ওমিক্রন – আবারো বন্ধ হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান – জানালেন শিক্ষা মন্ত্রী
করোনা ভাইরাস এর নতুন ভেরিয়েন্ট ওমিক্রন রোধে কঠোর বিধিনিষেধ আরোপের কথা বলছেন সরকার। গতকাল আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান করোনা পরিস্থিতি যাতে না হয় সে জন্য কঠোর অবস্থানে যেতে হচ্ছে আমাদের।
বাংলাদেশের প্রথম 11 ডিসেম্বর করোনা সংক্রমণে নতুন ওমিক্রন ধরা পড়ে। আফ্রিকা পারা 2 নারী ক্রিকেটারের শরীরে পাওয়া যায় । পরে আরও 8 জন শনাক্ত হয়েছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার আহ্বান জানান এ সংস্থাটি ।
এএদিকে করোনার টিকা নেওয়ার পর সনদ ছাড়া হোটেলে খাওয়ার উপর নিষেধাজ্ঞা আসছে । বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান সীমিত করার জন্য ।
গণপরিবহন অর্ধেক যাত্রী পরিবহনের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে । মাক্স পড়ার বিষয়ে আরও কঠোর অবস্থানে যেতে বলেছে আদালতকে । শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার চিন্তা-ভাবনা নেই সরকারের এমনটাই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান দিবে সরকার , আবেদন শুরু ও শেষ তারিখ
অন্যদিকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন আমাদের দেশে এখনো আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হয়নি। করোনা সংক্রমণ হার শতকরা 3 ভাগ ওরকম আছে । ইতিমধ্যে পাশের দেশ ভারতে করোনা সংক্রমণ হলে অনেক বেড়েছে। আমাদের দেশে হার এখনো নিম্নমুখী।
এরই মধ্যে কয়েকজনের নতুন ভেরিয়েন্ট পাওয়া গেছে । তাই আমাদের সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে । তিনি আরো বলেন বিগত বছরগুলোতে মার্চ মাসে দেশে করোনার সংক্রমণ অনেক বেড়ে গেছে । তাই মার্চ মাস না আসা পর্যন্ত করোনা কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না ।
আমরা স্বাস্থ্যবিধি মানলে করোনা সংক্রমণ আরো কম হবে। তিনি বলেন সংক্রমণ কারনে বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়নি । পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আবার বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন জানানো হয়।