কোরবানির ঈদে স্কুল কলেজ কত দিন ছুটি দেয়া হবে ? জানালে শিক্ষা মন্ত্রণালয়
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল স্কুল এবং কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে কোরবানি ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি দিবে শিক্ষা মন্ত্রণালয়।
এ ক্ষেত্রে কবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে এবং কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নোটিশের মাধ্যমে জানানো হয় এবারের শিক্ষার্থীদের দেয়া হবে কোরবানি এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে।
এর আগে চলতি বছরের রমজান মাসে স্কুল-কলেজ বন্ধ থাকার কথা ছিল কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে তা পরিবর্তন করা হয়।
আরও পড়ুনঃ
- ২০২২ সালের এসএসসি পরীক্ষা কবে হবে ? যা বলল শিক্ষা মন্ত্রণালয়
- করোনা বাড়ছে – আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে ? জানালো শিক্ষা মন্ত্রণালয়
রোজার মধ্যে শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম পরিচালনা করা হয়। এক্ষেত্রে শিক্ষার্থীরা সঠিক ভাবে কোরবানি ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি পাবে কি না?
এমন একটি প্রশ্ন অভিভাবকদের ও শিক্ষকরা জানিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী –
আগামী 28 জুন থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম বন্ধ হবে এবং তাদের ক্লাস কার্যক্রম শুরু হবে 16 জুলাই।
এই সময় শিক্ষার্থীদের কোরবানির ঈদে ছুটি দেয়া হয়েছে প্রাথমিক শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য।
অন্যদিকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুল এবং কলেজ পর্যায়ে শিক্ষার ঈদের বন্ধ শুরু হবে আগামী 3 জুলাই থেকে এক্ষেত্রে বন্ধ শেষ হবে আগামী 19 জুলাই
অর্থাৎ শিক্ষার্থীরা মাঝখানে 15 দিন পাবে কুরবানি ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন বন্ধ হিসাবে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এই বন্ধ কমানোর কোনো সুযোগ নেই ।
যদি করোনার কারণে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করা হয় তবে তা পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবারে কওনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত বন্ধ হচ্ছেনা ।
যদি কোনো প্রস্তুতি খারাপ হয় তখন হয়তো বা এ ব্যাপারে নতুন সিদ্ধান্ত নেয়া হবে।
সেখানে জাতীয় বিশেষজ্ঞ কমিটি থেকে এ ব্যাপারে পরামর্শ নিয়ে স্কুল-কলেজ বন্ধ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
One Comment