ওমিক্রণ শনাক্ত – শিক্ষা প্রতিষ্ঠান কবে বন্ধ হবে
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 17 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয় । দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন ।
কিন্তু বিশ্বজুড়ে করোনার নতুন ভাইরাস শনাক্ত হয়েছে যা বাংলাদেশে চলে এসেছে। বাংলাদেশে প্রথমবারের মতো নতুন ওমিক্রন শনাক্ত হয়েছে । জাতীয় দলের দুই নারীর শরীরে পাওয়া গেছে ।
আরও পড়ুনঃ ওমিক্রন ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বলল ইউনিসেফ
সম্প্রতি নারী ক্রিকেট দল বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে যায় পরে আফ্রিকা মহাদেশের নতুন ধরনের শনাক্ত হওয়ার পর গত 1 ডিসেম্বর দেশে ফিরে আসেন । দেশে ফেরা ক্রিকেটের মধ্যে দুইজনের নতুন ভাইরাস ধরা পড়ে । ইতিমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানিয়েছেন বাংলাদেশে করোনার নতুন ভাইরাস শনাক্ত হওয়ার পর করোনা রোগী যদি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে বা ব্যাপকহারে করোনা সংক্রমণ দেখা দেয় তবে শিক্ষাপ্রতিষ্ঠান আবারো বন্ধ হতে পারে।
আরও পড়ুনঃ করোনার নতুন রূপঃ এইচএসসি পরীক্ষা পেছানো হবে কিনা
তবে এর আগে দেখা গেছে করোনা সংক্রমণ 5 শতাংশের ওপরে যখন ছিল তখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল । এই অবস্থায় ওমিক্রণ এর মাধ্যমে করোনা সংক্রমণ যদি ৫ শতাংশের উপরে চলে যায় তাহলে স্কুল কলেজ বন্ধ হতে পারে।
এ ব্যাপারে শিক্ষামন্ত্রণালয় এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো বক্তব্য প্রকাশ করেনি । বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে জানুয়ারি মাসে নতুন শিক্ষাবর্ষ অনুযায়ী শিক্ষার্থীদের ক্লাস এর পরিমাণ বাড়ানো হবে না । বর্তমানে যে নিয়মে ক্লাস কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সে নিয়মে জানুয়ারি থেকে ক্লাস কার্যক্রম পরিচালনা করা হবে তবে ।
অন্যদিকে বিশেষজ্ঞরা বলছে প্রতি বৎসর শীত কালীন সময়ে করোনা সংক্রমণ অনেক বেড়ে যায় সে ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম আরো কমিয়ে আনার কথা তারা বলছে।
না কমালেই ভালো হয়। এসাইনমেন্ট এর ভিত্তিতে রেজাল্ট চাই না। সময়টা বৃদ্ধি করলেই তো হয়। কমানো হলে, পড়াও হবেনা তেমন। কেন যে আন্দোলন করছে ফাউলগুলা! সুবিধা না দেখে, সুযোগ্য হওয়াটা জুরুরি।