মাধ্যমিক পর্যায়ে চলতি বছরে এসএসসি পরীক্ষা বর্তমানে চলমান রয়েছে। এক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে 20 লাখ 70 হাজার শিক্ষার্থী।
তাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ও ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়েছে।
যেখানে এরইমধ্যে খাতা দেখা শুরু করা নিয়ে আরো বেশ কিছু আপডেট তথ্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানিয়েছে।
এসএসসি Exam 2023 কত মার্ক পেলে কোন গ্রেড ? A+ A A- B C D F

তাছাড়া বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র 50 শিক্ষার্থী বহিষ্কার করা হয়েছে, কিন্তু ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের
প্রায় ২০০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার প্রশ্ন অনেক সহজ করা হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের
এবং অনেক ভালো পরীক্ষা তারা দিয়েছে। কিন্তু যারা পড়াশোনা করে যায়নি তাদের জন্য পরীক্ষা খারাপ হয়েছে।
বিশেষ করে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পরীক্ষা অনেক শিক্ষার্থী ভালো ফলাফল করতে পারবে না বলে তারা জানিয়েছে।
অন্যদিকে শিক্ষকদের সাথে কথা বলে জানা যায় বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র খাতা খুব শীঘ্রই তাদের কাছে চলে আসবে।
যেখানে প্রতি শিক্ষক 200 থেকে 300 খাতা দেখতে পারবে এবং তারা খাতা দেখা শেষ করে বোর্ডের কাছে শেখা তার নাম্বার পাঠিয়ে দিবে।
SSC Result 2023 Published date – All Education Board

কেমন খাতা দেখা হবে জানতে চাইলে শিক্ষকরা জানায় গত কয়েক বছর যেভাবে শিক্ষার্থীদের কে খাতা দেখা
হচ্ছিল চলতি বছরের, সেই ভাবে দেখা হবে শিক্ষার্থীদের অনেক সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
বিশেষ করে বাংলায় শিক্ষার্থীরা যদি এক বা দুই নম্বরের কারণে সৃজনশীল এ ফেল করে তাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে।
যাতে করে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারে, কিন্তু ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র ক্ষেত্রে যথেষ্ট সুযোগ সুবিধা প্রদান করা হবে।
এক্ষেত্রে তাদেরকে একটু বেশি বেশি নম্বর প্রদান করার কথা বলা হয়েছে।ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 100 নম্বরের
মধ্যে 33 নম্বর পেতে হবে পাস করার জন্য। এক্ষেত্রে শিক্ষকরাই সম্পূর্ণ বিষয়টি মূল্যায়ন করবে
অর্থাৎ এখানে কোনো নৈবিত্তিক এর বিষয় নেই। তাই শিক্ষকরা চাইলে যেকোন শিক্ষার্থীকে পাঁশ করিয়ে দিতে পারবে,
তবে যদি শিক্ষার্থীরা ভালোভাবে লেখা আসে তাহলে পাস করে দেওয়া সম্ভব, আর নয়তো শিক্ষকরা কখনো লিখে পাস করে দিতে পারবে না।
1 Comment
Pingback: ঘূর্ণিঝড় মোখা ২০০ কিমি বেগে আঘাত আসবে - এসএসসি কি হবে ? - Metro Academy