গনিতে পাশের হার ১০০% কতটা সত্য ? SSC Result 2023

SSC Result 2023 বর্তমানে প্রস্তুত করা হয়েছে শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার ফলাফল নিয়ে আমরা কয়েকটা আপডেট তোমাদের সাথে শেয়ার করছি।
তাই সম্পূর্ণ পোস্ট তোমরা শেষ পর্যন্ত পড়ো এবং বিষয়গুলো জেনে নাও। তোমরা সবাই পরীক্ষা দিয়ে আছো অনেক ভালো ভাবে।
কিন্তু গণিতে অনেক পরীক্ষা খারাপ হয়েছে, কিন্তু এরই মধ্যে বিভিন্ন জায়গায় তথ্য এসেছে গণিতে নাকি ১০০% শিক্ষার্থী পাশ করেছে।
আরও তথ্য পড়ুনঃ
- পাশের হার কোন বোর্ডে কত % – এসএসসি রেজাল্ট ২০২৩ জেনে নেও
- SSC Result 2023 By SMS – SMS মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখুন
- মাত্র পাওয়া – কয়টায় এসএসসি রেজাল্ট ২০২৩ প্রকাশ হবে ? নতুন তথ্য
- Marksheet With Subject Number – SSC Result 2023
যেটা অনেকটাই অসম্ভব। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে গণিতে কেমন পাস করেছে, সে বিষয়ে জানিয়েছে তারা
আজকে আমরা তোমাদেরকে সে বিষয়গুলো নিয়ে কথা বলব তাই শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথে যুক্ত থাকো।
এসএসসি পরীক্ষা শেষ হয়েছে গত ২৮ মে, তারপরে ফলাফল প্রকাশ করার জন্য কাজ করছিল শিক্ষা মন্ত্রণালয়
যে সকল শিক্ষকরা পরীক্ষার খাতা দেখেছে। তাদের সাথে আমাদের কথা হয়েছে এবং বোর্ডে কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে।
তারা জানিয়েছে যেভাবে তারা খাতা দেখে প্রতি বছর এ বছরে সেভাবে খাতা তারা দেখেছে এবং অনেক শিক্ষার্থী তাদের জায়গা থেকে
অনেক ভালো ফলাফল করেছে এবং তারা চেষ্টা করেছে সবাইকে নম্বর বেশি দেওয়ার গণিত নিয়ে সরাসরি শিক্ষকরা বলেছে।
এখানে গণিতে 100% পাস করা কোনোভাবেই সম্ভব না কারণ গণিতে অনেক শিক্ষার্থী ফেল করেছে। প্রতি বছর গণিতে দেখা যায় ১২ থেকে ১৫ শতাংশ
শিক্ষার্থী ফেল করে থাকে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি ১০০ জনের মধ্যে অন্তপক্ষে 10 থেকে 12 জন শিক্ষার্থী ফেল করেছে।
আরও তথ্য পড়ুনঃ
- পাশের হার কোন বোর্ডে কত % – এসএসসি রেজাল্ট ২০২৩ জেনে নেও
- SSC Result 2023 By SMS – SMS মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখুন
- মাত্র পাওয়া – কয়টায় এসএসসি রেজাল্ট ২০২৩ প্রকাশ হবে ? নতুন তথ্য
- Marksheet With Subject Number – SSC Result 2023
শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে আমরা গণিতের বিষয়টি নিয়ে দেখেছি, আমরা গণিতে শিক্ষার্থীদের ফেলের হার দেখেছি
সেটা স্বাভাবিক রয়েছে তবে শতভাগ পাসপোর্ট কোনভাবেই সম্ভব নয় পাশ করা কারণ কোন বিষয়ে শতভাগ পাশ করা সম্ভব না।
এক্ষেত্রে আমরা চেষ্টা করেছি তাদেরকে সহযোগিতা করা যতটুকু পেরেছি ততটুকু ভাবেই শিক্ষা হৃদয়কে মূল্যায়ন করা হয়েছে।
এক্ষেত্রে কোন শিক্ষার্থী যদি এক বা দুই নম্বরের কারণে ফেল করো তাহলে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে
এবং বোর্ডের কাছে আবেদন করে তোমাদের ফলাফল পরিবর্তন করার জন্য রিকোয়েস্ট করতে পারবা।
যদি তোমাদের কথা শুনে এবং তারা খাতা আরো একবার দেখে যদি মনে করে তুমি পাশ করার যোগ্য তাহলে তোমাকে পাশ করে দেওয়া হবে।