এসএসসি রুটিন ২০২৩ প্রকাশ – SSC Routine 2023 Published
মাধ্যমিক পর্যায়ের চলতি বছরে এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা গেছে পরীক্ষা শুরু হবে আগামী 30 এপ্রিল।
বর্তমানে সেই রুটিন নিয়ে শিক্ষার্থীরা জানতে চাচ্ছে কোন পরীক্ষা গুলো কবে আয়োজন করা হবে।
একটি Paragraph শিখলে তুমি পারবে সকল Paragraph – নিয়ম জানুন
সকল শিক্ষার্থীর সুবিধার্থে আমরা রুটিনের সকল বিষয়গুলো তুলে ধরছি, শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পরীক্ষা
আয়োজন করার ব্যাপারে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আগামী 30 তারিখে পরীক্ষা শুরু হবে,
সে ব্যাপারে রুটিন প্রকাশ করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম রাজশাহী দিনাজপুর যশোর বরিশাল ময়মনসিংহ
সিলেট কুমিল্লা বোর্ডের জন্য প্রকাশ করা হয়েছে। এই রুটিনে দেখা গেছে পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্রের মাধ্যমে
আগামী 30 এপ্রিল, এর পরবর্তীতে বাকি বিষয়গুলো পরীক্ষা শুরু হবে। 23 মে আনুষ্ঠানিকভাবে এসএসসি
পরীক্ষা শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হবে
সকাল 10 ঘটিকায় অর্থাৎ স্বাভাবিক নিয়মে শুরু হচ্ছে এবং পরীক্ষা শেষ হবে দুপুর একটার দিকে।
তিন ঘণ্টা ধরে এসএসসি ২০২৩ পরীক্ষার আয়োজন করা হবে। এ সময় সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দিতে হবে।
আরো বেশ কিছু বিষয়ে সচেতন থাকতে হবে, শিক্ষার্থীদের এ ব্যাপারে আরও 14 টি নির্দেশনা প্রকাশ করেছে। শিক্ষা মন্ত্রণালয় সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি।
এসএসসি রুটিন ২০২৩ বলা হয়েছে শিক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার ও বেশ কিছু নির্দেশনা সম্পর্কে জানানো হয়েছে।
বলা হয়েছে সৃজনশীল এবং নির্বাচনী আলাদা পাস করতে হবে, তাছাড়া পরীক্ষার ওএমআর শিট সঠিকভাবে পূরণ করতে হবে।
কোন ভাবে ওএমআর শিট ভাঁজ করা যাবে না। পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে শিক্ষার্থীদের পরীক্ষা কক্ষে উপস্থিত থাকতে হবে।
এসএসসি পরীক্ষা ২০২৩ রুটিন বা সময়সূচীঃ
- বাংলা প্রথম পত্র – 30 এপ্রিল 2023
- বাংলা দ্বিতীয় পত্র – 02 মে 2023
- ইংরেজি প্রথম পত্র – 03 মে 2023
- ইংরেজি দ্বিতীয় পত্র – 07 মে 2023
- গণিত – 09 মে 2023
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি – 10 মে 2023
- ধর্ম শিক্ষা – 11 মে 2023
- পদার্থবিজ্ঞান – 14 মে 2023
- বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা – 14 মে 2023
- ফিন্যান্স ও ব্যাংকিং – 14 মে 2023
- গার্হস্থ্য বিজ্ঞান – 15 মে 2023
- কৃষি শিক্ষা – 15 মে 2023
- রসায়ন – 16 মে 2023
- পৌরনীতি ও নাগরিকতা – 16 মে 2023
- ব্যবসায় উদ্যোগ – 16 মে 2023
- ভূগোল ও পরিবেশ – 17 মে 2023
- জীববিজ্ঞান – 18 মে 2023
- অর্থনীতি – 18 মে 2023
- বিজ্ঞান – 21 মে 2023
- উচ্চতর গণিত – 21 মে 2023
- হিসাববিজ্ঞান – 22 মে 2023
- বাংলাদেশ ও বিশ্বপরিচয়- 23 মে 2023
SSC Routine 2023 – Download Link


01322704105
Md mehedi