি নাম্বার পাবে

কিন্তু কখনোই নাম্বার কমিয়ে দেওয়ার ঘটনা ঘটেনি তাই নির্দ্বিধে ভোট ছাড়া শিক্ষার্থীরা করতে পারে।

বোর্ড চ্যালেঞ্জ আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে

বোর্ড চ্যালেঞ্জের নোটিসে বলা হয়েছে শিক্ষার্থীরা ভোট চেনানোর জন্য আবেদন করতে পারবে 29 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত।

এই সময়ের মধ্যে অনলাইনে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীর আবেদন করতে হবে এসএমএস ছাড়া অন্য কোন উপায় শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না।

বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হলে কোন সিম থেকে করতে হবে

বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে টেলিটক সিম দিয়ে টেলিটক সিম ছাড়া অন্য কোন সিম দিয়ে আবেদন করা যাবে না।

তাই সরকারের নিয়ন্ত্রিত টেলিটক সিম দিয়ে শিক্ষার্থীদের আবেদন করতে হবে সঠিক নিয়মে এবং এখান থেকে শিক্ষার্থীর এসএমএস পাঠাবে।

আবেদন করতে কত টাকা লাগবে এবং টাকা কিভাবে কেটে নিবে

বোর্ড চ্যালেঞ্জে আবেদন করতে প্রতিটি পত্রের শিক্ষার্থীদের 125 টাকা করে ফ্রি নির্ধারণ করা হয়েছে।

এই টাকা ব্যালেন্সে রেখে স্বীকারদের আবেদন করতে হবে যখন তারা এসএমএস পাঠাবে তখন

সাথে সাথে তার ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হবে এবং শিক্ষার্থীর আবেদন গ্রহণ করা হবে।

বোর্ড চ্যালেঞ্জ আবেদন কিভাবে করতে হবে

বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে শিক্ষা দিবে এসএমএসের মাধ্যমে টেলিটক সিমে গিয়ে শিক্ষার্থীরা

মেসেজ অপশনে মেসেজগুলো লিখবে আমরা শিক্ষার্থীদের আবেদন করার নিয়মগুলো নিচে

তুলে ধরছি অথবা শিক্ষার্থীর ভিডিও আকারও আবেদন করার নিয়ম গুলো জেনে নিতে পারবে।

আবেদনের নিয়ম ভিডিও করে দেখতেছেন এ ক্লিক করুন

প্রতিটি বোর্ডের প্রথম তিন অক্ষরের কোড নিচে তুলে ধরা হলো

  1. ঢাকা শিক্ষা বোর্ড – DHA
  2. চট্টগ্রাম শিক্ষা বোর্ড – CHI
  3. কুমিল্লা শিক্ষা বোর্ড – CUM
  4. রাজশাহী শিক্ষা বোর্ড – RAJ
  5. দিনাজপুর শিক্ষা বোর্ড – DIN
  6. বরিশাল শিক্ষা বোর্ড – BAR
  7. ময়মনসিংহ শিক্ষা বোর্ড – MYM
  8. সিলেট শিক্ষা বোর্ড – SYL
  9. যশোর শিক্ষা বোর্ড – JES
  10. কারিগরি শিক্ষা বোর্ড – BTEB
  11. মাদ্রাসা শিক্ষা বোর্ড – MAD

আরও পড়ুনঃ

Write A Comment