সকল খবর

কুয়াকাটা ভ্রমণ সকল তথ্য একসাথে

কুয়াকাটা সমুদ্র সৈকত – কুয়াকাটা ভ্রমণ

কুয়াকা টা সমুদ্র সৈকতের অবস্থান পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপলী ইউনিয়নে। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ার কারণে আলাদা একটি মাত্রা পেয়েছে । কুয়াকাটা ভ্রমণ

কুয়া কাটা সমুদ্র সৈকত থেকে সূর্য অস্ত এবং সূর্যোদয় একই সাথে দেখা যায় যা অন্যান্য সমুদ্র সৈকত থেকে একটু আলাদা করে রেখেছে ।

কুয়াকাটা সৈকতের পশ্চিম দিক থেকে সূর্য অস্ত খুব সুন্দর ভাবে দেখা যায় এবংপূর্ব দিকে থেকে সূর্যোদয় খুব সুন্দর ভাবে উপভোগ করা যায় । তাছাড়া কুয়াকাটা সমুদ্র সৈকতের রয়েছে সারি সারি

নারিকেল গাছ এবং বেলাভূমি এবং সুন্দর এটি আকাশ সাথে পাশে রয়েছে ম্যানগ্রোভ বনের একটি অংশ যা কুয়াকাটাকে আলাদা একটি মাত্রা দিয়েছে ।

কুয়াকাটার দর্শনীয় স্থানঃ

কুয়াকাটার সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানগুলো হলঃ শুটকি পল্লী, ক্রাব আইল্যান্ড , গঙ্গমতির জঙ্গল , ফাতরার বন , কুয়াকাটা কুয়া , কেরানিপারা , মিশ্রিপাড়া , বৌদ্ধ মন্দি্‌ ইলিশ পার্ক, সহ আরও অনেক কিছু রয়েছে ।

কুয়াকাটা কিভাবে যাবেন

কুয়াকাটা যেতে হলে আপনি তিন ভাবে যেতে পারবেন বাস-লঞ্চ এবং বিমান । আপনি ঢাকা বা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে পটুয়াখালী কুয়াকাটা সরাসরি বাস সার্ভিস পাবেন ।

নদীপথে অর্থ লঞ্চে যদি যেতে চান তাহলে আপনাকে ঢাকা সদরঘাট থেকে লঞ্চে উঠতে হবে এবং বরিশাল-পটুয়াখালী যেতে হবে ।

যদি আপনি বরিশাল যান সেখান থেকে আপনি আলাদাভাবে বাসে করে কুয়াকাটা যেতে পারবেন আর যদি আপনি পটুয়াখালী লঞ্চ যান তাহলে আপনি পটুয়াখালী থেকে আলাদা বাস পাবেন কুয়াকাটা যাওয়ার জন্য ।

বিমানে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ঢাকা বা যেকোন জায়গা থেকে বরিশাল পর্যন্ত যেতে

হবে তারপর আপনাকে বাসে বা অন্য কোনোভাবে বরিশাল থেকে কুয়াকাটা যেতে হবে ।

ঢা কা টু পটুয়াখালী বাসে ভাড়া ৫০০ থেকে ১২০০ টাকা

ঢাকা টু পটুয়াখালী লঞ্চের ভাড়া ডেক 300 থেকে 500 টাকা

ঢা কা টু পটুয়াখালী লঞ্চের কেবিনের ভাড়া 700 থেকে 3000 টাকা ।

ঢাকা টু বরিশাল বাস ভাড়া 400 থেকে 600 টাকা

ঢা কা টু বরিশাল লঞ্চ ডেকে ভাড়া 150 থেকে 300 টাকা , কেবিন ভাড়া 700 থেকে 2500 টাকা এবং বিমানের ভাড়া ঢাকা থেকে বরিশাল 2500 টাকা 3500 টাকা নিতে পারে।

কুয়াকাটা কোথায় থাকবেনঃ

আপনি যদি একজন পর্যটক হন এবং কুয়াকাটায় অবস্থান করেন সেক্ষেত্রে আপনি কুয়াকাটা অনেক ধরনের আবাসিক হোটেল পাবেন।

হোটেল নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে আপনি যদি যত কম দামের হোটেল জান কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে কত দূরে আপনাকে যেতে হবে ।

সেক্ষেত্রে আপনি কুয়াকাটা 500 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত হোটেল পাবেন ।

আরো ভালো মানের হোটেল পেতে অবশ্যই আরো বেশি টাকা খরচ করতে হবে ।

কুয়াকাটার খাবার সুবিধাঃ

কুয়াকাটা একটি পর্যটন এলাকা হওয়ায় এখানে খাবারের মান নানান ধরনের রয়েছে।

আপনি কম দামেও খেতে পারেন আপনি বেশি দামে খেতে পারেন ।

তবে এখানে খাবারের জন্য অনেক ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে বা পাশাপাশি কম দামে খাবারের হোটেল রয়েছে

