বর্তমানে কলেজ ভর্তি ২০২৩ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন কার্যক্রম করেছে।
এখন তাদের ফলাফল প্রকাশ করা শেষে কলেজে ভর্তি শুরু হবে। কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে তাদের কি কি
ডকুমেন্ট দরকার হবে তা নিয়ে আজকে আমরা কথা বলব। কারণ অনেক শিক্ষার্থী এই তথ্যগুলো সঠিকভাবে জানে না,
তাছাড়া কোন ভুল ডকুমেন্ট যদি তারা জমা দেয় অথবা কোন রকমে যদি সাথে না নিয়ে যায় পরবর্তীতে তাকে ভোগান্তির মধ্যে পড়তে হবে।
আরও পড়ুন
- এসএসসি ২০২৩ মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি ফলাফল প্রকাশ
- ১৬২০০ টাকা উপবৃত্তি প্রদান – যেভাবে টাকা দিবে শিক্ষা বোর্ড
- ২ টি উপবৃত্তি দিচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট – আবেদন করুন
- শিক্ষার্থীরা ৮০০০ টাকা উপবৃত্তি পাবে – সবার আগে আবেদন করুন
তাই আজকে আমরা শিক্ষার্থীদেরকে জানাবো একাদশ ভর্তির সময় শিক্ষার্থীদের কি কি ডকুমেন্ট সাথে করে কলেজে নিয়ে যেতে হবে।
কলেজ ভর্তি ২০২৩ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে অনলাইনের মাধ্যমে। শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে
আবেদন করতে পারলেও তাদের যখন ফলাফল প্রকাশ করা হবে সেখানে একটি কলেজ নির্বাচন করে দিয়ে দেওয়া হবে।
পরবর্তীতে শিক্ষার্থী যদি সেখানে নিশ্চয়ন করে তাহলে সেখানে শিক্ষার্থীকে ভর্তি হতে হবে।
এ ক্ষেত্রে কি কি ডকুমেন্ট শিক্ষার্থীদের আবেদনের সময় জমা দিতে হবে তা নিয়ে আমরা এখানে আলোচনা করছি।
যে সকল ডকুমেন্ট কলেজ ভর্তি ২০২৩ সময় নিয়ে যেতে হবে
১ – এসএসসি রেজাল্টের মূল মার্কশিট অর্থাৎ একাডেমিক ট্রান্সক্রিপ্ট – দুই কপি ফটোকপি
২ -এসএসসি রেজাল্টের মূল প্রশংসাপত্র অর্থাৎ একাডেমিক টেস্টমনিয়াল – দুই কপি ফটোকপি
৩ – মূল প্রবেশপত্র অর্থাৎ এডমিট কার্ড – দুই কপি ফটোকপি
৪ – মূল রেজিস্ট্রেশন কার্ড – দুই কপি ফটোকপি
৫ – ভর্তি ফরম পূরণ করতে হবে। ভর্তি ফরম কলেজের অফিস কক্ষ থেকে সংগ্রহ করতে হবে। কিছু কলেজ অনলাইনের মাধ্যমে ভর্তি ফরম পূরণ করে থাকে।
৬ – মোবাইল নম্বর –
৭ – সিকিউরিটি কোড –
৮ – কোটায় ভর্তির ক্ষেত্রে কোটার সাথে প্রযোজ্য সকল ডকুমেন্ট জমা দিতে হবে
৯ – শিক্ষার্থী পাসপোর্ট সাইজের ছবি – 4 থেকে 6 কপি
১০ – শিক্ষার্থী স্ট্যাম্প সাইজের ছবি 2 থেকে 4 কপি
১১ – পিতা-মাতা বা অভিভাবকের পাসপোর্ট সাইজের 2 থেকে 4 কপি ছবি
১২ – শিক্ষার্থী জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি – 1 কপি
১৩ – পিতা-মাতা বা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
১৪ – পাট বিরতি সনদ – কলেজ যদি চায় তাহলে স্কুল থেকে সংগ্রহ করে দিতে হবে