এসএসসি রেজাল্ট ২০২৩ জুলাই নাকি আগস্ট মাসে দিবে ? জানুন

মাধ্যমিক পর্যায়ে ২০ লাখ শিক্ষার্থী চলতি বছর এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছে তাদের এসএসসি রেজাল্ট ২০২৩ প্রস্তুত করা হয়েছে।
এখন এসএসসি রেজাল্ট ২০২৩ প্রকাশ করা হবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে। ঘরে বসে নিজের মোবাইল ফোন থেকে
অনলাইনে মাধ্যমে শিক্ষার্থীর ফলাফল দেখতে পারবে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ফলাফল দেখতে
চাও তারা নিচে নিয়মগুলো অনুসরণ করো ফলাফল দেখার জন্য শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট রয়েছে।
আরও দেখুনঃ
- SSC Exam 2023 – ১০০% শিক্ষার্থী গনিত ও ইংরেজি বিষয় পাস করেছে
- সুখবর – এসএসসি খাতা দেখা নিয়ে – সকলে জেনে নেও
- SSC Result 2023 Published Date in Bangladesh
- দারুন সুখবর – এসএসসি রেজাল্ট ২০২৩ নিয়ে – জানুন সকলে
আমরা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এসএসসি পরীক্ষার ফলাফল তোমার মোবাইল ফোন থেকে তুমি দেখতে পারবা।
- মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রথমে প্রবেশ করতে হবে – educationboardresults
- examination অপশনে ক্লিক করে SSC/Dakhil সিলেক্ট করতে হবে
- Year অপশনে ক্লিক করে 2023 সিলেক্ট করতে হবে
- Board অপশনে ক্লিক করে নিজের Board সিলেক্ট করতে হবে
- Roll Number সামনে ফাঁকা করে বসাতে হবে
- Reg no সামনে ফাঁকা ঘরে বসাতে হবে
- ক্যাপচারটি সঠিকভাবে পূরণ করতে হবে অর্থাৎ দুটি সংখ্যা যোগ করতে হবে এবং যোগফল সামনে ফাঁকা করে বসাতে হবে
- উপরের সকল তথ্য সঠিক থাকলে Submit অপশনে ক্লিক করতে হবে এবং ফলাফল চলে আসবে
ফলাফল কবে প্রকাশ করা হবে জানতে চাওয়া হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার
কাছে তারা জানিয়েছে, ফলাফল প্রকাশ করার জন্য আমরা তারিখ নির্ধারণ এখন পর্যন্ত ঐরকম
ভাবে করিনি। তবে ফলাফল প্রকাশ করার জন্য জুলাই অথবা আগস্ট মাসে সম্ভাব না রয়েছে।
তবে এখানে সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর উপরে। কারণ প্রধানমন্ত্রীর অনুমতি ব্যতীত এবং তার উপস্থিতি ফলাফল প্রকাশ করা হয়ে থাকে,
আরও দেখুনঃ
- SSC Exam 2023 – ১০০% শিক্ষার্থী গনিত ও ইংরেজি বিষয় পাস করেছে
- সুখবর – এসএসসি খাতা দেখা নিয়ে – সকলে জেনে নেও
- SSC Result 2023 Published Date in Bangladesh
- দারুন সুখবর – এসএসসি রেজাল্ট ২০২৩ নিয়ে – জানুন সকলে
তাই আমরা এ ব্যাপারে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিব। তবে ধারণা করা যাচ্ছে পরীক্ষা শেষ
করার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে, সেই অনুযায়ী জুলাই মাসে শেষের দিকে ফলাফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে।
যদি এর মধ্যে এসএসসি রেজাল্ট ২০২৩ তৈরি হয়ে যায় তাহলে জুলাই মাসে শেষের দিকে ফলাফল প্রকাশ করবে।
এক্ষেত্রে ২৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে আর যদি তা সম্ভব না হয় তাহলে আগস্ট মাসের প্রথম সপ্তাহে
ফলাফল প্রকাশ করা হতে পারে যদি প্রধানমন্ত্রী দেশে উপস্থিত থাকেন তাহলে খুব শীঘ্রই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।