এসএসসি রুটিন ২০২৩ পরিবর্তন হবে কি ? যা বলল শিক্ষামন্ত্রী

মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা গেছে আগামী 30 এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে।
কিন্তু অনেক শিক্ষার্থী দাবি তুলেছে তাদের রুটিন পরিবর্তন করার জন্য, কারণ ঈদের একদম পরে পরীক্ষা শুরু হবে।
তাই কিছুটা সমস্যা হবে শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি জানানো হয়েছে তাদের পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়।
আরও পড়ুনঃ
- এসএসসি ২০২৩ বাংলা ২য় পত্র সাজেশন – SSC 2023 Bangla 2nd Paper Suggestion
- SSC 2023 Chemistry Suggestion – এসএসসি রসায়ন সাজেশন
- এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২৩ – SSC Physics Suggestion
- এসএসসি 2023 জীববিজ্ঞান সাজেশন – SSC 2023 Biology Suggestion
মূলত পরীক্ষা শুরু হচ্ছে আগামী 30 এপ্রিল অর্থাৎ পবিত্র মাহে রমজান পর ঈদুল ফিতর আয়োজন করা হবে
আগামী 22 ও 23 এপ্রিল অর্থাৎ 7 দিন পরে ঈদ শেষ হওয়ার সাত দিন পরে পরীক্ষা আয়োজন করা হবে।
যার কারণে অনেক শিক্ষার্থী ভালো ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে না এবং শিক্ষকদের জন্য সমস্যা তৈরি হবে।
তাই তারা দাবি জানিয়েছে কিছুটা পরিবর্তন করা হোক রুটিনে। এক্ষেত্রে আগামী 30 এপ্রিল বাংলা প্রথম পত্রের
মাধ্যমে পরীক্ষা শুরু হবে এবং আগামী 2 তারিখ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আয়োজন করা হবে।
আরও পড়ুনঃ
- এসএসসি ২০২৩ বাংলা ২য় পত্র সাজেশন – SSC 2023 Bangla 2nd Paper Suggestion
- SSC 2023 Chemistry Suggestion – এসএসসি রসায়ন সাজেশন
- এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২৩ – SSC Physics Suggestion
- এসএসসি 2023 জীববিজ্ঞান সাজেশন – SSC 2023 Biology Suggestion
এভাবে ধারাবাহিকভাবে সকল বিষয়গুলো পরীক্ষা শেষ করে 23 মে আনুষ্ঠানিকভাবে লিখিত
পরীক্ষা শেষ হবে। এর পরবর্তীতে শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা শুরুর করার কথা বলা হয়েছে।
এসএসসি রুটিন ২০২৩ কি পরিবর্তন করা হবে কিনা জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয় আপাতত যে
রুটিন তৈরি করা হয়েছে সেটি পরীক্ষা আয়োজন করা হবে। এই মুহূর্তে রুটিন পরিবর্তন করা কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না,
যদি কোন ধরনের সমস্যা তৈরি না হয় শিক্ষক-শিক্ষার্থীদের বড় ধরনের ঝামেলা না হয় তাহলে স্বাভাবিকভাবেই পরীক্ষা আয়োজন করা হবে
আরও পড়ুনঃ
- এসএসসি ২০২৩ বাংলা ২য় পত্র সাজেশন – SSC 2023 Bangla 2nd Paper Suggestion
- SSC 2023 Chemistry Suggestion – এসএসসি রসায়ন সাজেশন
- এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২৩ – SSC Physics Suggestion
- এসএসসি 2023 জীববিজ্ঞান সাজেশন – SSC 2023 Biology Suggestion
এবং পরীক্ষা কোন পরিবর্তন করা হবে না। তারা জানায় 100 নম্বরের পরীক্ষা আয়োজন করা হবে সকল বিষয়ে পরীক্ষা হবে
এবং তিন ঘন্টা পরীক্ষা জোন করা হবে। সে জন্য এরই মধ্যে রুটিন তৈরি করা হয়েছে এবং তাদের প্রশ্নপদ্ধতির কাছে
প্রায় 20 লাখ শিক্ষার্থীর জন্য প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাস উপর প্রাধান্য দিয়ে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে,
যে সকল শিক্ষার্থী এখনো সংক্ষিপ্ত সংগ্রহ করেন তাদের জন্য ডাউনলোড লিংক নিচে তুলে ধরছি।