মাধ্যমিক পর্যায়ে এসএসসি রেজাল্ট ২০২৩ প্রকাশ করা হয়েছে অনেক আগে। যেখানে পাশের হার ছিল ৮০ শতাংশ। কিন্তু এখনো শিক্ষার্থীরা তাদের মার্কশিট দেখতে পারছে না।
আজকে আমরা দেখাবো কিভাবে শিক্ষার্থীরা নিজেদের মোবাইল ফোন থেকে মাত্র ২ মিনিট সময় ব্যয় করে খুব অল্প সময়ে
এই মার্কশিট সহ ফলাফল গুলো দেখতে পারবে। মার্কশিট সহ ফলাফল দেখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মার্কশিট মাধ্যমে দেখা যায়
কোন শিক্ষার্থী কত নম্বর পেয়েছে কোন বিষয়ে বহুনির্বাচনিতে কত নম্বর পেয়েছে ব্যবহারিক কত নম্বর পেয়েছে।
আরও পড়ুন
- এসএসসি ২০২৩ মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি ফলাফল প্রকাশ
- কলেজ ভর্তি ২০২৩ ফলাফল প্রকাশ – কোন কলেজে চান্স পেয়েছো ?
- ২ টি উপবৃত্তি দিচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট – আবেদন করুন
- শিক্ষার্থীরা ৮০০০ টাকা উপবৃত্তি পাবে – সবার আগে আবেদন করুন

শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী এ বছর শিক্ষার্থীরা অনেক ভালো ফলাফল করেনি। প্রায় ২০ শতাংশ শিক্ষার্থী
এবছরে ফেল করেছে যা প্রায় 4 লাখের সমান। এছাড়া এ প্লাস পেয়েছে মাত্র এক লক্ষ ৮৩ হাজার শিক্ষার্থী
যা গত বছরের থেকে প্রায় ৮০ হাজার কম। সবচেয়ে ভালো এসএসসি রেজাল্ট ২০২৩ করেছে বরিশাল শিক্ষা বোর্ড।
যে সকল শিক্ষা বোর্ড মার্কশিট সহ ফলাফল প্রকাশ করেছে তা হল –
- কুমিল্লা শিক্ষা বোর্ড
- দিনাজপুর শিক্ষা বোর্ড
- রাজশাহী শিক্ষা বোর্ড
- যশোর শিক্ষা বোর্ড
- বরিশাল শিক্ষা বোর্ড
- ময়মনসিংহ শিক্ষা বোর্ড
- মাদ্রাসা শিক্ষা বোর্ড
- কারিগরি শিক্ষা বোর্ড
- ঢাকা শিক্ষা বোর্ড
- চট্টগ্রাম শিক্ষা বোর্ড
শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত নিয়মে শিক্ষার্থীরা এখানে মার্কশিট ফলাফল লিখতে পারবে আজকে আমরা শিক্ষার্থীদেরকে
মার্কশিট ফলাফল দেখার নিয়ম গুলো জানিয়ে দিয়েছি। যেখান থেকে শিক্ষার্থীরা খুব সহজে ফলাফল দেখতে পারবে।
এসএসসি পরীক্ষার ফলাফল মার্কশিট সহ দেখার নিয়ম –
- মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট প্রকাশ করতে হবে
- পরীক্ষার নাম এসএসসি সিলেক্ট করতে হবে
- পরীক্ষার সাল ২০২৩ সিলেক্ট করতে হবে
- পরীক্ষা বোর্ডের নাম সঠিকভাবে সিলেক্ট করতে হবে
- রেজাল্টের ধরুন ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করতে হবে
- রোল নাম্বার সঠিক ভাবে সিলেক্ট করতে হবে
- রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে সিলেক্ট করতে হবে
- ছবিটা দেখানো চারটি সংখ্যা সামনের ফাঁকা করে বসাতে হবে
- সাবমিট বাটনে ক্লিক করলে শিক্ষার্থীর ফলাফল মার্কশিট সহকারে চলে আসবে
ওয়েবসাইট লিংক

4 Comments
আমি ২০২৩সালে sscপাশ করে কলেজে ভর্তি হওয়ার জন্য সহায়তা চাইছি ।আমার বিকাশ নাম্বার ০১৭২৫৯৬৫৮৯২
Result hasn’t come. Very poor show.
Markshet hasn’t come. Very poor show.
আমি ssc পাস করেছি।এখন টাকার জন্য কলেজে ভর্তি হতে পারছি না। আমাকে সাহায্য করলে অনেক ভালে হতো। আমি পড়াশুনা করতে পারতাম।