HSC Exam

কত নম্বর পেলে পাস ও A+ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি – এইচএসসি ২০২৩

Pinterest LinkedIn Tumblr

উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা ২০২৩ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা আয়োজন করা হয়েছে নতুন মানবন্টন অনুযায়ী।

এক্ষেত্রে শিক্ষার্থীরা কত নম্বর পেলে পাস করবে অথবা কত নম্বর পেলে এ প্লাস পাবে সে বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীরা অনেক দুশ্চিন্তা করছে।

আর পড়ুনঃ

আজকে আমরা শিক্ষার্থীদেরকে সেই সম্পর্কিত সকল তথ্যগুলো জানিয়ে দিব। মূলত এ প্লাস এবং পাশের বিষয়টি নির্ভর করবে

শিক্ষার্থীর ফলাফলের উপর ভিত্তি করে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারিত নিয়ম অনুযায়ী মানবন্টন পরিবর্তন করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার আগে আয়োজন করা হচ্ছিল ১০০ নম্বরে। যেখানে 50 নম্বর ছিল সৃজনশীল পরীক্ষা

এবং ২৫ নম্বর ছিল বহুনির্বাচনী পরীক্ষা, তার সাথে ব্যবহারিক পরীক্ষা ছিল ২৫ নম্বর। কিন্তু এবছরে তা আর হয়নি নতুন মানবন্টনে পরীক্ষা হচ্ছে,

তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে যেখানে সৃজনশীল থাকছে ৩০ নম্বর এবং বহুনির্বাচনে থাকছে ২০ নম্বর কিন্তু ব্যবহারিক আগের মত ২৫ নম্বরই থাকছে।

তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় কত নম্বর পেলে পাস –

সৃজনশীল শিক্ষার্থীদেরকে আলাদাভাবে পাস করতে হবে এবং বহুনির্বাচনিদের শিক্ষার্থীকে আলাদাভাবে পাশ করতে হবে।

৩০ নম্বরে পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীকে ৩০ নম্বরের মধ্যে পাস করতে হবে দশ নম্বর পেয়ে এবং বহুনির্বাচনের ২০ নম্বর পরীক্ষা

থেকে শিক্ষার্থীকে ৭ নম্বর পেয়ে পাশ করতে হবে। পরবর্তীতে নম্বরগুলোকে রূপান্তর করে ১০০ নম্বরে মূল ফলাফল প্রস্তুত করা হবে।

আর পড়ুনঃ

তথ্য যোগাযোগ প্রযুক্তি কত নম্বর পেলে A+

স্বাভাবিকভাবে অন্যান্য বিষয়ের মত এ বিষয়েও সৃজনশীল বহুনির্বাচন এবং ব্যবহারিক অংশ একসাথে যোগ করে গ্রেড নির্ণয় করা হবে।

শুধু পাস আলাদা করা হচ্ছে, তাছাড়া বাকি সকল গ্রেড পয়েন্ট যেমন বিষয়গুলো নির্ণয় করা হবে একসাথে যোগ করে।

তাই এখানে শিক্ষার্থীরা ১০০ নম্বরের মধ্যে ৮০ নম্বর পেলেই তার এ প্লাস থাকবে এবং এর পরবর্তীতে স্বাভাবিক

গ্রেড পয়েন্টটাকে মূল্যায়ন করবে। মূলত শিক্ষার্থীরা যত নম্বরই পরীক্ষা দিক না কেন তাদের মূল রেজাল্ট প্রস্তুত

করা হবে ১০০ নম্বর উপর ভিত্তি করে তাই এখানে অবশ্যই নম্বর রূপান্তর করে ফলাফল প্রস্তুত করা হবে।

3 Comments

Write A Comment