এখন আপনাকে চয়েজ করতে হবে আপনি কোথায় যাবেন তবে এক্ষেত্রে কুয়াকাটার সামুদ্রিক খাবার খেতে হলে আপনাকে কিছু টাকা বেশি খরচ করতে হবে ।

তাছাড়া সকালের জন্য 100 টাকা দুপুরের জন্য 150 টাকা এবং রাতের জন্য 150 টাকা জনপ্রতি বাজেট রাখতে পারেন।


কুয়াকাটা কম খরচে ভ্রমণঃ

আমরা সবাই চাই কম খরচে যেকোনো স্থানে গিয়ে সম্পূর্ণ বিষয়গুলো ঘুরে আসতে ।

সে দিক থেকে আপনি যদি কুয়াকাটা কম খরচে ঘুরে আসতে চান তাহলে আপনাকে

একটি ভালো দিন দেখে যেতে হবে যেদিন সবাই ব্যস্ত থাকবে এবং কুয়াকাটায় মানুষ কম হবে এতে আপনি নানা ধরনের সুযোগ-সুবিধা পাবেন ।

তার মধ্যে রয়েছে কম খরচে হোটেল কম খরচে বিভিন্ন যাতায়াত খরচ কম খরচে খাবার সুবিধা ।

আপনাদের সুবিধার্থে আমরা এটি কার্যকরী একটি টুর প্লান শেয়ার করছি আপনাদের সাথে যার মাধ্যমে আপনি কিছুটা হলেও ধারণা পেতে পারেন ।

প্রথম দিনঃ সকালে হোটেলে চেক ইন ।

তারপরে দুপুরের সমুদ্র স্নান করে খাওয়া দাওয়া দুপুরে মোটরসাইকেল ভাড়া করবেন যেখানে 600 থেকে 800 টাকার মতো লাগতে পারে ।

কুয়াকাটা দেখার মত জায়গা আছে প্রায় ২০ টি । সব জায়গায় দেখতে হলে 800 টাকার মত লাগবে।

বারোটি জায়গার জন্য 400 থেকে 500 টাকা এবং ৮ টি জায়গার জন্য 300 টাকা লাগতে পারে ।

আর বাইক ওয়ালাদের সাথে অবশ্যই দরদাম সব সময় ঠিক করে নিবে ।

বিকেলে তিন নদীর মোহনা এসব জায়গায় ঘুরতে পারেন এবং সূর্যাস্ত দেখতে পারেন

দ্বিতীয় দিনঃ খুব ভোরে 4:30 র দিকে মোটরসাইকেল ওয়ালা কি আপনারা সাথে করে নিয়ে গঙ্গামতি চলে যাবে সূর্যোদয় দেখার জন্য । কুয়াকাটা ভ্রমণ

সেখানে লাল কাকড়ার চর রয়েছে যা আপনাকে অন্য রকম একটা পরিবেশ তৈরি করে দিবে ।

সাথে রাখাইন পল্লী মার্কেট এসব জিনিস গুলো দেখতে পারেন যা কুয়াকাটার অন্যরকম একটা সৌন্দর্য উপস্থাপন করে ।

দুপুরে খাবারের পর ফাতরার বন বা দুপুরে খাবারের আগে আপনি চাইলে গোসল করে নিতে পারবেন সমুদ্রসৈকতে ।

ঢাকায় ফেরার সময় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে পটুয়াখালী থেকে বিকাল 5 টার দিকে লঞ্চ ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে

এবং বরিশাল থেকে রাত 9 টার দিকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে আসে তাছাড়া আপনি পটুয়াখালী বরিশাল রুটে বাস বিকেল থেকে রাত 9 টা পর্যন্ত সব সময় পাবেন

কুয়াকাটা ভ্রমণ খরচঃ

কোন জায়গায় ভ্রমণ করার নির্দিষ্ট কোন খরচ নেই পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে

সবকিছু পরিবর্তন হতে পারে । তারপর আপনাদের সুবিধার্থে একটি খরচের তালিকা তুলে ধরলাম

ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চ 300 টাকা ডেকে ও কেবিনে 1000 থেকে ১২০০টাকা ।

পটুয়াখালী থেকে কুয়াকাটা বাস 140 টাকা ।

ঢাকা থেকে কুয়াকাটা বাসে 650 টাকা থেকে1000 টাকা।

কুয়াকাটা হোটেল মোটামুটি ভালো মানের ভাড়া সিঙ্গেল 1000 টাকা ১৫০০ টাকা ।

মোটরসাইকেল ভাড়া দুজনের জন্য দুইদিন 600 থেকে 800 টাকার মত লাগবে ।

সকালের খাবার দুই দিন দুই বেলা জনপ্রতি 100 থেকে 200 টাকা ।

দুপুরের খাবার 232 জন প্রতি 300 থেকে 400 টাকা ।

রাতের খাবার দুই দিনের রাতের খাবার জনপদে 300 থেকে 400 টাকা ।

অন্যান্য খরচ বাবদ 1000 টাকা রাখতে পারেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button