SSC Exam 2023 এরই মধ্যে শেষ হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা জানে তারা কেমন পরীক্ষা দিয়েছে এবং কেমন নম্বর তারা পেতে পারে।
কিন্তু কত নম্বর পেলে শিক্ষার্থীরা সৃজনশীল এবং নৈব্যক্তিক পাস করবে এবং ভালো ফলাফল করবে
তা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো। ফলাফল প্রকাশ করা হবে অনলাইনের মাধ্যমে,
আরও পড়ুনঃ এই নিয়মে পাস করবে সকল এসএসসি পরীক্ষার্থী – কি নিয়ম ?
শিক্ষার্থীদের টেনশন করতে হবে না। কিন্তু আপনি অনেক শিক্ষার্থী দুশ্চিন্তার মধ্যে রয়েছে, তার জন্য
আমরা বিষয়গুলোকে তুলে ধরছি। এখানে দুইটি ভাগে বিভক্ত হয়ে এসএসসি পরীক্ষা করা হয়েছে।
একটি সৃজনশীল ভাগ ও অন্যটি হচ্ছে বহুনির্বাচনী। শিক্ষার্থীদের পাস করার জন্য আলাদা আলাদা নম্বর দরকার হবে
অর্থাৎ সৃজনশীলতা এবং বহুনির্বাচনীতে আলাদা পাশ করতে হবে। সৃজনশীলে পরীক্ষা হবে কিছু বিষয়ে 70 নম্বরে
যেখানে শিক্ষার্থীদের পাস করার জন্য দরকার হবে 23 নম্বর। অন্যদিকে যে সকল বিষয়ে পরীক্ষা হবে মাত্র 50 নম্বরের
সেখানে সৃজনশীলে পাস করতে হলে শিক্ষার্থীর 17 নম্বর দরকার হবে, তাছাড়া নির্বাচনের ক্ষেত্রে 30 নম্বরের
SSC Exam 2023 আয়োজন করা হবে যে বিষয়ে সেখানে পাস করার জন্য শিক্ষার্থীদের দরকার হবে 10 নম্বর আবার
যে সকল বিষয়ে ২৫ নম্বরে নির্বাচনী পরীক্ষা হবে সেখানে পাস করার জন্য শিক্ষার্থী দরকার হবে 8 নম্বর।
আরও পড়ুনঃ SSC Exam 2023 Grace mark কত দেওয়া হবে ? শিক্ষকর মুখে শুনুন
যখনই শিক্ষার্থী পাস করে ফেলবে পরবর্তীতে গ্রেড নির্ণয়। তার একই সাথে করা হবে অর্থাৎ সৃজনশীল
এবং বহুনির্বাচনের মিলিয়ে গ্রেড নির্ণয় করা হবে, অন্য দিকে ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীকে
আলাদা ভাবে পাশ করার কথা বলা হয়েছে। এক্ষেত্রে পাশ করার জন্য শিক্ষার্থীর ৮ নম্বর দরকার হবে।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে শিক্ষার্থীরা যদি এক বা দুই নম্বরের কারণে সৃজনশীল এ ফেল করে,
তাহলে শিক্ষকরা সে নম্বরটা থেকে বাড়িয়ে দিতে পারে অর্থাৎ এখানে অনুগ্রহ আচরণের মাধ্যমে। এই নম্বর বাড়িয়ে দেয়ার সম্ভাবনা রয়েছে তবে
নৈবিত্তিক এর ক্ষেত্রে কোন ধরনের নম্বর বাড়িয়ে দেয়া হবে না, কারণ বহুনির্বাচনী সম্পন্ন বিষয়টি দেখার মেশিনের মাধ্যমে।
তাই এখানে আলাদা কোন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করার কথা ভাবছেন শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।