কত নম্বর Grace দেওয়া হবে চলতি বছর এসএসসি পরীক্ষার্থীদের

বর্তমানে শিক্ষকরা পুরোদমে চলতি বছর এসএসসি পরীক্ষার্থীদের খাতাগুলো দেখছে। এক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো খাতা দেখা প্রায় শেষের দিকে।
আগামী কয়েকদিনের মধ্যেই তারা এই নম্বরগুলো বোর্ডের কাছে পাঠাবে। কারণ তারা ঐ সকল বিষয়গুলো
ভালভাবে পরীক্ষা দিতে পারেনি, তাই পাস করা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আবার অনেক শিক্ষার্থী অনেক ভালো পরীক্ষা দিয়েছে।
এক্ষেত্রে শিক্ষকরা কত নম্বর Grace দিবে তা নিয়ে আলোচনা করব, মূলত হচ্ছে শিক্ষার্থীদের কে
দয়া করে অনুগ্রহ করে নাম্বার দেয়া কে Grace বোঝায়। কোন কারণে ফেল করে বা শিক্ষার্থী যদি
অল্প নম্বরের কারণে ফেল করে অথবা অল্প নম্বরের কারণে Grace নম্বর করে তখন তাদেরকে।
দয়া করে বা অনুগ্রহ করে এই Grace নাম্বার প্রদান করা হয়। এক্ষেত্রে কত নম্বর Grace প্রদান করা হবে তা জানতে যাওয়া হয়েছিল।
একাধিক কর্মকর্তা এবং শিক্ষকদের কাছে তারা জানায়, চলতি বছরে এসএসসি পরীক্ষার্থীরা অনেক ভালো লিখেছে।
তাদেরকে Grace নাম্বার দেওয়ার কোন প্রয়োজন নেই। তারা খুব সুন্দর ভাবেই পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে পেরেছে,
কিন্তু তারপরও কিছু কিছু ক্ষেত্রে শিক্ষার্থীরা খারাপ লিখেছে। যার কারণে তারা ফেল করতে পারে,
এর জন্য আমরা চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার। এক্ষেত্রে হয়তোবা শিক্ষার্থীরা কিছু নম্বর বেশি পেতে পারে,
তাই আমরা চেষ্টা করব তাদেরকে পাস করিয়ে দেওয়ার। এখানে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদেরকে
পাশ করে দেওয়ার জন্য এবং যোগ্যতা থেকে যোগ্য নম্বর দেওয়ার জন্য। যদি কোন শিক্ষার্থী এক বা দুই নম্বরের কারণে ফেল করে।
তখন আমরা চেষ্টা করব তার খাতার মধ্যে গিয়ে নাম্বার দেওয়ার, যদি তার সেখানে খাতার মধ্যে
নাম্বার দেওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই আমরা নাম্বার প্রদান করব এবং তাকে পাশ করে দেওয়ার।
তবে সৃজনশীল পরীক্ষা ক্ষেত্রে রকম সুযোগ-সুবিধা প্রদান করা হলো। বহুনির্বাচনীতে রকম কোনো সুযোগ-সুবিধা প্রদান করা হবে না।
কারণ বহুনির্বাচনি সম্পন্ন বেশি দেখা হবে, কম্পিউটার মেশিনের মাধ্যমে। তাই এখানে আলাদা কোনো
সুযোগ-সুবিধা প্রদান করার সুযোগ থাকছে না, এরপরও যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন কার্যক্রম হাতে
নেয়া হয় তখন তা তাদের নিজেদের মধ্যেই রাখে গণমাধ্যমকে কোনো কিছু কখনো জানিয়ে দেওয়া হয় না।
Good Dicisan